[ ছবি ব্লগ ] ঘুরে এলাম নায়াগ্রা জলপ্রপাত

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২৮/১০/২০১১ - ৮:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নায়াগ্রার অসাধারন নয়ানিভরাম সৌন্দর্য যুগে যুগে অগনিত ভ্রমনবিলাসী মানুষকে কাছে ডেকেছে বার বার, করেছে মুগ্ধ। নায়াগ্রা জলপ্রপাত ঘুরতে যাওয়ার ইচ্ছা আমার বহুদিনের। উচ্চশিক্ষার উদ্দেশ্যে কানাডা আসা হল ২০১০ এ এবং দীর্ঘ এক বছর অপেক্ষার পর নায়াগ্রা জলপ্রপাত ঘুরে এলাম গত সেপ্টম্বর ২০১১ হাসি

ছবিতে নায়াগ্রার অসাধারন সৌন্দর্য তুলে ধরার একটা ব্যর্থ প্রয়াস।
Niagara Falls

ভবিষ্যতে যারা নায়াগ্রা ঘুরতে যাবেন তাদের জন্য checklist হাসি

[মেইড অফ দা মিস্ট]
নায়াগ্রার প্রধান আকর্ষন গুলোর মধ্যে অন্যতম হচ্ছে মেইড অফ দা মিস্ট ট্যুর। ডিজেল চালিত বোটে করে আপনাকে নিয়ে যাবে নায়াগ্রা জলপ্রপাত এর সন্নিকটে। It will be a life time experience..!!!
Maid of the mist at Niagara Falls

[জার্নি বিহাইন্ড দা ফলস]
টানেল এর ভিতর দিয়ে আপনাকে নিয়ে যাবে নায়াগ্রা জলপ্রপাত এর একদম পিছনে।
IMG_1329
IMG_1331

এই ব্রিজটা দিয়ে কানাডা থেকে ইউ এস এ যাওয়া যায়।
IMG_1350
ব্রিজ থেকে নেয়া ছবি
IMG_7490

[কেভ অফ ঊইন্ডস (US Side)]
এটাও অনেক সুন্দর কিন্তু US Visa না থাকার কারনে যেতে পারি নি।
17.2

[নায়াগ্রা জলপ্রপাত রাতের বেলা]
Niagara Falls at Night

[নায়াগ্রা অন লেক]
নায়াগ্রা থেকে ২৫ কিলমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক শহর।

অথিতি লেখকঃ
জাবেদুল আকবর (হিমেল)
ক্যালগেরী, কানাডা।


মন্তব্য

সাফি এর ছবি

সুন্দর লাগলো ছবিগুলো, কিন্তু এক লাইনে বর্ণনার চেয়ে আরো কিছু বর্ণনা থাকলে ভাল লাগতো।

এইবার কন দেখি ইংলিশে নায়াগ্রা বানান কী? চিটিং না কৈরা উত্তর দেন দেঁতো হাসি

তিথীডোর এর ছবি

চিটিং না কৈরা উত্তর দেন

হো হো হো

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

ফাহিম হাসান এর ছবি

niagara লাস্টে একটা a আছে।

ঠিক কীনা?

চরম উদাস এর ছবি

হয় নাই। শুরুতে V আছে।

সাফি এর ছবি

হো হো হো

রু (অতিথি) এর ছবি

V-এর আগে সাইলেন্ট p আছে, ছোট হাতের।

সাফি এর ছবি

ঠিক দেঁতো হাসি a একটা আছে বটে

ফাহিম হাসান এর ছবি

ছবি সুন্দর তবে লেখা/বর্ণনা আরেকটু বেশি হলে ভাল হত।

শাওন এর ছবি

ভাইয়া ছবিগুলো কি আপনি তুলেছেন? আপনিতো অনেক ভাল ছবি তুলেন হাসি

জাবেদুল আকবর  এর ছবি

ধন্যবাদ ভাইয়া লইজ্জা লাগে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ছবির কম্পোজিশনগুলো আমার কাছে ভালো লাগলো, তবে বর্ণনা এবং চেকলিস্টটা একটু বড় করা দরকার। বানানে আরেকটু যত্নবান হলে ভালো হবে। আপনি বোধহয় তাড়াহুড়া করতে গিয়ে অতিথি বানানও উল্টো করে লিখেছেন হাসি

নায়াগ্রাতে সেপ্টেম্বরে অনেক সুন্দর ফুলের ছবি তোলার সুযোগ থাকার কথা। তোলেন নি? আশা করি সামনের দিনগুলোতে আপনার কাছ থেকে আরো লেখা এবং সুন্দর সুন্দর ছবি পাবো।

জাবেদুল আকবর  এর ছবি

ধন্যবাদ। আমি সচলে নতুন। পোস্টটা খুব তাড়াহুড়া লেখা আর আমার লেখালেখির অভ্যাস নেই বললেই চলে । সচলে লেখা সেভ করার পর আবার কিছু অ্যাড/মডিফাই করার কোন অপশন খুজে পেলাম না। ভবিষ্যতে আরও details লেখার চেস্টা করবো। হাসি

ত্রিমাত্রিক কবি এর ছবি

আরে হিমেল দেখি। ভালৈছে ছবিগুলা। তবে বর্ণণা মিস করলাম আসলেই।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

জাবেদুল আকবর  এর ছবি

ধন্যবাদ ভাইয়া হাসি ভবিষ্যতে আরও details লেখার চেস্টা করবো।

তারেক অণু এর ছবি
জাবেদুল আকবর  এর ছবি

হাসি

কল্যাণF এর ছবি

বিল্ডিং মিল্ডিং সহ প্রপাত বেটা ব্যাঁকা কেন?

জাবেদুল আকবর  এর ছবি

চিন্তিত

উচ্ছলা এর ছবি
আপনার নাম লিখুন এর ছবি

হাসি

pinu এর ছবি

আমি দু বার গিয়েছি, সব সময় ই সুনদর

শাব্দিক এর ছবি

শেষের ছবিটা দারুণ।

হসনে মোবারক সুমন এর ছবি

হাততালি

জাবেদুল আকবর এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

মৌনকুহর এর ছবি

ছবিগুলো ফাটাফাটি!

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।