বংশের কলঙ্ক

উচ্ছলা এর ছবি
লিখেছেন উচ্ছলা [অতিথি] (তারিখ: বুধ, ১৯/১০/২০১১ - ১০:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

"বেয়াদব! এত লেখাপড়া শিখে, দেশী বিদেশী ডিগ্রী নিয়ে এই শিখছ! এটা একটা কাজ হলো! অসভ্য বেতমিজ কোথাকার! "

মেয়েটির মাথা নত। চোখ নত। জড়োসড়ো হাতদুটি কোলের উপর নেতিয়ে। অদৃশ্য হাতকড়া দৃঢ় মুষ্ঠিতে চেপে আছে ওর অসাড়, আহত হাতদুটো। পায়ে শেকল পরা ছিল সেই শৈশব থেকেই। মুষলধারে গালিবর্ষন হচ্ছে মেয়েটির ওপর।

যৌথ ফ্যামিলীর সব মুরুব্বীরা একে একে রুমে এসে চুপচাপ দাঁড়িয়ে অস্বস্তিকর ক্লাইমেক্স দেখছে। ফিসফিসিয়ে কথা বলছে আধা-ঘোমটা টানা, চোখে সুরমা পরা চাচীরা।

"আর তোমার আস্পর্ধাও তো কম না! এই শিক্ষাই দিলাম ছোটোবেলা থেকে! এইটা তুমি করলা কোন্ হিসাবে?!"

মেয়েটির মাথা, চিবুক আরও নত হয়ে বুকের কাছে নেমে এলো। লজ্জায়। অপমানে।

"ভদ্র ঘরের মেয়েরা এসব করে?! আমার এতদিনের মান-ঈজ্জত সব ধুলিস্মাত হলো তোমার অভদ্রতার কারনে! "

চোখ ফেটে গনগনে গরম পানি বেরিয়ে এলো মেয়েটির। কষ্টে নয়। প্রত্যুত্তর দিতে না পারার যন্ত্রনায়। অক্ষমতায়।

"নামাজ পরা ভালো মেয়ে বলেই তো জানতাম তোমাকে। ইসলামের তো বারোটা বাজায়ে দিলা ! বংশে সবাই ছি ছি করতেছে। বিয়ে করার আর মানুষ পাও না, না?! দুনিয়ায় এত ভালো ভালো পাত্র থাকতে এই সাদা চামড়ার নোংরা বিদেশীটাকেই বিয়ে করা লাগলো?! তাও আবার খ্রিষ্টান?! লা হাওলা ওয়ালা কুয়াতা...!!"

নিজের হাতে মুখ চেপে ফুঁপিয়ে বেরুনো কান্নাটাকে মেয়েটি রুধে দিলো।

"কিসের মুসলমান তুমি ! নামাজ পড়া, রোযা রাখা, দান-খয়রাত করা, পর্দা করা...এতদিনের সব সোয়াব পানিতে ফেলে দিলা তো এই খ্রিষ্টানের বাচ্চাকে বিয়া কোরে! দুইদিন পর বংশে খ্রিষ্টান পয়দা করবা বেহায়ার মতো! হাশরের ময়দানে দাঁড়াবা কোন্ মুখে তুমি?"

"ঐ খ্রিস্টানকে এক্ষনি মুসলমান বানাও; নাইলে এই বিয়ে শরিয়ত সম্মত হবে না...ডাকো তাকে বাসায়। আমি ঈমাম সাহেবকে বাসায় আসতে বলতেছি।"

উঠে দাঁড়ালো মেয়েটি। এতটুকু শক্তি নেই শরীরে। তবুও দাঁড়ালো সে। দাঁড়াতেই হবে তাকে। এক্ষুনি।

"কোথায় যাচ্ছ?! একবার এই দরজার বাইরে গেলে আর কোনোদিন ঢুকতে দেয়া হবে না তোমাকে!"

মাথা নিচু করে রাখা, নম্র-ভদ্র, সম্প্রতি 'বেয়াদব' পদবী পাওয়া মেয়েটি জীবনের প্রথম এবং শেষ বারের মতো বেয়াদবি করে ফেলল; খোদাভক্ত, আলহাজ্ব বাবার চোখের ভেতর তাকিয়ে বলল, "যার যার ধর্ম তার তার কাছে; সবার আত্মায় যার যার ঈশ্বর বাস করে। এটা খ্রিষ্টানের বাচ্চাটাই বুঝলো। আপনি বুঝলেন না।"

ঘরভর্তী মুরুব্বীরা আঁতকে উঠলো, "নাউজুবিল্লাহ্...!"


মন্তব্য

তানিম এহসান এর ছবি

আর আপনার লেখা পড়ে মনে হলো কোথাও যেন কেউ একজন সুবহানাল্লাহ বলে উঠে খুরমা-খাজুর বিলি করতে শুরু করলো দেঁতো হাসি

মারহাবা ফোকাস আপনার!

উচ্ছলা এর ছবি

লেখার প্রশংসা করলেন না গীবত গাইলেন, কিছু তো বুঝলাম না ইয়ে, মানে...

তবুও ধন্যবাদ হাসি

তানিম এহসান এর ছবি

খুব অবাক হলাম। আপনার স্পিরিট এর প্রশংসা করি, সেই বুঝ থেকে মন্তব্য করেছিলাম - কারণ, শেষে এসে বোঝা যায় একজন নারী ধর্মের ঊর্ধ্বে উঠে তার নিজ জীবন বেছে নিয়ে ‘নাউজুবিল্লা’ ছাড়িয়ে গেছেন। কিছু মনে করবেন না, গীবত শব্দটা আমার খুবই অপছন্দ। আপনি লেখতে থাকেন, আপনার লেখায় একটা প্রাণ আছে!

ভালো থাকবেন ভাই, কিপ আপ দ্য স্পিরিট আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

উচ্ছলা এর ছবি

অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ হাসি

সাফি এর ছবি

আপনার লেখা পড়ে মনে হলো কোথাও যেন কেউ একজন সুবহানাল্লাহ বলে উঠে খুরমা-খাজুর বিলি করতে শুরু করলো

মন্তব্যে "লাইক্স" দিলাম।

আমার এক বন্ধু বলেছিলো - "ধর্মের উদ্দেশ্য শান্তি ও মিলন হলেও ধর্মের দোহাই দিয়েই বিভেদ সৃষ্টি করা হয় সবচেয়ে বেশী"। আপনার লেখাটা পড়ে আরেকবার সেই কথা মনে পড়লো। শুভ কামনা রইলো আপনাদের প্রতি।

উচ্ছলা এর ছবি

"ধর্মের উদ্দেশ্য শান্তি ও মিলন হলেও ধর্মের দোহাই দিয়েই বিভেদ সৃষ্টি করা হয় সবচেয়ে বেশী"

ট্রু দ্যাট মন খারাপ

ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য, সাফি হাসি

অতিথি অন্যকেউ এর ছবি

দারুণ! চলুক

উচ্ছলা এর ছবি
পাঠক এর ছবি

খুবই ভালো ।এই ভাবে যদি শিকল ছেঁড়া যেত,দেশের পরিস্থিত হয়ত একদিন অন্যরকম হবে !!

উচ্ছলা এর ছবি

ধন্যবাদ হাসি

আসুন, দেশ জুড়ে দুর্বার 'শিকল ছেঁড়া' আন্দোলন গড়ে তুলি দেঁতো হাসি

 তাপস শর্মা  এর ছবি

ব্যাপক। এভাবে যদি সবাই ভাবতে পারত তাহলে পৃথিবিটা কত সুন্দর হয়ে যেতো। জাতপাত হীন, বর্ণহীন, শুধু ভালোবাসার কথা বলার জগত।

উচ্ছলাজী যদি কোন দিন সম্ভব হয় আমিও বলব এই ধরণের কিছু কথা। এই মেয়েটিতো পেরেছিল। কিন্তু আমার কাছের একজন পারেনি, নিজের স্বজনদের সাথেই এখনো লড়াই করে যাচ্ছে। কেমন লাগে যখন আপন পর হয়ে যায়।

