অমনি ধরে গাপুস গুপুস খাই

কনফুসিয়াস এর ছবি
লিখেছেন কনফুসিয়াস (তারিখ: সোম, ১৭/১০/২০১১ - ৭:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:


হায়, কবি বলেছিলেন, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি!


মন্তব্য

দ্রোহী এর ছবি

গণ্ডারজানের আব্বাজান গণ্ডারাবুল!

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

তাপস শর্মা এর ছবি
কল্যাণF এর ছবি

হাততালি

উচ্ছলা এর ছবি

হাভাইত্যা রাক্ষসটারে নিয়া আঁকা রেখাচিত্র ভালো লেখেছে হাসি চলুক হাততালি

নিটোল. এর ছবি

মন্ত্রীর নাক দেইখা ডরাইছি! হো হো হো

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হাসি

তারেক অণু এর ছবি

দেঁতো হাসি , তবুও লজ্জা হয় না এদের

বন্দনা এর ছবি

এগোর চোখের কোন চামড়া নাই, এত কিছুর পর ও অবাধে বক্তিমা দিয়া বেড়ায়।
কার্টুন বেশ হয়েছে।

রু (অতিথি) এর ছবি

পাছে লোকে কিছু বলে কবিতাটি এনারা খুব ভালোভাবে আত্মস্থ করেছেন বলে মনে হয়।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

উত্তম জাঝা! উত্তম জাঝা!


_____________________
Give Her Freedom!

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

চলুক

তানজিম এর ছবি

যাই, মন্ত্রীর পিছনে একটা ধামা ধরি গিয়া...আর কিছু না হোক কিছু স্ক্র্যাপ লোহা তো পামু বেইচ্চা কটকটি খাওয়ার জন্য।এতো বড় ব্রিজ বলে কথা... চিন্তিত

তানজিম এর ছবি

যাই, মন্ত্রীর পিছনে একটা ধামা ধরি গিয়া...আর কিছু না হোক কিছু স্ক্র্যাপ লোহা তো পামু বেইচ্চা কটকটি খাওয়ার জন্য।এতো বড় ব্রিজ বলে কথা... চিন্তিত

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আবুলের মন্ত্রী হবার গল্প...
কাট্টুন ম্রাত্মক হইছে

______________________________________
পথই আমার পথের আড়াল

পাঠক এর ছবি

ঘেঁয়াও...

সুমিমা ইয়াসমিন এর ছবি

উত্তম জাঝা!

শান্ত এর ছবি

ভোট দেওয়ার সময় যদি কোনো চিন্তা না করে ভোট দেন, তাহলে এসব সিন্দাবাদের ভুতেরা তো ঘাড়ে বসবেই। অবশ্য বললেও ভোট দেবেন না বললেও ভোট দেবেন। ভোট যখন দিয়েছেন, তখন না হয় কিছুটা সহ্য করুন। জয় বাংলা।

পাঠক_পদ্মজা এর ছবি

আমিও খাবো।
গুরু গুরু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।