প্রিয় অতিথি লেখক ও পাঠক,
সচলায়তনে প্রতিদিন বিপুল সংখ্যক লেখা জমা পড়ে, যার মধ্য থেকে সচলের মডারেটররা কিছু পোস্ট প্রকাশ করেন। দুঃখজনক হলেও সত্য, অধিকাংশ পোস্ট মডারেটরদের বিবেচনায় সচলে প্রকাশের অনুপযোগী থেকে যায়।
সচলায়তন কেবল তার পূর্ণ সদস্যের লেখায় সমৃদ্ধ নয়, অতিথি লেখক ও পাঠকের লেখা আর মন্তব্যও সচলায়তনকে সজ্জিত করে চলেছে প্রতিদিন। লিখতে আগ্রহী অতিথিদের কাছে তাই আমাদের অনুরোধ, সচলে লেখা জমা দেয়ার আগে কয়েকটি বিষয়ের প্রতি সদয় মনোযোগ দেয়ার।
ক. সচলায়তন কাব্যবিমুখ নয়, কিন্তু প্রতিদিন কবিতার যে অকল্পনীয় স্রোত সচলায়তনের মডারেশন কিউতে এসে ঢেউ তোলে, তার মান ও পরিমাণ ধারণে সচলায়তন নিতান্তই অপারগ। তাই কবিতা লিখে সংরক্ষণ করার আগে অতিথি কবির প্রতি অনুরোধ, আপনার কবিতাটি মানোত্তীর্ণ হলো কি না, তা নিজেই একবার যাচাই করুন। প্রয়োজনে একাধিকবার যাচাই করুন।
খ. সচলায়তনের লেখা প্রকাশের নীতিমালাতে স্পষ্ট করেই বলা আছে, অন্যত্র পূর্বপ্রকাশিত লেখা সচলায়তনে প্রকাশ করা হবে না। যেহেতু আগ্রহী অতিথিরা সবসময় নীতিমালা পড়ে দেখার আগ্রহ বোধ করেন না, তাই অন্য কমিউনিটি ব্লগে বা পত্রিকায় প্রকাশিত লেখা প্রতিদিনই সচলায়তনের মডারেশন কিউতে জমা পড়ে। আপনি যদি সচলায়তনে লিখতে চান, আপনার লেখাটি সচলায়তনেই প্রকাশ করুন। যদি অন্য কোথাও সেটি প্রকাশিত হয়ে থাকে, সচলের জন্যে নতুন কিছু লিখুন।
গ. সচলায়তনের পাঠক ও অতিথিবর্গের একটি বড় অংশ বিভিন্ন গবেষণায় নিয়োজিত আছেন। আপনারা নিজেদের ক্ষেত্র নিয়ে সচলায়তনে লিখতে পারেন, যাতে সাধারণ মানুষ আপনাদের গবেষণার প্রকৃতি আর উদ্দেশ্য সম্পর্কে অবহিত হয়। গবেষকগোষ্ঠীর সাথে সাধারণের যোগাযোগ স্থাপনের জন্যে এ ধরনের লেখা বিশেষ ভূমিকা রাখতে পারে। অনুরোধ থাকবে, সহজ ভাষায় সবার বোধগম্য করে লেখার।
ঘ. সমসাময়িক রাজনৈতিক বিশ্লেষণমূলক লেখা সচলায়তনে বরাবরই স্বাগতম। তবে সেটি যদি নিতান্তই কোনো সংবাদের কপিপেস্ট হয়ে থাকে, কিংবা নিজস্ব বিশ্লেষণবিবর্জিত হয়, তাহলে লেখাটির কোনো বাড়তি আবেদন থাকে না, এবং সেটি প্রকাশিত না হওয়ার সম্ভাবনাই বেশি।
ঙ. আলোকচিত্র নিয়ে সচলায়তনে প্রায়শই পোস্ট আসে। এক্ষেত্রে আলোকচিত্রীদের কাছ থেকে আমরা নিছক কয়েকটি ছবিই নয়, বরং সেই ছবির পেছনে তাঁদের ভাবনার কথাও আশা করি। বিভিন্ন ইভেন্টে ছবির মাধ্যমে বলা গল্পও ছবিপোস্টের আরেকটি প্রত্যাশিত আঙ্গিক। ফোটোগ্রাফি নিয়ে আলোকচিত্রীদের ভাবনা, প্রস্তুতি, কারিগরী পরামর্শ, সাফল্য/স্বীকৃতি আর স্মরণীয় অভিজ্ঞতার কথাও আসতে পারে এমন পোস্টে। কিন্তু কেবল কয়েকটি ছবি ... পাঠককে বঞ্চিত করে।
চ. পলিটিক্যাল কার্টুনিস্টদের জন্যে সচলায়তনের দুয়ার বরাবরই উন্মুক্ত। চমৎকার সব ধারালো মর্মভেদী কার্টুনে সচলায়তনকে ভরিয়ে তুলুন।
ছ. ব্যক্তিগত দিনলিপি সচলায়তনে প্রায়শই আসে। কিন্তু এই দিনলিপিতে যদি আপনার কোনো নতুন ভাবনা বা উপলব্ধি পাঠকের কাছে না পৌঁছে, সেটি অপ্রকাশিত থেকে যাবে।
জ. সাম্প্রতিক কোনো বিশেষ ঘটনা, যা মূলধারার মিডিয়ায় সঠিকভাবে উপস্থাপিত হচ্ছে না বলে আপনি ভাবছেন, গুছিয়ে লিখতে পারেন। এক্ষেত্রে আপনার বর্ণনার সপক্ষে আলোকচিত্র বা ভিডিও উপস্থাপন করতে পারলে ভালো হয়। আপনিই হয়ে উঠতে পারেন আপনার নিজস্ব প্রতিবেদক।
সচলায়তন একটি লেখক সমাবেশ, তাই আপনার লেখাটি যেন পাঠকের মনে নতুন ভাবনা জাগিয়ে তোলে, সেই প্রচেষ্টা আমরা আপনার কাছ থেকে আশা করি। কেবল একটি বিচ্ছিন্ন লেখা লিখে সচলায়তনের সাথে সম্পর্ক চুকিয়ে দেয়ার জন্যে নয়, বরং নিয়মিত লিখে আর মন্তব্যে অংশ নিয়ে সচলায়তন পরিবারের অংশ হয়ে উঠবেন আপনি, এমনই আমাদের কামনা। ধন্যবাদ।
সচল থাকুন, সচল রাখুন।
মন্তব্য
সার্ভার আপগ্রেডের পর এরকম একটা লেখার প্রয়োজন ছিল
নুতন নুতন লেখায় সচলায়তন ভরে উঠুক এই কামনা করি।
...........................