উচ্ছলা এর ছবি

জাতপাত হীন, বর্ণহীন, শুধু ভালোবাসার কথা বলার জগত।

চলুক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

আশালতা এর ছবি

এতদিন অনেক সচলকেই দুখ কাঁদতে দেখেছি যে এখানে সুন্দরী সুরসিকা এবং সুলেখিকা সচলা নেই। কারণ তিনজন মানুষ মিলে একজন তো আর দাঁড়ায় না ! এতদিনে মনে হচ্ছে সেই দুঃখের মেঘ কাটল। হাসি

----------------
স্বপ্ন হোক শক্তি

উচ্ছলা এর ছবি

ওয়াল্লাহি ইয়া হাবিবি! এভাবে বললে তো নিজেকে 'মুই কি হনু রে' মনে হয়!! শোকরান হাসি

আপনার লেখার অন্ধভক্ত আমি। জানিয়েছি তো, না?
আপনার সুন্দর সুন্দর লেখা দেখেই আমি লিখতে অনুপ্রাণীত হয়েছি হাসি

মর্ম এর ছবি

প্রকারান্তরে উচ্ছলা মেনে নিচ্ছেন যে তিনি একাধারে সুন্দরী, সুরসিকা এবং সুলেখিকা চোখ টিপি

শেষ দুটোর ব্যাপারে একমত, এ দুটো গুণ থাকলে লেখারা এমনিতেই 'সুন্দর' হয়। চলুক লেখালেখি। হাসি

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

উচ্ছলা এর ছবি

প্রথমটার ব্যাপারে কোনো সন্দেহ নাই ( লোকে বলে আর কি হাসি )

বাকি দুইটা আশালতা তার বন্ধুকে 'স্বজনপ্রিতী' হেতু বলেছে দেঁতো হাসি

ধন্যবাদ মন্তব্যের জন্য।

guest_writer এর ছবি

এ যে দেখছি শিকল ভাঙার গান!

সবার আত্মায় যার যার ঈশ্বর বাস করে।

খুবই ভাল লেগেছে।

প্রৌঢ়ভাবনা

উচ্ছলা এর ছবি

অনেক কৃতজ্ঞতা এই লেখাটি পড়েছেন এবং সুন্দর একটি মন্তব্য করেছেন বলে হাসি

তারেক অণু এর ছবি
উচ্ছলা এর ছবি

ইশ্ কত্ত উদার সে উৎসাহ দেয়ার বেলায় হাসি

Hugs.

নীরব পাঠক এর ছবি

চলুক

উচ্ছলা এর ছবি
অচেনা আগুন্তুক এর ছবি

সুন্দর। হাসি

উচ্ছলা এর ছবি

অনেক ধন্যবাদ। আপনার প্রথম লেখাটিও আমার খুব ভালো লেগেছে হাসি

হারিকেন  এর ছবি

সুবহানাআল্লাহ, সুবহানাআল্লাহ।
এরপর অালহাজ্ব বাপে কি চড় মারছিল, নাকি মেয়ের কপালে চুমা দিয়েছিল?

----
হারিকেন

উচ্ছলা এর ছবি

আপনার কী মনে হয়, জনাব? ( নাকি জনাবা) হাসি

মামুন এর ছবি

ফেসবুকে শেয়ার দিলাম। দারুন লিখেছেন।

উচ্ছলা এর ছবি

অসংখ্য ধন্যবাদ আপনাকে হাসি

কৌস্তুভ এর ছবি

লেখাটা ভাল লাগল। এই থিমের উপর অনেক অনেক গল্প লেখা হয়েছে আগেই, আপনার গল্পটা ভাল লাগল নির্মেদ হওয়ার কারণে - খুব বেশি কথা ছাড়াই, মূলত সংলাপের মাধ্যমে বিষয়টা ফুটিয়ে তুলেছেন। সংলাপগুলো রিয়েলিস্টিকও, জানি না আপনার প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল কিনা।

উচ্ছলা এর ছবি

মন ভরে গেল আপনার জেনুইন প্রশংসা শুনে। ধন্যবাদ।

ও হ্যাঁ, লেখা এবং চেহারা নির্মেদ হলেই তা দৃষ্টিনন্দন হয়; ঠিক বলেছি? হাসি

সাফি এর ছবি

ট্যাগেতো স্মৃতিচারণ দেওয়া

অরফিয়াস এর ছবি

খুবই পরিচিত একজনের জীবনের সাথে দারুন মিল, মানুষ সব কিছু ছাড়িয়ে ধর্মের উর্ধ্বে যেতে পারেনি এখনো ... লিখতে থাকুন.. শুভ কামনা ..

