বিকেলে আবারও খেলতে চলে যায় হরিপদ। সন্ধ্যা হয়, প্রত্যেক দিনের রুটিন মতো মা আবারও ডাকে, হরি। হরিপদ শুনেও শুনেনা। সে বসে থাকে। বাবা আসবে। কাঁটাতারের ওপারে হরিদের ধানের জমি। বাবার হাত ধরে বাসায় ফিরবে হরিপদ। রোজ যেভাবে ফিরে।
সন্ধ্যা গড়িয়ে রাত নামে। শেয়াল ডাকে, বুটের আওয়াজ, টর্চের আলো। ভয় করে হরিপদের। আশেপাশে কিছু শব্দ। হরিপদ ডাক দেয়, বাবা।
কাঁটাতারের কাছাকাছি চলে আসে সে। আবারও ডাক দেয় বাবা তুমি এসেছো।
একটু পরে আশেপাশে কোথাও বাজ পরার মতো শব্দে আঁতকে উঠে সে। কিছু লোকের ছোটাছোটি। ভারি কীসব বস্তা হাতে ছায়া মানুষগুলি অন্ধকারে মিশে গেলো।
একটু এগিয়ে যায় হরিপদ। একটা গোঙানির শব্দ। হরিপদ আবারও ডাকে বাবা। আরেকটা বাজ পরার শব্দ হয়। গাছের পাতা গুলিও নিস্তব্ধ। কাঁটাতারের লোহার খাঁচা হা করে তাকিয়ে আছে।
কেরোসিনের আলোর এগিয়ে আসছে একটা ছায়া শরীর। ক্লান্ত দেহে হাঁক দেয়, হরি এত রাত হল, তুই তবু এখনও বসে আছিস। হরি আরেকবার ডাক দেয় না বাবা। অপেক্ষা করতে করতে সে ঘুমিয়ে পড়েছে বাজ পরার শব্দে।
----------------------
আমার শহর
অক্টোবর ২৭, ২০১১
মন্তব্য
তাপস'দা আপনি অতিথি লেখক নাকি?
লেখা ভাল লাগল।
আপনার প্রশ্নের উত্তরে আরেকটি ন্যানো গল্প বলি-
আপনার রন্টুর গল্পের মতোই, সে অবশ্য বড় রন্টু, রন্টুর মতো ছোটো নয়। অসম্ভব অভিমানী। বাড়ির বড়দের সাথে সে একবার উৎকট কিছু আচরণ করে ফেলল। বাড়ির বড়রা তাতে রুষ্ট হয়ে তাকে বলল- যাও বাসা থেকে বেরিয়ে যাও, তোমার মতো দুষ্টুর কোনো স্থান নেই এই বাড়িতে। তখন বড় রন্টু বুঝতে পারল সে ভুল করেছে। মন দিয়ে পড়াশুনা না করেই মাষ্টার মশাইয়ের সাথে ঝগড়া করেছে। এইবার রুন্টু কী করবে? সে এখন ভাল ভাবে পড়াশুনা করছে, রাস্তায় বসে। অপেক্ষা করছে কবে বাড়িরা বড়রা এসে তাকে ডাক দেবে, আর বলবে চল রন্টু এবার বাসায় ফিরে এসো...
বাড়ির নাম সচলায়তন নাকি? এ বাড়ির লোকরা তো জানি ভালই।
আমরা পাই না, তাই খাই না। আর অভিমানী হবার কত জ্বালা, পেয়েও খাওয়া যায় না।
হ। কি আর করি কন। দুস্টুমি করলে
বহুল আলোচিত একটি বিষয় অবলম্বনে ছোট্ট লেখাটি ভাল লেখেছে।
প্রৌঢ়ভাবনা
আপনাকে অসংখ্য ধন্যবাদ
একি তাপসদা আপনার আবার হোল কি, অতিথি হিসেবে যে লিখা দিলেন।
লেখা ভালো হয়েছে।
বন্দনা উপরের ন্যানো গল্পটা দেখুন। আর - নির্বাসনে আছি একরকম। তবে বাধ্য ছাত্র হবার চেষ্টা চলছে আর কি
ধন্যবাদ। আপনাদের ভাল লেগেছে তাই আমারও ভালো লাগলো
বন্দনা উপরের ন্যানো গল্পটা পড়ে দেখুন বুঝে যাবেন
ধন্যবাদ। আপনাদের ভালো লেগেছে তাই আমারও ভালো লেগেছে।
কী দারুন সুন্দর গল্পটা!
পাঁচতারা
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
ধন্যবাদ ম্যাডামজী
গল্প ভালো। তবে প্লটটা পুরোনো। আর ছোটাছোটি, পরার ইত্যাদি কিছু বানান ভুল আছে।
ধন্যবাদ কৌস্তভ
হুম ।
লেখাটা দু'বার পড়লাম। প্লটটা বোঝা গেলো। তবে বক্তব্য পরিষ্কার হলো না। আমারই বোঝার অক্ষমতা।
--------------------------------------------------------------------------------
ভালো লাগলো
নেন।
আইচ্ছা।
আপনাকে ধন্যবাদ
নতুন মন্তব্য করুন