Every Picture Tells a Story
আসুন এই লেখার লিঙ্কটি আমরা সবাই ফেসবুকে শেয়ার করি।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
রামগরুরের আব্বা ...
নতুনদের অবশ্য পঠিত এই পোস্টটা। অল্প কথায় সবকিছু বলেছেন।
____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।
সচলে পাওয়া লেখার সংখ্যা খুব বেশি কম মনে হয় আমার কাছে। এটা বুঝি যে, পরিমাণ নয়, মান-ই আসলে বিবেচ্য। তবুও একদিন পর এসে যদি গোটা চারেক নতুন পোস্ট দেখি, খুব একটা খুশি লাগে না। আবার এই হাতেগোনা কয়েকটার মাঝে যদি গুরুগম্ভীর প্রবন্ধ থাকে, তবে আমার জন্য খুব বেশি কিছু থাকেনা পড়বার।
মামা বাড়ির আব্দার হয়ে গেল -তবু বলি, আরো কিছু লেখা কি মডারেশনের স্লুইসগেট থেকে ছাড়া যায়না? আমরা তাহলে একটু বেশিই নাহয় 'খোরাক' পেতাম।
সবাই ভাল থাকুন, শুভেচ্ছা।
কবিতা নিয়ে সমস্যা সবচেয়ে বেশি(এখানেও সবার প্রথমে এই বিষয়টি এসেছে), লেখকের সমস্যা হতাশার, মান অতিক্রম করতে না পারার; মডারেটরদেরও সমস্যা ক্লান্তিকর কবিতার স্তূপ সামলানো-নিরীক্ষণে!! কবিতায় এত সমস্যা কেন- কারণ কবিতা(হয়ে উঠুক আর না উঠুক!!) লেখা সহজ বোধ হয়, সবাই কম বেশি লেখে, দৈর্ঘ্যে কম, স্বাধীনতা বেশি........তাই কবিতা(?)র খেলোয়াড় বেশি..............মাঠটাও উন্মুক্ত, কিন্তু অনেকের কাছেই গোলপোস্টটা হল সচলপাতা...........
_____________________
Give Her Freedom!
আমি জানতাম কবিতা সাহিত্যের সবচেয়ে সৃজনশীল শাখা! কবিতা লিখতে হ্যাডম লাগে, তাই সবাইকে দিয়ে কবিতা হয় না।
কিন্তু বাংলার দৈনিক কবিদের দেখে দেখে আমার সে ভুল ভেঙ্গে গেছে! তারা মলের মত প্রতিদিন কবিতা প্রসব করতে পারে।
হুমম দ্রোহীদা, লিখলেই তো আর 'কবিতা' হয়ে যায় না, যেগুলো 'কবিতা' হয় তা তো অবশ্যই সৃজনশীল- বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে।
এত কথা বলা আমার ঠিক হচ্ছে না, আমি নিজেই এই অপছন্দনীয়বস্তু প্রসব করি(দৈনিক না হলেও মাঝে মাঝে).........পালাই..............
_____________________
Give Her Freedom!
`কিন্তু অনেকের কাছেই গোলপোস্টটা হল সচল পাতা.......'
সুন্দর উপমা। তবে এটা শুধু কবিতার ক্ষেত্রেই নয়। আমার মত লেখকের ক্ষেত্রও প্রযোজ্য।
প্রৌঢ়ভাবনা
হুমম ...
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
সার্ভার আপগ্রেডের সুফল বোধহয় টের পাচ্ছি। আগের চেয়ে বেশ ফাস্ট। ধন্যবাদ সবাইকে।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
হাচল সচলদের "অফলাইনে" করা মন্তব্য প্রকাশিত হবেনা - এই ধারাটা মডুগণ পারলে উপরে যোগ করে দিন। সচলে আমার নিক সাফি, কিন্তু যে কেউ অতিথি হিসেবে "সাফি(অফলাইন)" নামক নিক লাগিয়ে মন্তব্য করতে পারেন। সেই মন্তব্য দেখে অনেকেই ভাবতে পারেন, মন্তব্য আমার করা কিন্তু বস্তুতঃ সেটা আমার মন্তব্য নাও হতে পারে।
আমি কোন গবেষণাও করিনা, কোন কারিগরি জ্ঞানও নেই, আমি কোথাও ভ্রমণ ও করিনি। লেখার ক্ষমতাও নেই। আমি শুধুই পাঠক। তারপর ও যে লিখতে ইচ্ছে করে! কিন্তু সচলের এই নিয়মের ছাঁকনিতে আমার কোনো লেখাই বাঁধবেনা। গলে নিচেয় পড়ে যাবে। নো প্রব্লেম, আমি পাঠক হয়েই আছি। কিন্তু তাহলে সচল হব কী করে? সারাটি জীবন "অতিথি" হয়েই থাকতে হবে ?
