এসেছিলাম পাত্রী দেখতে। তিন বোন সামসুন্নাহার, নুরুন্নাহার আর নাজমুন্নাহার। সবাই মিলে আমাকে বলে, বেছে নাও।
ছোটভাই বলে,
- ASL Plz
তিনজনেই লাজুক হেসে বলে, এইট্টিন এফ মালিবাগ চৌধুরীপাড়া
দুলাভাই অ্যাসট্রেতে পানের পিক ফেলতে গিয়েও শেষ মুহূর্তে কুত করে গিলে ফেলে বলে,
-মেয়ে কি গান জানে?
সামসুন্নাহার সুর করে শোনায়, "সোনা বন্ধু তুই আমারে ভুতা দাও দি কাইট্টালা, পিরিতের খেতা দিয়া জাইত্তা ধইরা মাইরালা"।
নুরুন্নাহার পোঁ ধরে " আমায় বেবিওলা খাইছেরে সামনে বসাইয়া, বারে বারে বেরেক মারে ..."
নাজমুন্নাহার গায় "আমি একটা জুয়ান ছেরি, আর কতদিন ধইজ্জ ধরি ..."
আমি নড়ে চড়ে বসি। বুঝি তিনজনেই অনেক দিন ধইজ্জ ধরে আছে। কিন্তু কাকে রেখে কাকে জাইত্তা ধরব ভেবে হিমশিম খাই।
খালা ঘ্যাঁসঘ্যাঁস করে বগল চুল্কায়ে বলে,
-রান্নাবান্নার কি অবস্থা?
সামসুন্নাহার বলে, পুলাউ, কুরমা, কালিয়া, কুপ্তা
নুরুন্নাহার বলে চিংড়ি চচ্চড়ি, পুঁইশাক, সইরশা ইলিশ
নাজমুন্নাহার বলে, থাই ছুপ, কন ছুপ, চিকেন ছুপ
আমি খুশী মনে সামনে রাখা পুলি পিঠা চায়ে ডুবায়ে কামড় দেই।
ছোটচাচা এক টানে নাক থেকে দেড় ইঞ্চি লম্বা একটা লোম টেনে গভীর মনোযোগে সেটার দিকে চেয়ে থাকে। তারপর সেটা ফু দিয়ে বাতাসে উড়িয়ে মনে মনে Wish right now করে। এরপরে মেয়েকে শুধোয়,
-চুলের অবস্থা কি?
সামসুন্নাহার, নুরুন্নাহার আর নাজমুন্নাহার খোঁপা খুলে দেয়। একেকজনের চুল দেখে রাপুঞ্জেল স্বর্গে বসে ঈর্ষায় জ্বলে মরে। আমি ওবু, দশ, বিশ করে মনে মনে লটারি করি।
বড়মামা তসবি গুনে যাচ্ছিলেন। ছোট চাচার দেড় ইঞ্চি লোম উড়ে এসে তসবিতে ল্যান্ড করায় নেকীর হিসাবে গণ্ডগোল হয়ে গেলো। ক্ষেপে গিয়ে বলেন,
- কায়দা, ছিফারা সব মনে আছে না গুলে খাইছ?
সামসুন্নাহার চিকন গলায় সুর তুলে, ইয়া কালা কুতুবিহি
- আমি উসামা বিন লাদেনের বোন, এর আরবি কি বল।
নুরুন্নাহার খুশী হয়ে বলে, আনা উখতু উসামা বিন লাদেন।
- আযান দিতে পার?
নাজমুন্নাহার চিৎকার করে উঠে, হাইয়াহালআসসালা, হাইইয়াহালালফালা
আমি কাতর হয়ে ভাবি, মাইরা ফালা, তিনজনে মিলে আমাকে জাইত্তা ধইরা মাইরা ফালা।
তাকিয়ে দেখি জানালার ফাঁক গলে শেষ বিকেলের কনে দেখা আলো এসে তিনজনের মুখে পড়েছে। আমার সব চাই, সব বলে সামসুন্নাহার, নুরুন্নাহার আর নাজমুন্নাহার এর আঁচল ধরে টান দেই।
লাত্থি দিয়ে কুদ্দুস খাট থেকে ফেলে দিয়ে বলে, হারামজাদা আবিয়াইত্তা বলদ চল্লিশ পার হইছে এখনো বিয়া করতে পারলি না আর রাইত বিরাতে খালি আমার লুঙ্গি ধরে টান মারস।
মন্তব্য
চরম
আহা রে যাই কই, কই যাই।
মা গো পারেনও! হাসতে হাসতে কাহিল!
