আপডেট সমাপ্ত হয়েছে। ব্যাকআপ রেখে লেখা/মন্তব্য করতে পারেন। সমস্যা হলে contact এট সচলায়তন বরাবর ইমেইল করুন।
=============
অনুগ্রহ পূর্বক লগ আউট করুন। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত লেখা/মন্তব্য পোস্ট করবেন না। লেখা বা মন্তব্য হারালে সচলায়তন দায়ী থাকবে না।
=============
ঢাকা সময় বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সকাল ১২টা (ইউএস টাইম সন্ধ্যা ৬টা সিএসটি থেকে রাত ১টা সিএসটি) সচলায়তন নতুন সার্ভারের রিলোকেট করা হবে। এই সময় সচলায়তনে পোস্ট জমা দেয়া, মন্তব্য করা থেকে বিরত থাকুন। আপডেট সময়কার স্ট্যাটাস জানতে সচলায়তনের টুইটার ফিডে চোখ রাখুন।
মন্তব্য
যাচ্ছালা, একটা সেরকম লেখা লিখবো ভাবছিলাম। দিলো সেইটাতে পানি ঢাইলা। এইসবই হইলো আবুল মন্ত্রীর ষড়যন্ত্র।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমি ওইসময় একটা গল্প পোস্টাবো ভাবছিলাম। দিলো............
মেজর মনির হোশেনের গল্প হলে বলেন। হরতাল করে রিলোকেশন পিছায়ে দিব।
আর আমি ওই টাইমে আমার "এরশাদ বধ মহাকাব্য" এর পথ্থম পর্ব দিবো ভাবছিলাম =((
ভাগ্যিস কিছু দেওয়ার মতলব করি নাই!!
কৌতুহলবশত জানতে চাচ্ছি, রিলকেশনের ফলে কি পাঠক/লেখকরা কোনভাবে উপকৃত হবে?
হ্যাঁ, আরেকটু গতি পাবেন। সচল মাঝেমাঝে প্যাথেটিক রকম স্লো হয়ে পড়ে, সেসব জট কাটবে। পাঠকের ঈদ আর কি।
রবীন্দ্রনাথ একজন দুষ্ট লোক-২ পোস্ট দিব ভাবছিলাম :p
টুইটার
অনেকেই দেখি ঐ সময় পোস্টানোর কথা ভেবেছিলেন। আমি ভাবছি ঐ দিন সকাল ১০টা পর্যন্ত্য কাটাবো কি ভাবে আপনাদের পোস্টগুলি ছাড়া।
প্রৌঢ়ভাবনা
=(( উপরের চারটা ভাল পোস্ট থেকে আমরা পাঠক সমাজ বঞ্চিত হলাম।
এর পেতিবাদে কি করা উচিৎ?
গতি বেড়েছে অনেকটা :) :)
কত্তগুলা চ্রম লেখা মিছায় গেল..............আহ হারে................ :D
ইউএস টাইম সন্ধ্যা ৬টা সিএসটি হলে বাংলাদেশে টাইম ভোর ৫টা হবে। এখন ইউএস সেন্ট্রাল টাইমের (সিএসটি) সাথে বাংলাদেশের ১১ ঘন্টা তারতম্য।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
সকাল দশটা পর্যন্ত নিশ্চিন্তে ঘুমনো চলবে তাহলে। বাহ্ ! :)
----------------
স্বপ্ন হোক শক্তি
ইয়ে মানে :D বলছিলাম কি আমার ম্যাকে সচলায়তন (যে কোন random পোস্টে, হটাৎই) প্রায়ি ক্রাশ করে। আপ্নারা আমাকে কেউ কোন সমাধান দিতে পারবেন? (অনেকদিন ধরে বলব বলব ভাবছিলাম) ধন্যবাদ। :)
শাফি।
এক্টু ইনফো এড করি, ব্রাউজার ব্যবহার করি ফায়ার ফক্স (ডিফল্ট) ও সাফারি (দুটোতেই ক্রাশ করে)। ওএসএক্স ১০_৬_৮, ৪ গিগ ram, কোর আই ৫।
শাফি।
আপনার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করব।
ধন্যবাদ মাহ্বুব মুর্শেদ ভাই :)
আসলেই ফাস্ট হইছে, দারুণ তো। :) (অনেক ফাস্ট, সত্যিই)
শাফি।
:D
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
বাহ!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
উড়ে ............. কি পাশ্ট ড়ে!!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
:D
জটিল। সচল পুরা উড়ে উড়ে চলছে =DX
চোখে পড়ার মত গতি বেড়েছে বলে মনে হচ্ছে। আশা করছি সার্ভার রিলোকেশনের কারনেই এবং এটা স্থায়ী হবে। সচল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
"হাওয়া মেঁ উড়তা যায়ে, মেরা লাল দুপাট্টা মলমল কা" টাইপের উড়ন্ত স্পিড হয়েছে :D
মন্তব্য কি আবারও লাফাং কিসিমের হবে? (চিন্তিত)
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমি আজকাল লিখিই না!!!!! ;)
নাইস স্পিড!!! (Y)
টেশটিং... টেশটিং...
ওয়ান, টু, থিরি, ফাইভ...
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
অ্যাজাক্স মন্তব্য আগেরবারের মতন গিয়াঞ্জাম করছে। 'জবাব' ক্লিক করলে দেরি হচ্ছে। এরর মেসেজ দিচ্ছে -
তারপর মন্তব্যে হতেই আছে হতেই আছে দেখাচ্ছে।
আমার মনে হচ্ছে অ্যাজাক্স মন্তবের পুরানো বাগগুলো এখনো আছে, এবং মন্তব্য লাফাংও শুরু হলো বলে!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
পুরোনো বাগগুলো এখোনো আছে। কোনো পরিবর্তন করা হয়নি। কিন্তু গতির কারনে লাফাং সেনারিও তৈরী হবার সুযোগ পাবেনা।
কন্ট্রোল+এফ৫ দিয়ে পেইজ রিফ্রেশ করে দ্যাখো এরর চলে যায় কিনা। কোন ব্রাউজার ব্যবহার করছিলে?
নতুন মন্তব্য করুন