ঠিক। শুধু কমেন্টকারীদের জন্য একরকম একাউন্টের ব্যবস্থা থাকলে ভালো হতো তাদের নাহয় "কমেঞ্চল" বলা হবে
বেঁচে তো আছেন! জীবনের কথা লিখুন! লেখার কোনো পূর্বশর্ত নেই, আর থাকলেও বা আপনি মানবেন কেন! শোনেন নাই, "স্বাধীনতা তুমি যেমন ইচ্ছে লেখার আমার ব্লগের পাতা...'? লিখতে ইচ্ছে হলেই লিখবেন! একটা কপি ব্যক্তিগত ব্লগে রেখে একটা কপি সচলে দেবেন।
ব্লগ লিখতে তো সাহিত্যজ্ঞানের প্রয়োজন নেই! তা হলে তো আমিও কখনো লিখে উঠতে পারতাম না! বানান বাক্য চলনসই রেখে লিখলেই হলো! ব্লগাররা সাহিত্যক নয়! তবে ব্লগাররা মাঝে মাঝে সাহিত্যের খেতা পুড়িয়ে গা গরম করেন! বিশেষত ঠাণ্ডা পড়লে
এরপরও যদি আপনি না লেখেন, তাহলে আপনার ইচ্ছের অভাবটাই সেজন্য দায়ী বলে মনে করব!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
আমার আগের কমেন্টটা গেলো কই!!!!! নাকি আজকাল কমেন্ট লেখাও ছাড়তে হবে!!
অতিথিদের "ওয়ার্ড ভ্যারিফিকেশান" করতে হচ্ছে না । এতেই আমি বিপুল খুশী।
নামের স্থানে 'পাঠক' লেখাই আছে ডিফল্টে, তাই আমি ঐটা দিয়েই দিব্যি আমার নামের কাজ চালিয়ে গেলাম একটা মন্তব্যে, এই প্রবণতাটা খুবই বেড়েছে ইদানীং। এটা করাটা বন্ধ করতে অনুরোধ করি সকল পাঠককেই। আপনার নিজের আসল নাম না প্রকাশ করতে চাইলে একটা ছদ্মনাম আমরা যাকে এখানে 'নিক' বলছি, সেরকম দিন, এতে করে অনেক অনেক 'পাঠক'-এর মাঝে আপনাকে সনাক্ত করতে, আপনার সাথে ইন্ডিভিজুয়াল ইন্ট্যার্যাকশনে সুবিধা হয়, আপনারও নিজের একটা স্বতন্ত্র পরিচিতি (identity) মেলে।
সচলায়তন কর্তৃপক্ষকেও অনুরোধ করি নামের ফিল্ডটিতে ডিফল্ট কিছু না দিয়ে খালি রাখার ব্যবস্থা করা এবং নাম ও ই-মেইল ফিল্ড পূরণ না করলে কোন বেনামা মন্তব্য ও পোস্ট সংরক্ষিত হবার অপশনটা সম্ভব হলে অফ করে দিন।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ডিফল্ট এখন "পাঁঠা" দেখাচ্ছে ......
দারুণ দারুণ দারুণ
কী কন!! খ্রান লগ আউট কইরা দেখি!!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
তাই তো বলি, প্রতিদিন দুইটা কইরা পেমের পদ্য পোস্ট করি সচলে, সেইগুলা যায় কই ।
পারেন ও আপনে।
"সূর্য্যই পৃথিবীর চারদিকে ঘুরে" - সচলে এমন পোষ্ট চাইনা। মডুগন কে ধন্যবাদ।
একটা অনুরোধ। প্রতিটি পোষ্টের জন্য সাবস্ক্রাইব বাটন যোগ করুন প্লীজ। ড্রুপালায়িত ব্লগে এটা খুব একটা কঠিন হবার কথা নয়।
মডুরা নিজের বলে ব্যবহার করে
পারেন ও আপনে
সার্ভার তো আপগ্রেট হলো __ বুঝলাম,
কিন্তু আপনাদের হোম পেজ আপগ্রেট হবে কবে। সেই পুরানো অদিম যুগের থিম। বর্তমানের সাথে একদম খাপ খায় না।
এতো ভালো মান সম্মত লেখা ও লেখকেরা এখানে আছেন কিন্ত একেবারে কুৎসিত গ্রাফিক্স হোম পেজের।
শুধু ব্যানার টাই ভালো ,
মাত্র ১০ টি পোষ্ট থাকে হোম পেজে... লজ্জ্বা কি লজ্জ্ব!!
এক এক জন হোম পেজে এক এক রকম আয়তনের জায়গা নেয়.. একদম বেমানান__ এখানেও লজ্জ্বা...মনে হয় যে যতো মডাটেটদের প্রিয় তার জন্য হোমপেজে বেশি বড় জায়গা__ ছিঃ ছিঃ
আমি জানি আমার মন্তব্য প্রকাশিত হবেনা... অমার অনেক মন্তব্য প্রকাশিত হয় না মড়ুদের ভুল ধরিয়ে দিই বালে।
এটা একটা ঔদ্ধত্য সচলায়তনের মান রেখে মড়ুদের মানায় না।
আমি আশাও করি না আমার মন্তব্যের কোন জবাব সচলায়ন দেবে।
কারণ সচলায়তনের নাম ধারী অচলায়তন মড়ু সৌজন্য জানে না.... এখানে কারোর মন্তব্যর উওর দেয় নি
ভালো থাকবেন মড়ু ভাই... আমার মন্তব্যে রাগ করবেন। রাগ করার জন্যই লিখেছি । যদি সচলায়তনের কিছু উন্নতি হয় এই আসায়।
ধন্যবাদ গ্রহণ করার যোগ্যতা নেই
একটা লেখার কতটুকু প্রথম পাতায় আসবে, সেটাতো লেখকরা নিজেরা ঠিক করে দেয়, মডুরা না।
মডুদের চুল নিয়ে টানাটানি করতেছে
আপনার জন্য আমার ইহকাল পরকাল সব যাবে !!!! চাকরি তো যাইবই, হঠাৎ করে অফিসে বিকট স্বরে হেসে উঠায় .... বাসা থেকেও পাগলা গারদে দিয়া আসতে পারে রাতবিরাতে হাসির জন্য
facebook
হেবি কমেন্ট কিন্তু ! আমার ভাল্লাগছে!
অজ্ঞাতবাস
আপনার সেরকম মনে হলো বলে আপনি জানালেন। বেশ তো। কিন্তু এক্ষেত্রে বোধহয় "অনেকের চাওয়া" একটা বড় ব্যপার
এতে লজ্জা পাওয়া কী হলো! সেরকম কিছু হয়েছে নাকি আপনার?!
