| ঘড়ায়-ভরা উৎবচন…|১৮১-১৯০|

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: সোম, ১৭/১০/২০১১ - ৯:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

সতর্কতা:
ধর্মীয় বিশ্বাস ও সংস্কার বা মুক্তচিন্তায় যাঁদের সংবেদনশীলতা রয়েছে
তাঁদের জন্য অস্বস্তিকর হতে পারে !
...

(১৮১)
রোগশয্যায় মানুষ চক্ষুষ্মাণ হয়ে ওঠে;
তখনই সে নিজের দুর্বলতাগুলো দেখতে পায়।

(১৮২)
বিলাপ আর কৌতুকে কোন মৌলিক পার্থক্য নেই;
বিলাপ হলো নিজেকে সান্ত্বনা দেয়া,
কৌতুক হচ্ছে অপরকে সান্ত্বনা।

(১৮৩)
প্রেমের আশ্রয় নির্ভরতা, কিন্তু প্রেম নির্ভরতার আশ্রয় নয়।

(১৮৪)
উদ্যম হারালে মানুষ সম্ভাব্য মৃত্যুতারিখ খোঁজে।
প্রাণিজগতে কেবল মানুষই উদ্যমহীন হয়; এবং তাদের সান্ত্বনা হয়
ধর্ম নামের এক কাল্পনিক অলৌকিক জগত।

(১৮৫)
‘অনিবার্য গন্তব্যের কথা মনে এলে মন বিষণ্ন হয়,
মনে পড়ে অনেক কাজ এখনো বাকি।’-
এরকম চিন্তা বার্ধক্যে হতাশা আনে, যৌবনে জাগায় আশা।

(১৮৬)
মানুষ যখন নিশ্চুপ থাকে, তখনই সে ব্যক্ত হয় বেশি;
যখনই বকবক করে, আসলে সে নিজেকে আড়াল করে তখন।

(১৮৭)
বাঙালির হৃদয় বড় শক্ত জায়গা;
নিজেই নিজের হৃদয়ে বেশিদিন থাকতে পারে না।

(১৮৮)
চল্লিশ পেরোলে প্রায় সব পুরুষই মর্ষকামী যৌন-শয়তানে পরিণত হয়;
আর চল্লিশোত্তর নারীরা আক্রান্ত হয় ভয়ঙ্কর ঈর্ষাতুর হীনম্মণ্যতায়।

(১৮৯)
ভাবনার গতিপথেই আধুনিকতা নিহিত।
‘নলেজ ইজ পাওয়ার’ বা ‘জ্ঞানই শক্তি’ হচ্ছে সেকেলে ধারণা;
একালের নির্যাস হচ্ছে- ‘ক্ষমতাই সকল জ্ঞান’ বা ‘পাওয়ার ইজ নলেজ’।

(১৯০)
পুরনো কাপড় আর প্রয়াত স্বজনের মধ্যে বিশাল তফাৎ।
পুরনো কাপড়কে আমরা অবহেলায় তুলে রাখি অন্য কাজে ব্যবহার করতে;
প্রয়াত স্বজনকে সর্বোচ্চ সম্মানের সাথে পরিত্যাগ করি কবরে বা চিতায়।


[১৭১-১৮০][*][১৯১-২০০]


মন্তব্য

বন্দনা এর ছবি

রণদা সবগুলাই ভালো লাগলো :)।

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নিটোল. এর ছবি

১৮৬ ভালো পাইছি। অন্যগুলোও ভাবনার খোরাক জোগায়। চলুক। চলুক

রণদীপম বসু এর ছবি

হুমম, বকবক করা কিন্তু আমার প্রিয় খাসিলত !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তারেক অণু এর ছবি