--------------------------------------------------------------------------------
ধন্যবাদ দিদি।
হা হা হা হা হা হা হা হা হা হা!
হাসতে হাসতে হেঁচকি উঠে গেল প্রায়!! আপনি ভাই, পারেনও সত্যি।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
দম নেন। পানি খান।
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
রাত্রি দ্বিপ্রহর পার হইয়াছে বেশ কিছু সময় পূর্বেই। ভাবিতেছি ল্যাপি বন্ধ করিয়া ঘুমাইতে যাইব। এমতাবস্থায় আপনার লেখাটি নীড়পাতায় ভাসিয়া উঠিল। ভাবিলাম লেখাটি পড়িয়াই নাহয় ঘুমাইতে যাই। কিন্তু লেখাটি পড়িতে গিয়া ।
ক্ষুধাও লাগিয়া গেল। আর বলাই বাহুল্য ঘুমের তো পৌণে দুইটা বাজিয়া গেল।
প্রৌঢ়ভাবনা
ঘুমানোর আগে এইসব ফাতরা লেখা পড়া ঠিক না
মজার। আপনার লেভেলের হিসাবে অবশ্য 'সেইরকম' হয়নি...
জাইত্তা টাইত্তা বুঝলুম না... কোন অঞ্চলের ভাষা?
ASL কী?
এখন জাইত্তা মানে আপনেরে ক্যামনে বুঝাই। প্রাক্টিকাল করে দেখানো লাগবে তো
ASL মানে আসসালামালাইকুম
আহ এ এস এল! সেই ডালনেটের যুগের কথা মনে পইড়া গ্যালো
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
আন্নেরা বস মানুষ না। পুররাই উরা-ধুরা। চ্যাট যুগের অনেক দুস্ক মনে করায়া দিলেন।
নাহ্! এই ছেলেটা এখনো বড় হয়নি! সারদিন খালি ইশকুলের পড়াই করেছে সেটা বোঝা যাচ্ছে ব্রেশ!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
এইরকম? (আবারো শারুক্ষান )
এতক্ষণে কচুদা লাইনে আসছে
'কচুদা' টা মারাত্মক হয়েছে, আমি এখন থেকে কচুদায় সুইচ করছি খ্রান!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
'কচুদা' বলে আমরাও ডাকতে পারবতো?
জাইত্তা ধরা - মানে আষ্টেপৃষ্টে চেপে ধরা।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
বদ্দার ভাষায়, চিপক্কে ধরা।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ঘ্যাচাং
****************************************
আসেন, স্কিপিং করে তিন হস্তিনীর জাতা খাওয়ার শক্তি অর্জন করেন আগে -
****************************************
------
****************************************
উরে ... আপনি দেখি আরও এক কাঠি সরেস। একসাথে পাঁচটাকে জাইত্তা ধরছেন।
LOL
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
BRB
চরম উদাস, আপনার লেখাটা যে আমার মাপকাঠিতে পুরা অশালীন সেটা আর আগ বাড়ায় বললাম না। বলবোই বা আর কোন মুখে, খ্যাক খ্যাক করে হেসে দিলাম।
আচ্ছা, গানগুলো কি আপনার লেখা নাকি আসলেই ওরকম গান আছে?
আরে, আপনে এই গান শুনেন নাই??
আমারে একজন একবার গায়ে হলুদের গানের সিডি বানাইতে দিয়েছিল, তার কিছুদিন আগেই ইত্যাদিতে এই গান দেখিয়েছে। গানের তালিকায় সোনা বন্ধু দেখে আমি বন্ধুর ভাল চেয়ে আসল ভার্সান ই দিয়ে দিলাম। পরে হলুদের যখন মঞ্চ সাজানো হচ্ছিলো তখন কাম না পেয়ে দিলো সিডি চালিয়ে, বন্ধুর বাপ তো গান শুনে... পরে আর বাজায় নাইক্কা
শুইনা না থাকলে শোনেন। তবে আগেই সাবধান, পরিবার-পরিজন নিয়ে শোনার উপযোগী নয়
বাপরে এত কঠিনও গান হয়?
