১.
দেখেছি পাখীর ডানা আসলে ততটা কোমল নয়
আসলে ততটা কোমল নয় জলবতি নদী
কিংবা একটি রজনীগন্ধার আদ্যোপান্ত শরীর;
আমাদের অনুভূতির মত কোমল আর কোন কিছু নেই!
------------- ১৫.১০.২০১১ বরিশাল
২.
সব কথা যায়না বলা, এমনকি সব অনুভূতিও প্রকাশ করা যায়না!
বন্ধু, এতদূর শুনে ফেলো আর এত গভীরে দেখো বলে
তোমার শূণ্যতার সাথে পাল্লা দিয়ে যায় -
অসহ্য বিলাস!
------------------- ০৫.১০.২০১১, ঢাকা
৩.
তুমি কথা বলো বলে আমারও কথা বলা হয়;
নইলে ইদানীং কথা বলার চাইতে
কথোপকথন দূরে রেখে
যতটা প্রশান্ত থাকা যায়
তার চেষ্টা ছিলো সর্বোত্তম।
কথা বলা দারুণ ব্যাপার -
শ্রোতা আর কথকের অন্ত্যমিল থাকা চাই!
------------ ১৪.১০.২০১১ বরিশাল
৪.
বিষাদের জলসিড়ি পাথরের ধাপ কাটে জুমচাষী
রুয়ে দেয় বিষাদের ধুন
জুমধানে ভরে উঠে সংসারঃ
চোয়ানি জেনেছো বুঝি,
জানো নাই কতটা জল পেলে
একমুঠো ধান দেয় অফুরান পাপ!
------------- ০৯.০৯.২০১১
বাহ। ভালো লাগল।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
১ নাম্বারটা ভাল লাগল। ৩ এর শেষ লাইনটা দারুণ।
কিন্তু ১, ২ না করে সুন্দর শিরোনাম দেওয়া যায় না?
"শূন্য" বানানে টাইপো আছে।
বাহ, সব গুলোই ভাল লাগলো ... । প্রথমটা বেশী।
আসলেই আমাদের অনুভূতির মত কোমল বোধহয় কিছু নেই, আমারতো মনে হয় পাখির ডানা বা জলবতী নদী যে কোমল হয়ে ওঠে সে আমাদের অনুভূতির জোরেই। আপনার কবিতা মাঝে মাঝে আমাকে 'চরম উদাস' করে দেয়
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
অনুভূতিগুলো আসলেই অনেক বেশি কোমল। আপনার কবিতার নিঃসঙ্গতা উপভোগ করি
------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
অণুকাব্যগুলো খুব সুন্দর তানিম ভাই।
সবাইকে পড়ার জন্য শুভেচ্ছার পাতা!
ফাহিম ভাই, টাইপো ঠিক করে নেবো পরে, সময় নাই। ধন্যবাদ আপনার পাঠজনিত মন্তব্য সবসময়ই একটু আলাদা!
প্রিয় মন্তব্যকারিগণ, আপনাদের মঙ্গল হোক
মন্তব্য
কম্পিউটারে রোজগেরে কাজ করে যাচ্ছি ...
নেটটা খোলা...
খুব মাঝে মধ্যে ক্লান্ত হলে হয়তো সচলায়তনে চোখ বুলাচ্ছি ... কিংবা অন্য কোথাও...
কিংবা চোখ বন্ধ করে গান শুনছি...
গানটাই ক্লান্তি জুড়িয়ে দিচ্ছে...
আর দিল আপনার কবিতা...
শরীরটা একটু যেন হালকা হয়ে গেলো...
ধন্যবাদ- সুন্দর কবিতার জন্য...
তানিম ভাই একটা অদ্ভুত নির্জনতা আছে আপনার কবিতায়। শান্তি লাগে।
তানিম হলেন সচলের জীবনবাবু
শর্মা ঠিকই বলেছেন :
[quoteএকটা অদ্ভুত নির্জনতা আছে আপনার কবিতায়। শান্তি লাগে।]
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha