নায়াগ্রার অসাধারন নয়ানিভরাম সৌন্দর্য যুগে যুগে অগনিত ভ্রমনবিলাসী মানুষকে কাছে ডেকেছে বার বার, করেছে মুগ্ধ। নায়াগ্রা জলপ্রপাত ঘুরতে যাওয়ার ইচ্ছা আমার বহুদিনের। উচ্চশিক্ষার উদ্দেশ্যে কানাডা আসা হল ২০১০ এ এবং দীর্ঘ এক বছর অপেক্ষার পর নায়াগ্রা জলপ্রপাত ঘুরে এলাম গত সেপ্টম্বর ২০১১ ।
ছবিতে নায়াগ্রার অসাধারন সৌন্দর্য তুলে ধরার একটা ব্যর্থ প্রয়াস।
ভবিষ্যতে যারা নায়াগ্রা ঘুরতে যাবেন তাদের জন্য checklist
[মেইড অফ দা মিস্ট]
নায়াগ্রার প্রধান আকর্ষন গুলোর মধ্যে অন্যতম হচ্ছে মেইড অফ দা মিস্ট ট্যুর। ডিজেল চালিত বোটে করে আপনাকে নিয়ে যাবে নায়াগ্রা জলপ্রপাত এর সন্নিকটে। It will be a life time experience..!!!
[জার্নি বিহাইন্ড দা ফলস]
টানেল এর ভিতর দিয়ে আপনাকে নিয়ে যাবে নায়াগ্রা জলপ্রপাত এর একদম পিছনে।
এই ব্রিজটা দিয়ে কানাডা থেকে ইউ এস এ যাওয়া যায়।
ব্রিজ থেকে নেয়া ছবি
[কেভ অফ ঊইন্ডস (US Side)]
এটাও অনেক সুন্দর কিন্তু US Visa না থাকার কারনে যেতে পারি নি।
[নায়াগ্রা জলপ্রপাত রাতের বেলা]
[নায়াগ্রা অন লেক]
নায়াগ্রা থেকে ২৫ কিলমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক শহর।
অথিতি লেখকঃ
জাবেদুল আকবর (হিমেল)
ক্যালগেরী, কানাডা।
মন্তব্য
সুন্দর লাগলো ছবিগুলো, কিন্তু এক লাইনে বর্ণনার চেয়ে আরো কিছু বর্ণনা থাকলে ভাল লাগতো।
এইবার কন দেখি ইংলিশে নায়াগ্রা বানান কী? চিটিং না কৈরা উত্তর দেন
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
niagara লাস্টে একটা a আছে।
ঠিক কীনা?
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
হয় নাই। শুরুতে V আছে।
V-এর আগে সাইলেন্ট p আছে, ছোট হাতের।
ঠিক a একটা আছে বটে
ছবি সুন্দর তবে লেখা/বর্ণনা আরেকটু বেশি হলে ভাল হত।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ভাইয়া ছবিগুলো কি আপনি তুলেছেন? আপনিতো অনেক ভাল ছবি তুলেন
ধন্যবাদ ভাইয়া
ছবির কম্পোজিশনগুলো আমার কাছে ভালো লাগলো, তবে বর্ণনা এবং চেকলিস্টটা একটু বড় করা দরকার। বানানে আরেকটু যত্নবান হলে ভালো হবে। আপনি বোধহয় তাড়াহুড়া করতে গিয়ে অতিথি বানানও উল্টো করে লিখেছেন
নায়াগ্রাতে সেপ্টেম্বরে অনেক সুন্দর ফুলের ছবি তোলার সুযোগ থাকার কথা। তোলেন নি? আশা করি সামনের দিনগুলোতে আপনার কাছ থেকে আরো লেখা এবং সুন্দর সুন্দর ছবি পাবো।
ধন্যবাদ। আমি সচলে নতুন। পোস্টটা খুব তাড়াহুড়া লেখা আর আমার লেখালেখির অভ্যাস নেই বললেই চলে । সচলে লেখা সেভ করার পর আবার কিছু অ্যাড/মডিফাই করার কোন অপশন খুজে পেলাম না। ভবিষ্যতে আরও details লেখার চেস্টা করবো।
আরে হিমেল দেখি। ভালৈছে ছবিগুলা। তবে বর্ণণা মিস করলাম আসলেই।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
ধন্যবাদ ভাইয়া ভবিষ্যতে আরও details লেখার চেস্টা করবো।
facebook
বিল্ডিং মিল্ডিং সহ প্রপাত বেটা ব্যাঁকা কেন?
সৌন্দর্য্য
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
আমি দু বার গিয়েছি, সব সময় ই সুনদর
শেষের ছবিটা দারুণ।
ছবিগুলো ফাটাফাটি!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
নতুন মন্তব্য করুন