গানগুলো সব রিয়েল। ইনফ্যাক্ট কাল বিকাল থেকে বেবিওয়ালা গানটা গুনগুন করে গাইছি...বলা যায় না হয়ত আজকে বাচ্চার মুখে শুনতে পারি এই গান...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
স্থূলরুচির ও নিম্নাঙ্গের হিউমার। এছাড়া এমন কাহিনি বহুশ্রুত। নতুন কিছুই পেলাম না।
আসেন ভাই বুকে আসেন
স্থূল যৌনতার ব্যবহার
কোলাকুলিরে যৌনতা কইলেন
আমি আগেই সন্দো করছিলাম, সাফির মনে মনে আলকাতরার বিজনেস করার ইচ্ছা!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নাউজুবিল্লাহ মিন জালেক
সিরিকাস্লি নিলেন নাকি আবার?
আসেন কোলাকুলি করি
খুউপ খেয়াল কইরা
lmfao, বুকি আয় ও মদু (গ্রগারির হাসির ইমো)
বাপ্রে! হাসতে হাসতে শ্যাষ!! অনেক দিন পর কোনো লেখা পড়ে ঘরে কাঁপিয়ে হেসেছি।
বেস্ট পার্ট ছিল জাইত্তা ধরাটা!
লেখার জন্য
মেলা কথা মনে পড়ে গেলো...
তবে এই পোস্টরে দেয়ার মতন জুইতেবল স্মাইলি/ইমোটিকন এখনো দুইন্যাতে তৈরি হয় নাই! নুবেলের মতন একটা মেডেল বানায়ে লই খ্রান!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
একটা ডাউনলোডেবল পদক দেন, মেহেরজানের মতো
চরম হইসে।
কিন্তু চরম উদাসের স্ট্যান্ডার্ডে পৌঁছায় নাই বলে মনে হল।
আপনার উপন্যাসের পরের পর্বের জন্য চরম আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।
শুভেচ্ছা।
পরের পর্ব আসবে আসা করি আগামি সপ্তাহে।
আপ্নে এক্টা অমানুষ! জারি থাকেন
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
গাইল দিলেন
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
গড়াইতে গড়াইতে পড়েই গেলাম...............
অটঃ অনেক দৌড়ের উপ্রে ছিলাম, উদাসদা; অনেক লেখা না পড়তে পারায় জমে আছে, আপনার উপন্যাসটা পড়তে পারি নাই.............শীঘ্রই পড়বো...........
_____________________
Give Her Freedom!
ব্যাপার না। আস্তে ধীরে পইড়েন। দ্বিতীয় পর্ব একটু বেশী বড় হয়ে গেছে দেখে অনেকেই কান্নাকাটি করছে।
আপনার সব লেখাই পড়ি...ব্যাপক পাঙ্খা হইয়া আছি। সদ্য-পিতা হওয়ার আলসেমীতে কমেন্টানোর দুঃসাহস হয় না। আপ্নে পুরাই রসের বস
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
আপনের পিতা হবার অভিজ্ঞতা নিয়ে একটা পোস্ট দেননা।
=)) =)) =)) =)) =)) =))
আমার লিখা লিখির সমস্ত সাহস আপনে কাইড়া লইছেন বস!
এই ফাতরা লেখা পইড়া আপনের সাহস চলে গেলে ক্যামনে চলবে?