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

উচ্ছলা এর ছবি

পারিবারিক দায়বদ্ধতা, ধর্ম, সমাজ.... মন খারাপ

উৎসাহ দেবার জন্য একগুচ্ছ ধন্যবাদ হাসি

ত্রিমাত্রিক কবি এর ছবি

আমাদের সমাজের আক্কেল দাঁত যে কবে উঠবে!!!

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

উচ্ছলা এর ছবি

আমারো সেই একই প্রশ্ন, কবি!!!!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বাহ্

______________________________________
পথই আমার পথের আড়াল

উচ্ছলা এর ছবি

পড়বার জন্য ধন্যবাদ হাসি

মৃত্যুময় ঈষৎ এর ছবি

অল্পের ভিতর অনেক কিছু বলা হয়ে গেল............... চলুক


_____________________
Give Her Freedom!

উচ্ছলা এর ছবি

ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। ধন্যবাদ হাসি

পাঠক এর ছবি

আমার জানা মতে আহলে - কিতাব দের বিয়ে করতে ধর্ম পরিবর্তন করতে হয় না। লেখা ভাল লেগেছে।

তাসনীম এর ছবি

আমার জানা মতে- মুসলমান ছেলেরা খৃষ্টান মেয়ে বিয়ে করতে পারবে কিন্তু মুসলমান মেয়েরা খৃষ্টান ছেলে বিয়ে করতে পারবে না। এটা অবশ্য আমি শুনেছি, সত্য কিনা নিশ্চিত বলতে পারব না।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

শাব্দিক এর ছবি

হুম! তাই ঠিক

"Islam forbids marriage of a Muslim woman with a non-Muslim man and considers it invalid. It used to be the same in the Christian denominations regarding betrothal of Christian persons to non-Christians; Islam, however, is a religion that does not change.

At the same time Islam is eminently suitable to new developments for all time to come within the bounds of reason, truth, and right in the eyes of God and Man.

Accordingly, Islam does allow a Jewish or Christian woman to marry a Muslim man with the provision that the children are raised Muslim"

সায়ন (১) এর ছবি

পাঁচ বছরের সম্পর্ক শেষ করতে হয়েছে এই ধর্মীয় কারনে। যখন বাপ-মা ইমোশনাল ব্লেকমেইল শুরু করে তখন কিছু করার থাকে না আসলে। আমিও পরে ইমোশনাল টর্চার শুরু করি। একটু আধটু গীটার বাজাতাম। সুমনের গানের প্যারোডী করে বাসায় প্রতিদিন বাপ-মায়ের কানের কাছে গ্যানগ্যান করতামঃ

আমি চাই জামাত নেতা "আরতি দাশ" পুত্রবধু
আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু

অঃটঃ আমার বাপ জামাত নেতা না যদিও;)

প্রদীপ্ত এর ছবি

প্রতিবাদ চালিয়ে যান। আপনার এই প্রতিবাদ আর কিছু মানুষকে জাগিয়ে তুলবে।

উচ্ছলা এর ছবি

সায়ন ও প্রদীপ্ত, পোস্ট পড়ার এবং মন্তব্যের জন্য ধন্যবাদ হাসি

তাসনীম এর ছবি

লেখাটা আমারো ভালো লেগেছে - কৌস্তুভ যে কারণ বলেছে সেই একই কারণে।

ট্যাগে স্মৃতিচারণ দিয়েছেন - অনুমান করতে পারি এই ঘটনা আপনি দেখেছেন।

লিখতে থাকুন মন এবং হাত দুটোই খুলে - দারুণ উপাদেয় হচ্ছে।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

