সেই মেয়েটার চোখের তারার ঝলকে,
মন ছেলেটার কি উচাটন পলকে,
পথ হারালো তার গুচ্ছ অলকে।
স্বর্গ বুঝি আসলো নেমে ভূলোকে!
কি মনোরম রাঙালো দিনগুলোকে,
রাখলো তারে অসাধারণ পুলকে।
যে মিশে রয় রক্ত স্রোতের বলকে,
হৃৎপিণ্ডে, খোদাই করা ফলকে,
সেই মেয়েটা করলো শেষে ছল ওকে!
প্রেম মেয়েটার পায়ের নীচে দলিত,
স্বপ্ন ছেলের পথের ধূলায় স্থলিত,
হৃদয় জুড়ে শব স্তুপাকার, গলিত।।
মন্তব্য
কান্না পাওয়ার পক্ষে যথেষ্ট, কবি কি করলেন, বিষণ্ণ হয়ে গেলাম
বাস্তবে এমন যে হয়ে যায় কখনো সখনো! তাদের কষ্টের কথাও যে না লিখে পারি না। আমাকে মাফ করবেন বিষণ্ণতা এনে দেবার জন্য।
____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।
খুব মিষ্টি তো !
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
একজন বিষণ্ণ হলেন। আরেকজন মিষ্টতা পেলেন! দুজনকেই আমার শুভেচ্ছা।
____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।
চিরায়ত......
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
হ্যাঁ, চিরায়ত......
____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।
আহারে !!
দুঃখ শেয়ার করলে কমে শুনেছি।
____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।
খুব ভাল হয়েছে ।ধন্যবাদ ।
নতুন মন্তব্য করুন