ভাই, আপনি তো সেইরকম জিনিস। যান, পাঁচ দিলাম।
পিলিজ আর একটা নাম্বার বাড়ায়ে দেন
আমার এখন এই সব না পড়ে ঘুমাতে যাবার কথা ! আমি চলেই যাচ্ছিলাম। কিন্তু দেখলাম সবাই এই লেখাতে কমেন্ট দিয়েই যাচ্ছে। কি লিখেছে দেখতে এসে এটা কি দেখলাম?! পুরাই অসাম। কাট্টালা মাইরালা গানটা কোথায় পাওয়া যাবে? আমি তো কোনদিন শুনিনি ।
ঐ যে উপরে একজন লিঙ্ক দিছে, শুনে আসেন। তবে ভিড্যু না দেখাই ভালো
কি কামে যে সচলে ঢুকলাম?!! উচ্ছলার লেখায় আপনার কমেন্ট তারপরে এইটা পইড়া হাসতে হাসতে এখন কান্দন শুরু করসি। পাশের চাইনিজ হা কইরা তাকায়া আছে। আমার কাজকাম মাথায় উঠাইলেন আপনে!
ASL মানে আমিও জানিনা। গুগুল করলে কয় american sign language
==========================
আবার তোরা মানুষ হ!
ASL,american sign language!!!!!
আইচ্চা এই asl plz () টা কি বস্তু তা দেহি অনেকেই জানে না LOL । (ইমো কাজ করছে না )ঃ)
শাফি।
Age/Sex/Location.
সব গুলি পোলাপান। চ্যট্রুম যুগের পরে নেটমুখী হইছে। নিজেকে বুইড়আ লাগে
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
সেটাই। জামানা বদলে গেছে।
আসলেই বয়স হয়ে গ্যাছে রে ভাই... এগিলান সব পুলাপাইন...
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আপনার গানের স্টক দেখে একটু চিন্তায় পরে গেলাম
তিন রিস্কা...
দহন বেলা
বিয়াপক অইসে।
পরের পর্বের অপেক্ষায় রইলাম।
এই গপ্প তো এখানেই শেষ, পরের পর্ব নাইক্কা
ঘুম থেকে উঠে লেখাটা পড়ে হো হো করে হেসে উঠলাম।
ধন্যবাদ, লেখাটার জন্য।
উদাস ভাই, খুব বেশি জমে নাই। আগের মত দেই নাই কিন্তু মুখে মন্তব্য করছি।
ইদানিং আপনার মন্তব্য পড়ে বরং মজা পাচ্ছি বেশি। পোস্টগুলোতে হাসি-ঠাট্টার একটা আমেজ নিয়ে আসেন - এজন্য
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
লাজুক মুখে বলতে হবে না ভাই । লেচ্চিন্তে মন্তব্য করবেন। দুনিয়াতে একটাই জিনিশ আছে যেইটা আমি খাইনা, মাইন্ড
আসলে একটা জটিল লেখা লিখতে লিখতে মাথায় গিট্টু পাকায়ে গেছিলো। গিট্টু ছুটাতে একদমই হালকা লেখা লিখেছি। অনেকে বিমল আনন্দ পেয়েছে, আবার কারো কাছে অতো জমে নাই। যাদের কাছে জমে নাই, পরেরবার তাদের কাছে জমায়ে একদম কুলপি বানায়ে দিবো, না জমে যাবে কই
মনে থাকে যাতে, হুঁ
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
এইরকম "কুৎসিত", "স্থুলরুচির" একটা গল্প পড়ে আমার দিনটা ভাল হয়ে গেল।
আমি খোদা হইলৈ এই একটা গল্পের জন্য আপনের বিগত যৌবনের সব গুনাখাতা মাফ কইরা দিতাম।
আমার যৌবন যে গত এইডা আপনেরে কে কৈলো
অই আরকি! যার মনে যা... যারে কাউয়া যা, উইড়া উইড়া যা...
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মনিরের যৌবন যেখানে বিগত সেখানে আপনার যৌবন থাকে ক্যামনে?
সারাসার ব্যাক্তিগত আক্রমন। মডুগো কাছে বিচার দিমু কৈলাম!
যৌবন কি রেলগাড়ি যে ফুরুৎ কৈরা যাইবো গা। নাকি ইউনিয়নের গম, যে কোনো দুর্নীতিবাজ মেম্বর পিছনে কৈরা লৈয়া চম্পট দিবো!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আফসোস তেনার যৌবন আগত হবার আগেই বিগত হোয়ে গেলো
যৌবন একটা গোল্লীপ ধুম্রশলাকা। ওনার শলাকা মনে হয় এক টান দিয়ে কেউ শেষ করে দিছে।
মনিরের কথা আর কী বলবো? পূর্ব ইউরোপীয় বালিকারা দেখতে শ্বাসরুদ্ধকর রকমের ইয়ে হয় বলে শুনেছি!