প্রথম পাতায় পোস্ট কম থাকার কারণ ছিল সচলায়তনের গতি। এখন সচলায়তনের গতির সমস্যা মিটেছে। কে জানে হয়তো পোস্টের সংখ্যা বাড়তেও পারে প্রখম পাতায়। আপনি যদি সেরকম চান তাহলে একটা মেইল করে দিন মডুদের
আপনি সচলয়াতনে কখনো লেখেননি বলে মনে হচ্ছে। নীড়পাতায় জায়গা নেয়ার ব্যপারটি লেখকের উপর নির্ভর করে। লেখক তাঁর লেখার যতটুকু প্রথম পাতায় দেখাতে চান ততটুকে দেখা যায়। লেখা বিশেষে এই অংশ/পরিমান/শব্দসংখ্যা ভিন্ন হবে সেটাই তো স্বাভাবিক তাইনা? বেমানান ব্যপারটার সঙ্গে একমত নই। সচলায়তনের চেহারা গুরুত্বপূর্ণ, কিন্তু লেখার মান এবং লেখকের প্রয়োজন তারচে বেশী গুরুত্বপূর্ণ!
উহুঁ আপনি এখনো জানেন না! সচলে কী প্রকাশিত হবে আর কী হবেনা সেটা জানতে আপনাকে খানিকটা সময় এখানে কাটাতে হবে, লিখতে হবে, সবার সঙ্গে কথা বলতে হবে! যখন আপনি সেটা জানবেন তখন আপনি পূর্ণ সচল। তখন আপনার লেখা মন্তব্য কেউ 'মডােরট' করবে না।
মডুদের ভুল কোথায় ধরিয়ে দিয়েছেন বলুন তো? আমার লেখায় যদি 'অমুক মডু ভালোনা' বলে মন্তব্য করেন তাহলে সেটা প্রকাশিত হবে না। কারণ ওই মন্তব্য লেখার বিষয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবেনা। মডুদের যা জানাতে চান সেটা ইমেইল করলেই হয়
মডুদের ঔদ্ধত্য বিষয়ে কিছু বলার নেই। তয় আমি মডু হইলে দেখায় দিতাম ঔদ্ধত্য কারে বলে! সব লেখকের কাছ থেকে পয়সা নিতাম! ফাও লিখবা, ইয়ার্কি নাকি! ফাও লিখলে বিজ্ঞাপন আর ছাগুর জঙ্গলে গিয়ে আজান দিয়া লিখতে থাক!!!
একটা কথা বলে রাখি, মডু আসলে একটা ছাঁকনির মতো। সে কাউকে ভালোও বাসেনা, কাউকে ঘৃণাও করেনা। তার কাছে মানবিক গুণাবলী আশা করা ঠিক হবেনা বোধহয়!
সচলয়তন কোনো ব্যক্তি নয়। আপনার মন্তব্যের জবাব কেউ দিলে সে সচলরাই দেবেন। তারপরও, আপনার আশা নিরাশা আপনাকেই বয়ে বেড়াতে হবে। সমবেদনা রইল।
বড্ড কষ্ট পেলাম। আমরা এতো লোক থাকতে আপনি মডুর কাছে গিয়ে সৌজন্য আশা করেন! কেনরে ভাই! কীসের এতো দুঃখ আপনার!
মডু রাগ করবে আপনি নিশ্চিত? বাজি ধরলাম, মডু রাগাইতে পারলে আপনাকে উৎসর্গ করে পোস্ট দেবো! কোনো মডু খালি বললেই হবে যে সে আপনার উপর রাগ করেছে!
আশা করে আছি, মডু রাগাইতে পারলে তাকে ভালোবাসানোরও একটা উপায় পাওয়া যাবে
সচলায়তনের উন্নতি আশা করে আছেন জেনে খুব ভালো লাগলো। তবে মানবিক উন্নতি অথবা বোধের উন্নতি আর হবে না। সবকিছুরই তো একটা সর্বোচ্চ সীমা আছে কী বলেন? উন্নতি কিছু হবার হলে তা সাজসজ্জায় হবে, লেখক/পাঠক সংখ্যায় হবে, ওয়েবের গতিতে হবে...
বেরসিক মডু ধন্যবাদও দেয়ানা। আমিও অনর্থক আর আপনাকে ছোট করার চেষ্টা করলাম না।
অনেক শুভেচ্ছা।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
--------------------------------------------------------------------------------
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
দারুন বলেছেন অনার্য সঙ্গীত।
----------------
স্বপ্ন হোক শক্তি
প্রথম পেইজ ক'টা পোস্ট হবে এটা নিয়ে একটু বির্তকের সুত্রপাত হয়েছে। কিন্তু এযুগে মানুষ ইন্টারনেট এক্সেস করে মোবাইলে। সেখানে প্রতি কিলোবাইটে টাকা কাটে। তাই স্পিড ছাড়াও ব্যান্ডউইডথের কথা চিন্তা করেও একাসাথে ১৫-২০ টা পোস্ট লোড করার মানে দেখিনা। ১০ টার জায়গায় তাই ৫ টা পোস্ট করলেও আসলে ভালো হয়। কিন্তু সেটা একটু বেশী কম হয়ে যাবে। ১০টার বেশী পোস্ট পড়তে চাইলে দ্বিতীয় পাতায় গেলেই হয়!
১০টা পোস্ট-ই ভাল লাগে, ছিমছাম
আরেকটা পয়েন্ট। সচলের গড় পোস্ট পাঠ সংখ্যা ৫। তাই ১০টা পোস্টের বেশী রাখাটা সাইটের জন্য ওভারলোড।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
গুগলের হোম পেজ দ্যাখছেন? একদম সাদা। থীম ধুইয়া পানি খাইবেন নি?
মানব নিকটা আপনাকে মানাচ্ছে না ।
সচল এখন যেমন আছে তেমনি থাকুক। এমনিতেই সুন্দর দেখায়। আমার ভাল্লাগে এই ডিজাইনটা। আর ১ম পাতায় সব লেখা ঠুসে দিলে যা তা লাগে। ধুর!!