চলুক ধর্ম নামের এক কাল্পনিক অলৌকিক জগৎ।। হাসি

রণদীপম বসু এর ছবি

অফটপিক:
আপনার বন্ধু শামীম এসেছিলো আজ অফিসে। ওর সাথে আলাপ হলো, আপনার ব্যাপারে খুব উচ্ছ্বসিত সে ! বাংলা আবহাওয়া ছেড়ে ইটালি গিয়ে ছেলেটা এখনো সেই সহজ-সরলই রয়ে গেছে !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

পাঠক_পদ্মজা এর ছবি

১৮৩, ১৮৬
আর লেখাতো যথারীতি গুল্লি

রণদীপম বসু এর ছবি

হুমম, ১৮৩ থেকে সাবধান কিন্তু ! হা হা হা !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তাপস শর্মা এর ছবি

অস্থিরতা, আশার নির্বিকার অনাহূত আত্ম চিৎকার, প্রতারণার পেলেব গোঙ্গানি, হিড়িক বাজির মোড়কে - আপনার এই উৎবচনে আমার আত্মজিজ্ঞাসা এবং স্থবিরতা রেখে গেলাম।

বলতে চাই -
দর্শনের দাগ একাকার ধর্ষণের ললাটে
প্রভাতের অকাল বোধনে
মিশে আছে কাজরা পাড়ার গান

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ আপনাকে।
তবে সত্যি বলতে কি, দর্শন জিনিসটার নাম শুনলেই পেটের ভেতরের আঁতিপাতিও প্যাঁচ লেগে যায় আমার ! এই ভয়ঙ্কর জিনিসটা থেকে শতহাত দূরে থাকাই আমার জন্য নিরাপদ ! হা হা হা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

 তাপস শর্মা  এর ছবি

তাই ভালো। দর্শন আমাদের বধির করে দেয়, তাই নয় কি দাদা।

উচ্ছলা এর ছবি
রণদীপম বসু এর ছবি

১৮৯ নম্বর তো আপনার ইমোতেই টের পাওয়া যাচ্ছে ! হা হা হা !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

কল্যাণF এর ছবি

ভয় পাইলামঃ ১৮৮...বাবাগো...

রণদীপম বসু এর ছবি

ভয় যা পাওয়ার পেয়ে নেন, পরে তো অন্যকে ভয় পাওয়াবেন !
কেননা, জীবনটা তো শেষপর্যন্ত একটা একমুখি রাস্তাই ! ওয়ান ওয়ে রোড !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

কল্যাণF এর ছবি

চিন্তিত

মৃত্যুময় ঈষৎ এর ছবি

চলুক চলুক


_____________________
Give Her Freedom!

রণদীপম বসু এর ছবি

চলুক

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

কর্ণজয় এর ছবি

ভাল লেগেছে...

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

চরম উদাস এর ছবি

চলুক
ভলো লাগলো রণদা।

রণদীপম বসু এর ছবি

হুমম, চলুক

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

পাঠক এর ছবি

১৮৮ নম্বরটা লিখবার পেছনে কোনো কারণ ছিল/আছে কিনা জানতে পারি?
এটা পড়ে বেশ ভয় পেলুম তো, তাই

রণদীপম বসু এর ছবি

পৃথিবীতে তো কারণ ছাড়া কোন কার্যই ঘটে না !
তবে এটা এমন এক সত্য যা কেউ সচেতনভাবে হয়তো স্বীকার করবেন না। কিন্তু সবাইকেই এ রাস্তা মারিয়েই যেতে হয়/হবে ! উপলব্ধিটাই এখানে মূখ্য।
তবে আশা করতে দোষ নেই যে, এখন যিনি ভয় পাবেন, আগামীতে অন্তত তিনি যেন অন্য কারো ভয়ের উৎস না হন !
ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

Shakha Nirvana এর ছবি

উতবচনের সাথে একটা মুখোশের ছবি ব্যবহার করতেন, এখন আর করছেন না। ছবিটা খুব ভাল লাগতো। বচনগুলো ভাল হয়েছে, তবে আগের মত হয়নি।