উচ্ছলা এর ছবি

এত দারুনভাবে উৎসাহ দেবার জন্য অসংখ্য ধন্যবাদ হাসি

অরিত্র অরিত্র এর ছবি

অনেক ভাল লেগেছে লেখাটা। আহ্‌, সবাই যদি ধর্ম বর্ণের উর্দ্ধে উঠে ভাবতে পারত।

উচ্ছলা এর ছবি

আপনার মন্তব্যটিও অনেক ভাল লেগেছে হাসি
ধন্যবাদ।

সজল এর ছবি

ভালো লিখেছেন। চলুক
ধার্মিকদের একটা ব্যাপার যে স্ববিরোধী, তা তারা নিজেরাও বুঝতে পারে না। তাদের ঈশ্বরই যদি সবার সৃষ্টিকর্তা হয়ে থাকেন, তাইলে আর বিধর্মীদের ঘৃণা করা বা আলাদা করে দেখা কেন!

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

উচ্ছলা এর ছবি

ঠিকই বলেছেন।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য হাসি

কল্যাণF এর ছবি

এইবার তাইলে আর একটু চিন্তা করেন, পোলায় যদি মূর্তীউপাসক গোত্রে জন্মায়া থাকে তখন অবস্থাটা কি দাঁড়ায়? লেখায় অণুমিয়া যা যা দিছে তার ব্যাকটি ডাবল ডাবল।

উচ্ছলা এর ছবি

মূর্তীউপাসক, কাবাঘর উপাসক সবার অন্তর আলোকিত হোক।

এক ধামা ধন্যবাদ! আপনার মন্তব্যের দ্বিতীয় অংশ খু-উ-ব পছন্দ হয়েছে হাসি

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

চমৎকার লাগলো গল্পটা (নাকি বাস্তব অভিজ্ঞতা?)। এমন লেখা চলতে থাকুক। লেখায় পাঁচ তারা।

উচ্ছলা এর ছবি

আপনার মত বড় মাপের ব্লগারের কাছ থেকে উৎসাহ পেয়ে আমি দারুন আনন্দিত।
ধন্যবাদ মন্তব্যের জন্য হাসি

রু (অতিথি) এর ছবি

বাহ! দারুণ লাগলো। আমার পরিবারেও এরকম ঘটনা আছে। কিছু অপ্রত্যাশিত বাঁধা আসলেও আল্লাহর রহমতে এরকম নোংরামি হয়নি। অত্যাশ্চর্যভাবে পরিবারের এবং চেনা কিছু গোঁড়া মুসলিমেরা ছেলের মানবিক গুণাবলীতে মুগ্ধ হয়ে গ্রিন সিগনাল দিয়েছিলেন। বলতে গেলে উনাদের কল্যানেই আমাদেরকে কোন মাত্রাতিরিক্ত তিক্ততার মুখোমুখি হতে হয়নি।

উচ্ছলা এর ছবি

মারহাবা! জিলাপী কই?!

ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে হাসি

Aporajita  এর ছবি

........,,,,,

উচ্ছলা এর ছবি

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ হাসি

প্রখর-রোদ্দুর এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- পুরা বাগান আপনার ..... ফুল ফল লতা পাতার না, শান্তির, আনন্দের ও মানবিক বিবেচনার ....

উচ্ছলা এর ছবি

ইশ্ কী সুন্দর করে মানুষকে উৎসাহ দিতে পারেন আপনি! ধন্যবাদ...ধন্যবাদ হাসি

আপনার নিক তো অন্যরকম সুন্দর।

দিহান এর ছবি

সুন্দরী, সুরসিকা, সুলেখিকা...আশালতাই তো সব বলে দিলেন।
ও আচ্ছা, উচ্ছলা বলেন নি...

ইদানীং পৃথিবী অনুভব করে, একটা সূর্যে চলছেনা আর
এতো পাপ, অন্ধকার
ডজনখানেক সূর্য দরকার।

উচ্ছলা এর ছবি

আশালতার 'স্বজনপ্রিতীমূলক' মন্তব্যে কর্ণপাত করবেন না, প্লীজ হাসি
আপনার মত A+ স্ট্যানডার্ডের ব্লগার আমার লেখা পড়েছেন, আমি এতেই আনন্দে বিগলিত হাসি
ধন্যবাদ হাসি

মুনীর এর ছবি

ধর্মের বিরুদ্ধে লিখেন সাথে একটু সেক্স মিশিয়ে নিবেন আর একটু ভাষাটা আলংকারিক ভাবটা ফুটিয়ে তুলবেন - দেখবেন খুব রাতারাতি বিখ্যাত হয়ে গেছেন. যেমন তসলিমা নাসরিন, সালমান রুশদি...