আর কেউ যদি সত্যিই সময় নিয়ে লেখা পড়তে চায়, তারজন্য ১ম, ২য়, ৩য় পাতা কি সমগ্র সচলায়তনইতো তার জন্য উন্মুক্ত।
আর মানব - ভাই আপনাকে বলছি, আমি যতদিন সচলায়তনে কাটিয়েছি, আমার এই অল্প সময়ে প্রচুর অভিজ্ঞতা হয়েছে। তাই আপনাকেও বলছি, সরি অন্যভাবে নেবেন না, সচলে সময় কাটান তারপর আপনার সব ধোঁয়াশা দূর হয়ে যাবে। যেমন দূর হয়েছে আমার।
তাপস শর্মা, আপনার কি সচলে অতিথি একাউন্ট রয়েছে?
জি, ছিল। এখন বাতিলের পর্যায়ে আছে। আমি ব্যক্তিগত ভাবে কিছুটা অত্যোক্তি করেছিলাম, তাই নির্বাসন। এখন শুধু লিখে যেতে চাই। মন খারাপ ছিল, কাটিয়ে উঠতে পেরেছি। সচল ছাড়তে পারিনি। তাই আশা করি আবার আসিব ফিরে
স্বচ্ছ ভাবে বললাম। মিথ্যে কথা বললাম না। জানতে চাইলেন তাই উত্তর দিলাম, নইলে আমি কিছুই বলতাম না।
ওকে
ভাই, আপ্নেরে এত লজ্জা পাইতে দেখে আমারই তো লজ্জা লাগছে। এত লজ্জার জায়গায় আসার দরকার কী ভাই? লজ্জা লাগেনা এইরকম স্থানে থাকলেই তো আপনার সমস্যা মিটে যায় মনে হয়!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
এতো লজ্জা নিয়া ক্যাম্নে থাকেন আপ্নে !!!!!!!!! তাও আবার "ব"ওয়ালা লজ্জা !!!!!!!!
সচলে লেখা দিবো তার আগে অন্তত একমাস সচলের লেখা পড়েছি মন্তব্য করেছি। আমার লেখা সচলে আসবে কিনা এই টেনশনে লেখা দিতে অনেক সময় নিয়েছি। জানি এখানে অন্য সব ব্লগের মত যা ইচ্ছা লিখে পোষ্ট করা যায় না। লেখার মান ভালো করার একটা তাগিদ নিজের মধ্যেই ছিলো। আর এখানে যারা লিখছেন তারা এতো ভালো লিখেন যে নিজের একটা খারাপ লেখা চলে আসাটাও আসলে লজ্জার ব্যাপার হবে। কবে হাচল হতে পারবো জানি না তবে যতটা যা লিখবো স্বকীয়তা নিয়েই লিখে যাবো। আর একটা কথা জানাতে চাই সেটা হলো আমি এখানে কিছু লেখা দেখেছি যেগুলো অন্য ব্লগে দেয়া হয়েছে সেই সাথে সচলেও। অন্য কোথাও সচলের লেখা দেবার নিয়মটা কেউ জানালে ভালো হয় ভাইয়ারা। আমি তো সচলের লেখা অন্য কোথাও শেয়ার করি না আমার লেখা বাতিল হয়ে যাবে ভেবে
অন্য ব্লগে প্রকাশিত লেখা সচলে প্রকাশ করা হয় না। কিন্তু মডুদের পক্ষে যেহেতু সব লেখার মৌলিকত্ব যাচাই করা সম্ভব নয় তাই ফাঁক গলে দু-এক্টা ঢুকে পরে। সচল, হাচল সর্বোপরি পাঠকের দায়িত্ব এমন কিছু চোখে পরলে জানানো। নীতিমালা লঙ্ঘিত হলে মডুরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকেন।
হাত খুলে লিখতে থাকুন
৭২ ঘন্টা পর সচলের লেখা অন্য কোথাও দেয়া যাবে। নীতিমালাটা একবার দেখে নিলেই এসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
কয়েকশো কিলোবাইটের বেহুদা লজ্জা এখানে কেন সম্প্রচার করতে এসেছেন বুঝলাম না। আপনার জন্য সম্পূর্ণ রঙিন অ্যানিমেটেড রূপবান থিম নিয়ে বসে আছে আলু, সামু সহ আরো অনেক ব্লগ। দয়া করে আপনার লজ্জাটা নিয়ে ওদিকে ফায়দা হাসিল করুন।
তবে কমেন্ট হিটের উদ্দেশ্যে এই ছিছি তীরটা নিক্ষিপ্ত হয়ে থাকলে আপনি ১০০% সফল।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
সচল থাকুন, সচল রাখুন।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
নীতিমালা লেখা শুরু করার আগেই পড়ে নিয়েছিলাম। এই পোস্টের মাধ্যমে অনেক কিছু স্পষ্ট করে জানলাম। পরবর্তী লেখা পোস্ট করতে এবং প্রথম পাতায় স্থান পেতে সাহায্য করবে এটি। আমার একটু জানার আগ্রহ- কত দিনে, কীভাবে সদস্যরা সচলে নিজের নিক লেখার সুযোগ পান?