রণদীপম বসু এর ছবি

আপনার পর্যবেক্ষণ একেবারে সহি !
মুখোশের ছবি ভালো লেগে থাকলে আগামীতে বিষয়টা খেয়াল রাখবো নিশ্চয়ই !
আর উৎবচনের ব্যাপারে কথা হলো, কখনোই কোন কিছু একটা আরেকটার মতো হয় না, হবেও না। বিভিন্ন অবস্থা, আবহ, অনুভব, উপলব্ধি থেকে একেকটা উৎবচনের জন্ম। হতে পারে উপস্থাপনটা সেরকমভাবে করতে পারি নি, এই সীমাবদ্ধতা অবশ্যই স্বীকার করি।

অনেক ধন্যবাদ মনখোলা মন্তব্যের জন্য।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রু (অতিথি) এর ছবি

১৮৩-র উপরে কথা নাই।

১৮৭ টা হওয়া উচিত ছিল বড় পিচ্ছিল জায়গা।

রণদীপম বসু এর ছবি

১৮৭ এর ব্যাপারে আপনার উপলব্ধিজাত প্রস্তাবনাটা দুর্দান্ত লাগলো ! পিচ্ছিল শব্দটা মনে ধরেছে ! এককথায় যথার্থ ও অসাধারণ !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ত্রিমাত্রিক কবি এর ছবি

১৮১, ১৮৪, ১৮৬ চলুক
১৯০ চলুক চলুক
১৮৮ এক্সপেরিমেন্ট করার বয়স হয় নাই ... তয় মাথায় থাকল

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

রণদীপম বসু এর ছবি

১৮৮ এক্সপেরিমেন্ট করার বয়স হয় নাই ... তয় মাথায় থাকল

আপনার এ মন্তব্যে সেই পুরনো পরিচিত গল্পটা মনে পড়ে গেলো- মেয়ে যখন মাকে বলছিলো তার গর্ভব্যথা উঠলে ঘুম থেকে জাগিয়ে দেয়ার জন্য।
তাকে আর জাগাবে কে ! সেই তো সবাইকে জাগিয়ে ছাড়বে ! হা হা হা !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

দ্রোহী এর ছবি

উৎবচন তো নয় যেন ছোট গল্পের প্লট একেকটা! চলুক

রণদীপম বসু এর ছবি

শুরু করে দেন দ্রোহী ভাই !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ত্রিমাত্রিক কবি এর ছবি

চলুক

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনি তো মহামানব হয়ে যাচ্ছেন রণদা...

______________________________________
পথই আমার পথের আড়াল

রণদীপম বসু এর ছবি

এভাবে বেইজ্জত করলেন নজু ভাই !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

১৮৫ এব১ ১৮৬ বেশী ভালো লাগলো। তবে অন্যগুলোও চমৎকার ভাব বহন করে।

রণদীপম বসু এর ছবি

নিশ্চয়ই ভেতরে সেই ভাবটুকু ধারণ করছেন বলেই এখানেও ভাবনার খোরাক পেয়ে যাচ্ছেন।
ধন্যবাদ আপনাকে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তানিম এহসান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

রণদীপম বসু এর ছবি

আপনাকেও ধন্যবাদ তানিম !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অনিন্দিতা চৌধুরী এর ছবি

রণদা এবারের প্রত্যেকটাই দারুণ! হাসি

রণদীপম বসু এর ছবি

আপনার ভালো লেগেছে জেনে আমারও দারুণ লাগলো ! ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

guesr_writer rajkonya এর ছবি

পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

রণদীপম বসু এর ছবি

সর্বনাশ ! লাল কার্ড দেখাচ্ছেন, না চিপস খাচ্ছেন, বুঝতে পারছি না তো !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সুমিমা ইয়াসমিন এর ছবি

প্রত্যেকটি ভালো লেগেছে। একটু বেশি ভালো লেগেছে ১৮৫ গুরু গুরু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।