উচ্ছলা এর ছবি

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ হাসি

কল্যাণF এর ছবি

আর সামলাইয়া রেখা গেলো না তাইতো? তয় একটা কথা শুনেন, আসল চেহারা টাইনা বাইর করাও কিন্তু একটা ক্রেডিটের ব্যাপার। কিছু বোঝা গেলো নাকি কঠিন হইয়া গেছে?

প্রদীপ্ত এর ছবি

সুন্দর একটি লেখার জন্য ধন্যবাদ।

আমাদের মুল্যবোধের বড্ড অভাব। যে কারনে অন্যের স্বাধীন চিন্তা-চেতনায় আমাদের হস্তখেপ করবার আদিম তারনাটিকে ফেলে দিতে পারি নিই। বাবা-মাদের এটি জানা দরকার যে তার সন্তান অন্য বোধ চিন্তা ধারন করা মানে তাদেরকে অসম্মান করা নয়। তাদেরকে এই super ego থেকে বের হতে হবে। ধমানুভূতির এই সুরসুরি থেকে বের হয়ে আসতে হবে সবাইকে।

উচ্ছলা এর ছবি
সুমিমা ইয়াসমিন এর ছবি

সবার আত্মায় যার যার ঈশ্বর বাস করে।

বাহ্!

উচ্ছলা এর ছবি

পোস্ট পড়ার ও মন্তব্যের জন্য ধন্যবাদ, সুমিমা হাসি

বন্দনা কবীর এর ছবি

ধর্মজীবিরা অথবা গোঁড়ারা সারাজীবনই স্ববিরোধ। ওদেরকে বুঝিয়ে নয় গুড়িয়েই এগোতে হবে।

উপরে একটা খুব সুন্দর খোঁচাযুক্ত কমেন্ট দেখলাম উপদেশ সম্বলিত দেঁতো হাসি

লেখা উচ্ছলার মতই হয়েছে। কিপ আপ ইট... চলুক

উচ্ছলা এর ছবি

পোস্ট পড়ার ও উৎসাহব্যঞ্জক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ, বন্দনা হাসি

( আপনার হাসিটা খুব সুন্দর...কোথায়, কেম্নে দেখেছি বলব না )

বন্দনা কবীর এর ছবি

দেঁতো হাসি :D আচ্ছা থাক বলার দরকার নেই। বুঝেছি চোখ টিপি

পাঠক এর ছবি

খুব ভাল লেগেছে। আশা করি কিছুদিনের মাঝে আমরা গে আর লেসবিয়ান দের অধিকার নিয়ে আন্দলন শুরু করব।

উচ্ছলা এর ছবি

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ হাসি

কল্যাণF এর ছবি

হ, আইডিয়া যখন দিতাছেন তাইলে আপনেই শুরু করেন।

যুমার এর ছবি

চলুক

উচ্ছলা এর ছবি
পাঠক এর ছবি

খুব ভাল লেগেছে। আশা করি কিছুদিনের মাঝে আমরা গে আর লেসবিয়ান দের অধিকার নিয়ে আন্দলন শুরু করব।

খোঁচা টা ভালই দিলেন! কেন ভাই, মুসলমানদের অধিকার, হিন্দুদের অধিকার, আদিবাসীদের অধিকার নিয়ে আন্দোলন হতে পারলে সমকামীদের অধিকার নিয়ে আন্দোলন হলে আপনার সমস্যা কি? নাকি শুধু নিজের জাত কেই মানুষ মনে করেন? আর বাকিরা মানুষ না?...