কিন্তুক আপনের গোল্লিপ ছিরকেটটা কে খাইলো?
হাহাহাহা খুব মজা পাইসি লোল
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আরি, আপনি এতদিন পরে। আপনার লেখা তো পাওয়াই যায়না এখন।
আমার আবার লেখা, আমি তো লিখতেই পারিনা, মাঝে সাঝে একটু সখ করে টুকিটাকি লিখতাম, তার ওপর লাইপ একন বিজি হয়ে গেছে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
চ্রম হইসে ভাইয়া। এক্কেবারে চ্রম...............।
পড়ার জন্য অনেক ধন্যবাদ
চরম উদাস নামের একটা ইমোর দাবি জান্যা গ্লাম ...
==========================
আবার তোরা মানুষ হ!
এর চেয়ে বরং একটা "ইয়া হাবিবি" নৃত্যের ইমো বানাই চলেন
ভাইরে, লেখা পড়তে গিয়ে কন্যাদের প্রথম জনের নাম পড়লাম, তার সাথে মিল রেখে ২য় জনের নাম পড়তে পড়তে ভাবছিলাম এই বার বুঝি আমার নামটা আসবে। কই কি! আসলো নাজমুন্নাহার। আপনি এত বিচ্ছিরি লেখা লেখেন কী করে?
আপনে কোন নাহার? কামরুন, খায়রুন নাকি বদরুন
খাইছে, আমি ধরা খেয়ে যাচ্ছি দেখি।
পরের পর্বে বাকি এই তিন নাহারকে নিয়ে লিখবো নাহয়
পিলিজ লাগে ভাই, লিখবেন না।
পরের বার কুল্পি বানায়ে দিস। আজকাল তোমার হাতে মনে হয় অনেক সময়। বাবার হবার গল্পটা লিখে ফেলার সময় হয়ে গেছে।
উরি ঝঠিলঝ ... চরম লাগ্লু। এতো স্থুল লেখা সূক্ষ্ম কইরা লেখেন ক্যামতে???
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
একমাত্র আপনি আমার মনের কথাটা ধরতে পারছেন। সূক্ষ্ম ভাবে স্থূল রস করাই উদ্দেশ্য ছিল। মনের কথাটা আর কেউ ধরতে পারলো না
টুইটার
----------------
স্বপ্ন হোক শক্তি
থলের বিড়াল বের হয়ে গেলো দেখি
অচাম চখাম লেখা! কইত্থাইকা পান যে এইগুলা খোদা মালুম, হাসতে হাসতে ষ্যাষ.........
কিছুক্ষন আগে বসের দাবড়ানি খাইসি।
এইরকম গান গাইয়া এমপি হইতে মঞ্চায়.........খালি পুরুষ মানুষ দেইখা প্রজেক্ট হাতে নিলাম না
আরো কিছু "স্থুল্রুচি"র লেখা ছাড়েন!
এরকম লেখা মাঝে মাঝে আরও ছাড়বো । ঘটনা হচ্ছে গোবিন্দের কমেডি আর coen brothers কমেডি এক না। তারপরেও মন চরম উদাস হইলে গোবিন্দের কমেডি করতে মন চায়, তখন এইসব স্থূল লেখা বাইর হয়
"ইয়া হাবিবি" =))
ইয়া হাবিবি
facebook
ভ্রমণকাহিনী কই? গেণ্ডারিয়ার গণ্ডার বা কাকরাইলের কাউয়া নামে একটা কিছু দেন।
লেখা আর কমেন্টের গান দুইটাই ব্যাপক
মারহাবা! স্বপ্নের পাত্রী তো সব অলরাউন্ডার বলিয়া মালুম হইতেছে।
আবার জিগায়
হুম্ম উদাস ভাই রস কমৈছে, এত কিপটামি করলে চলত না।
এটা বড়দের জন্য। আপনের জন্য সেরেলাক
অসুবিধা নাই, তাড়াতাড়ি সেরেলাক দেন, তাওতো আপনার নতুন আর একটা লেখা পামু
কোন দুঃখে যে পানি খেতে খেতে আপনার লেখাটা পড়ছিলাম,এখন বুঝেন আমার কি অবস্থা!!