দেবানন্দ'দা, এইটার উত্তর আমি নিজে যেচে আগেও দিয়েছি, আবারও দেই।
কত দিন বা কতটা পোস্ট বা কতটা মন্তব্য আসলে ব্যাপার না! হাচল (মানে নিজের নাম/নিকে লেখার সুযোগ পাওয়া অতিথি সচল) হতে হলে কীভাবেটাই মুখ্য! সচলায়তনের 'অতিথিদের জন্যে' পোস্টেও যেটা সুন্দর করে বলা আছে - মিথস্ক্রিয়া! আপনি মন্তব্যের মাধ্যমে আলোচনায় অংশ নিচ্ছেন কিনা, সবার সাথে আপনার ইন্ট্যার্যাকশন কেমন হচ্ছে, আপনি নিয়মিত পোস্ট দিচ্ছেন কিনা, মানে সার্বিকভাবে সচলায়তন, এখানকার পোস্টসমূহ, সচলেরা (মানে লেখক/পাঠক) এই সবকিছু নিয়ে আপনার আগ্রহটা কতটুকু, সেটুকুই আসল ব্যাপার।
মডুরা যত্ন নিয়ে সবকিছু ফলো করেন। কাজেই আপনি নিয়মিত নিজের নাম লিখে মন্তব্য ও পোস্ট করে থাকলে অবশ্যই তা নোট করা আছে। তাও যদি মনে হয় অনেক দেরি হচ্ছে, তবে মোটামুটি সংখ্যক (এই ধরা যাক ৫-৬টা ?) পোস্ট প্রকাশিত হলে আর বেশ তাও ধরা যাক ৫০-১০০টা মন্তব্য (বা উল্টাও হতে পারে, কিডিং! ) করা হয়ে থাকলে কনট্যাক্ট অ্যাট সচলায়তনে আপনার পোস্টগুলোর লিংকসহ একটি সুন্দর আবেদন/অনুরোধপত্র দিয়ে দেখতে পারেন। কিন্তু নিয়মিত হওয়াটা অনেক জরুরি, বছরে-ছ'মাসে একবার/দু'বার আপনার দেখা মিললে মডুরা কেন, পাঠকেরাও আপনার কথা খেয়াল রাখতে পারবে না। আর সবার সাথে মিথস্ক্রিয়া অনেক গুরুত্বপূর্ণ।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
কমেন্টেই কত মজা! কে বলে সবাইকেই লেখক হতে হবে?
সাবস্ক্রাইব বাটন চাই।
এই পোস্টটা দরকার ছিল খুব। সন্দেশকে
সচলায়তনে লিখছি বেশিদিন হয় নাই। তবে পড়ছি অনেকদিন আগে থেকেই। এখানেই ব্লগ জীবনের হাতেখড়ি। লেখার পাশাপাশি আমি সচলের পুরানো পাতাগুলো প্রায়ই উলটে দেখি - সেই আগের ব্লগ পোস্টগুলো পড়তে ভাল লাগে খুব, অনেক পুরানো সচলদের সম্পর্কে জানা যায়, কমন জোকগুলোর উৎস স্পষ্ট হয়ে উঠে এবং ধাপে ধাপে ঘটা পরিবর্তনগুলো একবারে দেখা যায়।
পুরানো পোস্টগুলো পরাতে একটা লাভ হয়েছে - সচলায়তনের "মেজাজ" বা "ঘরানা" সম্পর্কে একটা ধারণা তৈরী হয়েছে, সচলেদের কার কী স্পেশালাইজেশান - তারও আভাস পেয়েছি। মিথষ্ক্রিয়ার ক্ষেত্রে এইটা খুব কার্যকরী। যারা আমার মত হাচল, বা একদম নবীন অতিথি, তাদেরকেও অনুরোধ জানাই পুরানো পোস্টগুলো পড়ে দেখতে - সচলের লেখার মান সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে এছাড়া আর উপায় নাই।
সন্দেশের নানা পয়েন্টে আমি একমত। বিশেষ করে নিচের পয়েন্টগুলোতে -
১। ছবি পোস্টগুলো যাতে কখনোই একটা অনলাইন গ্যালারি না হয়। সুন্দর সব ছবি, কিন্তু কোন প্রাসঙ্গিক বর্ণনা নাই - এ ধরনের পোস্ট অনেটা ব্যক্তিগত অ্যালবামের মতই। আমি ব্যক্তিগতভাবে ছবির পিছনের গল্প শুনতে আগ্রহী, অথবা নতুন কোন টেকনিক, ছবি নিয়ে অনুভূতি বা চিন্তা ভাবনা - একটা বক্তব্য থাকা চাই। ফ্লিকারে, আরো নানা ওয়েবসাইটে প্রচুর প্রতিভাবান আলোকচিত্রী আছেন - ভাল ছবি দেখতে চাইলে ঐসব গ্যালারিতেই যাওয়া যায়। সচলের থেকে প্রত্যাশা আরেকটু বেশি।
২। নিকহীন লেখা পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করি না মোটেই। একান্ত জরুরী (জঙ্গুরুত্বপূর্ণ বিষয়) না হলে এ ধরনের লেখা না প্রকাশের অনুরোধ রইল।
৩। সচলে কবিতার পোস্টে কিন্তু খুব বেশি ইন্টার্যাকশান দেখা যায় না। হতে পারে কবিরা স্বভাবগতভাবে নিভৃতচারী (ফেইসবুকে কেউ কেউ অবশ্য কিঞ্চিৎ ঝগড়াটে ) কিন্তু যারা পাঠকের মন্তব্যের জবাব দেন না, দিলেও দায়সারা ধন্যবাদেই সীমাবদ্ধ রাখেন - তাদের পোস্ট পরবর্তীতে পড়ার উৎসাহ হারিয়ে ফেলি।