ধর্মের বিরুদ্ধে লিখেন সাথে একটু সেক্স মিশিয়ে নিবেন আর একটু ভাষাটা আলংকারিক ভাবটা ফুটিয়ে তুলবেন - দেখবেন খুব রাতারাতি বিখ্যাত হয়ে গেছেন. যেমন তসলিমা নাসরিন, সালমান রুশদি...

লেখিকা ধর্মের বিরুদ্ধে কোথায় লিখলেন? নাকি 'যার যার ধর্ম তার তার কাছে, সবার আত্মায় যার যার ঈশ্বর বাস করে' বাক্যটাকেই ধর্মবিরুদ্ধ মনে হল? বিখ্যাত হবার আরও দুই একটা ফর্মুলা দেবেন কি জনাব??!!

নীল সমুদ্র

উচ্ছলা এর ছবি

নীল সমুদ্র, পাশে দাঁড়াবার জন্য অশেষ ধন্যবাদ এবং সোচ্চার হবার জন্য কৃতজ্ঞতা । একটা পদ্য বলি, শুনুন:

"কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়
তাই বলে কুকুরকে কামড়ান কি মানুষের শোভা পায়?"

ভালো থাকুন। শুভেচ্ছা ♥

পৃথ্বী এর ছবি

বাঙ্গালী সমাজের এই "মুরুব্বী" গোত্রটাকে আমি দু' চোখে দেখতে পারি না। আমাদের সামাজিক মানসের যত অসঙ্গতি আছে, আমার দৃষ্টিতে এই "মুরুব্বী" গোত্রটি ঠিক সেগুলোরই প্রতিনিধিত্ব করে। চুল পাকলেই বুদ্ধি পাকে না, মুরুব্বীরা যত তাড়াতাড়ি এই সহজ সত্যটা বুঝতে পারবেন ততই ভাল।

উচ্ছলা এর ছবি

ঠিকই বলেছেন; মুরুব্বী-গোত্র মেজরিটিই হলেন নীচ-স্বার্থপর-কুসংস্কারাচ্ছন্ন-জাজমেন্টাল-কূচক্রী হাসি

তবে তাঁদের ভেতর স্নেহশীল-অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল-প্রগতিশীল লোকজনও আছেন। এরা হলেন অমাবস্যার চাঁদ হাসি

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ হাসি

বন্দনা এর ছবি

খুব ছোট্ট করে লিখা কিন্তু খুবই গুরুত্তপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন। আপনার অসাধারন লেখনীতে বড্ডো জীবন্ত লাগলো পড়ে যেতে। সাথে একটা পুরানো কষ্ট কোথা থেকে যেনো আবার উদয় হোল।আমি নিজেই এই ধরনের বলির পাঠা ছিলাম। মন খারাপ

উচ্ছলা এর ছবি

আহা রে মন খারাপ
থাক অতীত নিয়ে মন খারাপ করতে নেই। যা ঘটে তা ভালোর জন্যই ঘটে।

লেখার প্রশংসার জন্য অনেক ধন্যবাদ হাসি

Hugs.

সপ্তর্ষি এর ছবি

চলুক চলুক চলুক

উচ্ছলা এর ছবি
রাতঃস্মরণীয় এর ছবি

লেখায় মার্হাবা ইয়া হাবিবী।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

উচ্ছলা এর ছবি
উচ্ছলা এর ছবি
জোবায়ের এর ছবি

উত্তম জাঝা!

উচ্ছলা এর ছবি
জয়ন্তী এর ছবি

উত্তম জাঝা!

উচ্ছলা এর ছবি
একলব্য এর ছবি

অনবদ্য। চলতে থাকুক

উচ্ছলা এর ছবি
মেঘা এর ছবি

চমৎকার লিখেছেন আপু। মানুষের জন্য ধর্ম ধর্মের জন্য মানুষ না। এটাই কেন যেন বেশির ভাগ মানুষ বুঝতে চায় না। খুব অল্প কথায় অনেক বড় একটা বিষয় তুলে আনার জন্য ধন্যবাদ। আপনার ব্লগ ঘুরে দেখছি আজ। সব লেখাই পড়বো। হাসি

উচ্ছলা এর ছবি

অনেক ধন্যবাদ গো হাসি

Hugs.

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।