কী এক সার্কাস!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১৮/১০/২০১১ - ১০:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

কী এক সার্কাস!
লিখি প্রেম, ঠোট থেকে খসে নগ্ন বিষফল উত্তাপ
পিছল দেহ ছুয়ে পৃথুলা প্রিয়তীর সবুজ নিঃশ্বাস
ঘুমের সুতো খসে অধোমুখ, মাংসল লকলকে চাকু
রাতের বরণকুলো উষ্ঞ পালক গোজে অন্ধ আয়নার ভেতর।

নিরীহ রোদ্দুরে হাঁটে ফিকে রং পাতাদের সবুজ বিকেল
পাতার সবুজ রক্ত চাটতে চাটতে মানুষ হাঁটে নামি
মানুষ! শান্তির ফেরীওলা! শান্তি ফেরী করে
হাতের তালুতে ছেলে ভুলানো লাটিম কোমল রোদ্দুর ছিড়ে খায়।

যে এক পাখির ঝাক মৃত্যুকে আরোগ্যের অ্যাম্বুলেন্স ভাবে
কেউ কেউ তারাও নিয়ত বেরোয় রীতিরুদ্ধ গন্ধমের ঘ্রাণে
কী এক আজব সার্কাস
রাতের নিবিড় ভূগোল কয়লা হতে হতেও চকমকে চাকু গিলে খায়
....................................................................................................নিয়াজ মোর্শেদ(আগুনপাখী০১১)


মন্তব্য

কর্ণজয় এর ছবি

যে এক পাখির ঝাক মৃত্যুকে আরোগ্যের অ্যাম্বুলেন্স ভাবে...
.....................................................
অসাধারন পুরো কবিতাটিই। যেন আধা আলো অন্ধকারের ভেতর অনেক তারার হাতছানি...

 তাপস শর্মা  এর ছবি

জীবন জিজ্ঞাসার দীর্ঘশ্বাস।
ভাষায়, মননে, আঙ্গিকে এবং গভীরতায় অসাধারণ
কবি আপনাকে কুর্নিশ

 তাপস শর্মা  এর ছবি

জীবন জিজ্ঞাসার দীর্ঘশ্বাস।
ভাষায়, মননে, আঙ্গিকে এবং গভীরতায় অসাধারণ
কবি আপনাকে কুর্নিশ

ত্রিমাত্রিক কবি এর ছবি

ভালো লেগেছে- আসলেই 'কী এক আজব সার্কাস!'

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।