৪। পাঠক হিসেবে আমার প্রত্যাশা লেখকের উপর চাপিয়ে দিতে চাই না। লেখক তার ইচ্ছেমত লিখবেন, আমি বড়জোর অনুরোধ জানাতে পারি মাত্র। কিন্তু (সন্দেশ গ পয়েন্ট) ব্যক্তিগত গবেষণা বা কাজের ক্ষেত্র নিয়ে পোস্টগুলোর মান সাধারণত বেশ ভাল হয়। এবং এ ধরনের পোস্ট অন্য কোথাও পাওয়া কষ্ট। কাজেই গবেষণারত সচলদের কাছে অনুরোধ রইল তাদের নিজ নিজ কাজের ক্ষেত্র নিয়ে লেখা দেওয়ার।
আরো কিছু টুকিটাকি কথা -
প্রথম পাতায় দশটা, (সর্বোচ্চ) পনেরটা পোস্ট থাকতে পারে। আর প্রতিদিন অনেকগুলো পোস্টের চেয়ে আমি বরং চাইব আস্তে ধীরে ভাল লেখা আসুক। সচলের মডারেশান কঠোর হওয়াতে প্রকাশিত লেখাগুলো মানের দিক থেকে একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড পেরিয়ে আসে। এই থ্রেশহোল্ড বজায় থাকুক (বরং আরো উঁচু হোক)। সচলে লেখা প্রকাশ হওয়া বড় ব্যাপার, এবং এই ব্যাপারে গর্ব করা জায়েজ আছে। রঙ্গিলা মডুরা ঠিক সম্পাদক নন - তবে তারা প্রকাশযোগ্যতা যাচাই করেন দেখে সচলে প্রকাশিত লেখা একটা সিগনাল দেয় - "এই লেখাটা ন্যূনতম একটা মান ধারণ করে।"
এরপর আসে পাঠকরা। সচলের পাঠকপরিধি বিস্তৃত ও বিশাল। এর মাঝে নীরব অতিথি বাদে বাকিরা কম বেশি সম্পাদকের ভূমিকা (বরং তার থেকে দুই কাঠি বেশি) পালন করে। লেখার মানটা আদতে যাচাই হয় মন্তব্যের ঘরেই। "তারা" প্রথাটা খুব বেশি কার্যকরী না, তবে একটা সাধারণ ধারণা দেয়। যাই হোক, যা বলছিলাম - মন্তব্যের ঘরেই আসল পরীক্ষা। পাঠক মহলে আদৃত হওয়া অনেকটা খুঁতখুঁতে কিন্তু নির্ভরযোগ্য সম্পাদকের হাত থেকে প্রকাশিত লেখার মতই স্বাদ দেয়।
সাধারণত সচলের পাঠকরা উৎসাহসূচক মন্তব্যই দেন, সাথে সত্যিকারের ফিডব্যাকও আসে। এই ফিডব্যাকগুলো খুব কাজের (আমার বেশ কিছু লেখা গুঁতো খেয়ে সাইজে এসেছে )। এই স্পষ্ট ফিডব্যাকগুলো আরো আসুক। কিছুটা রূঢ় শোনালেও সত্যকথন আখেরে ফলপ্রসূ হয়। প্রশংসার মিষ্টি সৌরভ সেই তুলনায় ক্ষণস্থায়ী।
আরেকটু বকবক করি -
"সচলায়তন" থেকে পাঠক-লেখক হিসেবে আমার প্রত্যাশা অনেক বেশি। কোন কোন ক্ষেত্রে তা কিছুটা ইর্যাশনালও। কারণ সচলায়তন তো আর একজন মানুষ না। বিভিন্ন মানুষের ইন্টার্যাকশান সবসময় এক ছকে থাকে না, থাকবেও না। অথচ আমি চাই যে এর স্বভাবটা একরকমই থাকুক। সচলায়তন চিন্তার একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করুক। ভাবনার খোরাক যোগাক। ব্যক্তিগত ঠিকুজির ধারাবর্ণনা, নিছক কৌতুকের না হোক। অর্ধ-পক্ক্ব চিন্তাও চাল্লু কৌতুকের চেয়ে আকাঙ্খিত (আমার কাছে)। সচলায়তন একটা "হাব", (বাংলা মনে আসছে না ... আচ্ছা এভাবে বলি...) সৃষ্টিশীলতার আঁতুড়ঘর হিসেবেই থাকুক।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ঠিক, ঠিক। একবার ননস্টিক হলেও আমার একটা পোস্ট দেড়দিন ধরে নীড়পাতার প্রথমেই লটকে ছিল, আমি তো তাতে দুঃখিত হইনি, বরং ভাবছিলাম, এমনি করেই যায় যদি দিন যাক না... কিন্তু মুর্শেদভাইয়ের তাড়া খেয়ে কয়েকজন সচল পোস্টফোস্ট দিয়ে ওটাকে নিচে পাঠিয়ে দিলেন...
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
'পাঁঠা'-র বুদ্ধিটা দারুণ!
অতিথিদের মন্তব্যের নাম হিসেবে একটা ডিফল্ট নাম রাখতেই হয়। এতদিন সেটা "পাঠক" ছিলো। এটার আড়ালে আলতু ফালতু মন্তব্য করতো লোকে। এবারে এই দুষ্ট পাঠক গোষ্ঠী এই শব্দটা ব্যবহার করুক।
টুইটার
চ্রম!!
আর এই লন
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
পাঁঠা !!!
পাজিদের জন্য একদম ঠিক আছে, কিন্তু একদম নতুন পাঠক যারা আদতে লক্ষ্মী কিন্তু পাঁঠা নামের শানে নযুল জানে না তারা তো বিরাট হকচকানি খাবে !
----------------
স্বপ্ন হোক শক্তি
আমিও তাই বলতে চাচ্ছিলাম। যারা এই 'পাঠক'দের কীররতী জানে না, তারা শুরুতে হোস্টাইল বোধ করতে পারে।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
'নবাগত' বললে হয় না?