মৃত্যুর প্রমাণ পত্রে কারণ হিসেবে কিন্তু আপনার নাম বসিয়ে দিব।
cause of death: irreversible cardiorespiratory failure due to চরম উদাস
তখন বুঝবেন!!
দম নিয়ে পড়েন
mahid85@yahoo.com আকাশের ঠিকানায় নয়, এই ঠিকানায় একখানা তড়িত পত্র পাঠাইলে বাধিত হইবো।সকক২২-১৯৯৭-২০০৩
খোকা এতকাল কই ছিলি? আয় বাবা বুকে আয়
লেখা, কমেন্ট সব পড়ে হিহিহিহি চলছেই...
ইদানীং পৃথিবী অনুভব করে, একটা সূর্যে চলছেনা আর
এতো পাপ, অন্ধকার
ডজনখানেক সূর্য দরকার।
আমার আগের কমেন্টটা গেলো কই?
উইযে, হাল্কা কমেন্ট তো তাই উপরে গেছে গিয়া
জটিল, পেলাস...
আপনার লেখাটা ঠিক বুঝলাম না। মানে আপনি পাত্রী দেখতে গিয়েছেন... ভাল, কিন্তু ভাই পাত্রী কোন দেশ। আর ওই দেশে এমন আজব ঘটনা ঘটে???? একটু দয়া করে জানাবেন এই দেশটা কোথায়... ভূগোলে বড় দুর্বল কিনা :ss
আপনেরে খালি চুপি চুপি বললাম, সৌদিতে
পিলিজ লাগে আর কাউরে বইলেন না, এক কোপে ইয়ে কেটে দিবে কিন্তু
মজার হইছে।
শাফি।
থিঙ্কু
নাহ...চাকরি টা এইবার ছাড়তেই হবে মনে হচ্ছে । সকাল থেকে অনেক বার পেট চেপে ধরে হাসছি। বস সহ আশপাশের সবাই দেখি কেমন চোখে আমার দিকে তাকায় । সচলে আর কয়েকটা এই রকম লেখা দিলে নিশ্চিত অফিস থেকেই আমাকে পাবনায় পাঠায় দিবে..
নাহ আফনে লুক খ্রাপ। হাসাইয়া মারতাছেন। ল্যাবের সবাই খুব বিরক্ত নিয়া তাকাইয়া আছে আমার দিকে।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
এতো চখাম আপনে লেখেন ক্যাম্নে?
-------------------------------------------------
ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ !
আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
লিখা পইড়া আমাগো কুমিল্লার রসমলাইর কথা কেন মনে পড়ল বুঝলাম না
মন প্রফুল্ল, আমিও কনে দেখার স্বপ্নে বিভোর
আহারে রসমালাই
হাসতে হাসতে মৃত্যুপথযাত্রী ।
না না, খবরদার মরবেন না ইলিয়াস আলী ভাই। পিলিজ দেখা দেন, দিয়ে দেশটারে বাঁচান।
=))
আরও লিখেন জাইত্তা ধরা লিখেন আর আমরা দাত খুইলা রাইখা হাসি, তবে যদি দাত হারায় তাহলে কিন্ত আপ্নে দায়ি
হ, দুস্টু গল্প লিখিনা অনেককাল। লিখতেছি আরেকটা খাড়ান।
হাহহাহহহাহহাহহা - কনে দেখা আলো তো প্রায় মিস হয়ে গেছিল কনে দেখা অন্ধকার এর নীচে না পেলে
হ, এইটা আমার প্রথম দিককার লেখা।
স্যামের মন্তব্যের সাথে একমত। অন্ধকারের নীচে আলোর দেখা পেলাম।
কেউ আমারে মাইরালা
পুরা একটা আলামত
আপনি বস্।
-----------------------------
কামরুজ্জামান পলাশ
নতুন মন্তব্য করুন