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
মুর্শেদ ভাই মজা করে দিয়েছিলেন। এখন বদলে দিয়েছেন। ঐ ফিল্ডে নাম দিতে অনুরোধ করা হয়েছে এখন।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
নূতন সার্ভারে নেয়ার পর সচলের গতি বেশ বেড়েছে। সেজন্যে সচল টিমকে "স্পেশাল থ্যাঙ্কস"।
গবেষণা ভিত্তিক লেখা দেয়ার বিষয়টা নিয়ে আমি কিছু দিন ধরে ভাবছিলাম। আমার বিশ্ববিদ্যালয়ের প্রফেসার এ বিষয়ে আমাদের মেইল করে জানিয়ে ছিল যে গবেষণা-পত্র (পেপার) চূড়ান্ত ভাবে প্রকাশের আগে সম্পূরক চিন্তা সহ ব্লগে প্রকাশ করতে। এ রকম কিছু ব্লগের লিঙ্কও দিয়েছিল সে। তখনই মনে হয়েছিল এমনটা যদি সচলায়তনে লেখার সুযোগ হতো। আজ সচল থেকেই সে আহ্বান পেয়ে ভালো লাগলো। শীগ্রই লিখবো।
টুইটার
লিখুন নিয়াজ ভাই। অপেক্ষা করে আছি।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
বলতে দ্বিধা করবো না, মাঝে মাঝে এমন লেখা চোখে পড়ে যেগুলো কেবল একটা কথাই মনে হয়- এঁদের আরো আরো পড়তে হবে।
সচলপাঠ আসলে মাথায় এল এরই ধারাবাহিকতায়। সাধ্যানুযায়ী মূলত ২০১০ এর মার্চ থেকে ২০১১ এর অক্টোবর পর্যন্ত আসা লেখাগুলো থেকে আলাদা করে নিলাম কিছু লেখা, সাজিয়ে দেবার চেষ্টা করলাম পাঠকের সুবিধার কথা ভেবে।
নতুন পাঠক শুধু নন, মনে রাখার চেষ্টা করলাম নতুন লেখকের কথাও- পড়বেন যিনি তাঁর কাজে লাগবে, এ আশাটাই মূল।
চরম উদাস, তিথীডোর, দীর্ঘদিনের ঘুম ভেঙ্গে ফিরে নিঘাত তিথী আরো সমৃদ্ধ করলেন একে, যেমন চেয়েছিলাম- সচলায়তনের সব ভাল লেখার 'স্যাম্পল' থাকবে এখানে, আমার অসম্পূর্ণটা আর অক্ষমতাটুকু সবাই মিলে আড়াল করে দেবেন- তা হয়ত হয়নি, কিন্তু কজন নতুন পাঠকের মন্তব্য আমাকে অন্তত স্বস্তি দিয়েছে- যাহোক! কারো না কারো তো কাজে লাগবে!
লেখা ব্লগ বা এই মিডিয়ার স্বাভাবিক নিয়মেই আড়ালে চলে গেছে এখন। অনেকে পড়েছেন হয়ত, অনেকে পড়েননি।
যখন এটা নিয়ে কাজ করছিলাম এই ব্যাপারটা ভেবে দেখিনি তেমন। এখন মনে হচ্ছে, নতুন পাঠকের কাছে বা প্রথম পাতায় লেখাটির উপস্থিতির সময়টুকুতে সচলায়তন থেকে দূরে থাকা পাঠকদের কাছে যদি পৌঁছানোই না গেল, লেখাটুকুর যৌক্তিকতা কতটুকু ছিল?!
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
সচলের ফন্টে কি নতুন কিছু করা হয়েছে ? আগেরটার মত লাগছে না, একটু গায়ে গায়ে লাগানো বেশি, হিজিবিজি লাগছে আমার কাছে, পড়তে অসুবিধে লাগছে।
আর আগে যেটা কখনও হয়নি, কিছু কিছু লাইন আমি পড়তে পারছি না। যেমন ফাহিমের কমেন্টে নাম্বার দেয়া পয়েন্টেড লাইনগুলো পড়তে পারছি না। চৌকো বক্স দেখছি শুধু। প্রায় পোস্টেই এমন দেখছি। কেমন বিপদ বিপদ লাগছে যে ! উপায় নেই কি ?
----------------
স্বপ্ন হোক শক্তি
ফন্ট তো ঠিকই আছে আপু। আপনি কি নতুন কোন ব্রাউজার ব্যবহার করছেন? বা অন্য কোন পিসি? ফন্ট ডাউনলোড করে ব্রাউজারে ডিফল্ট সেট করা লাগতে পারে। একবার একটু এখানে ক্লিক করে কীভাবে কী করতে হয় তার উপায়টা দেখে নিন।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
নাহ, সেই আগের ভাঙা পিসিতেই তো আছি, সাথে সেম ব্রাউজার, কিন্তু এক একটা জায়গার লেখা বাক্স মত হয়ে গেল কেন বুঝলাম না। লিঙ্কটা ট্রাই করে দেখব। থ্যাঙ্কস।
----------------
স্বপ্ন হোক শক্তি
গুগুল ক্রোমে দাঁড়ির পরের অংশগুলো বাক্স হয়ে যাবার সমস্যা ছিল একটা, কিন্তু সেটাতো ঠিক হয়ে গেছে অনেক আগে! ক্রোমে সমস্যা হলে নিচের ধাপগুলো চেষ্টা করে দেখতে পারেন -
Click on the “Tools” icon and Select “Options”
On the “Minor Tweaks” tab, click on “Change font and language settings” button
On the “Fonts and Languages” dialogue box, click on “Fonts and Encoding” tab
Select any bangla font (BNG of SolaimanLipi) as “Serif” and “Sans-serif” fonts
Select “Unicode (utf-8)” as the “Default Encoding”
Click OK and Click Close. সূত্র
হিজিবিজির সমস্যা দূর করতে এখানে দেখুন।
অনেক কৃতজ্ঞতা সাফি। আপনার কাছ থেকে সবসময়েই অনেক সাহায্য পাই। কিছু না করতেই আজ আপনাতেই দেখি ফন্ট সমস্যা সেরে গিয়েছে।
----------------
স্বপ্ন হোক শক্তি
সাফি ভাই নবুয়ত পাইলেন নাকি
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
হোমিওপ্যাথি আর এলোপ্যাথি বাদ্দিয়া টেলিপ্যাথি ট্রিটমেন্ট মাইরা দিলাম
নতুন চেহারার সচলায়তন দেখে দুটো জিনিসের অভাব দেখলাম-
১) পছন্দের পোষ্ট যোগ করার অপশনটা গেল কই? ওটা ফিরিয়ে আনা হোক।
২) নিজের পছন্দের পোষ্টগুলো প্রোফাইলে দেখা যেতো আগে। ওটাও ফিরিয়ে আনা হোক।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
ধন্যবাদ, অল্পকথায় পুরো বিষয়টা তুলে ধরার জন্য।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
উত্তম প্রস্তাব
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ।
জাহিদুল কবির রিটন
নতুন মন্তব্য করুন