সচলায়তনের প্রথম পাতায় লেখার সংখ্যা

সাফি এর ছবি
লিখেছেন সাফি (তারিখ: শুক্র, ২৮/১০/২০১১ - ১০:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জনৈক অতিথির মন্তব্য থেকে আজ জানতে পারি সচলায়তনের প্রথম পাতায় যে মাত্র ১০টা সাম্প্রতিক লেখা দেখা যায় সেটা নাকি বিরাট লজ্জার ব্যাপার। এটা কিভাবে লজ্জার ব্যাপার হতে পারে, তা অবশ্য মাথায় আসেনি কিন্তু লজ্জাবতী গাছের মতন কেউ যদি নিজে থেকে লজ্জা পেয়ে যায় তাহলে তো আর আমার করার কিছু থাকেনা। নীড়পাতায় চাইলেই যতখুশী লেখা দেখানোর ব্যবস্থা অবশ্যই করা যায়, কিন্তু তাহলে সার্ভারের উপরে যেমন চাপ পড়ে, তেমনি ব্যবহারকারীর উপরেও অনেক সময় চাপ পড়ে। স্মার্টফোনের এই যুগে অনেকেই মোবাইল থেকে ইন্টার্নেট ব্যবহার করে থাকেন। অফিস যাওয়া আসার পথে জ্যামে বসে বসে এফ এম রেডিও শুনতে শুনতে আপনি যখন মোবাইল থেকে সচলে ঢুকলেন, তখন কিন্তু প্রথম পাতায় যে কটি লেখা প্রদর্শিত হচ্ছে সবকটি লেখার তথ্যই আপনার মোবাইল ফোনে ডাউনলোড করতে হবে। এতে যেমন সচল লোড হবে ধীর গতিতে, তেমনি যারা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করেনা, তাদের জন্য বিলের পরিমাণও বেড়ে যাবে। সুতরাং পোস্ট সংখ্যা কমানো গেলেই মঙ্গল।

কিন্তু তারপরেও যদি আপনি প্রথম পাতায় প্রদর্শিত পোস্টের সংখ্যা বাড়াতে চান, তাহলে বাকীদের ঝামেলায় না ফেলে নিজের কম্পিউটারে করার একটা সহজ উপায় আছে। এ জন্য আপনাকে অবশ্য কম্পিউটার থেকে ফায়ারফক্স বা গুগুল ক্রোম ব্যবহার করে সচলায়তন ব্রাউজ করতে হবে। প্রথমে ফায়ারফক্স এবং গুগুল ক্রোমে AutoPager এড অন টা ইনস্টল করে কনফিগার করতে হবে। নিচে আমি চেষ্টা করব, ফায়ারফক্স বা গুগুল ক্রোমে কিভাবে এটা কনফিগার করতে হবে সেই পদ্ধতি বর্ণনা করতে। প্রশ্ন থাকলে জায়গায় বসে হাত তুলে মন্তব্যের ঘরে প্রশ্ন জমা দিবেন। ইনস্টল করার পরে সচলায়তন কেমন দেখাবে তা দেখতে এখানে ঢুঁ মারতে পারেন।

ফায়ারফক্স -

১। ফায়ারফক্স থেকে প্রথমে এই লিঙ্কে যেয়ে "+Add To Firefox" বোতামে ক্লিক করতে হবে। বোতামটা দেখতে এইরকম -

২। এড অন টা ইন্সটল হয়ে গেলে ফায়ারফক্স রিস্টার্ট করতে হবে।

[b]গুগুল ক্রোম[\b]-

১। আপনি যদি গুগুল ক্রোমে ব্যবহার করে সচলায়তন ব্রাউজ করে থাকেন, তাহলে প্রথমে এই লিঙ্কে যেয়ে "+ Add to Chrome" বোতামে ক্লিক করতে হবে। বোতামটা দেখতে এইরকম -

২। এড অন ইন্স্টল হয়ে গেলে পপ আপ ম্যাসেজ জিজ্ঞেস করবে - "Do you want AutoPager automatic discovery whether there's a rule in the repository for the pages you are surfing?", সেখানে Yes বোতামে চেপে দিয়ে ইন্স্টলেশন শেষ করুন। ক্রোম রিস্টার্ট করা জরুরী না।

ফায়ারফক্স এবং গুগুল ক্রোম আপনি যাই ব্যবহার করুন না কেন, AutoPager এডঅন ইনস্টলের পরে নিচের ধাপগুলো দুই ক্ষেত্রেই করতে হবে। তার আগে বলে দেই, AutoPager কিভাবে কাজ করে। আপনি যখন গুগুলে কোন কিছু সার্চ করেন, সচরাচর দেখা যায় প্রথম পাতায় কিছু ফলাফল দেখায় এবং বাকীগুলো পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয়... পাতায় দেখাতে থাকে। AutoPager যা করে তা হলো, আপনি যখন প্রথম পাতা দেখতে দেখতে পাতার নীচের দিকে নামতে থাকেন, সেই সময়ে সে দ্বিতীয় পাতায় যেয়ে দ্বিতীয় পাতাটা কপি করে প্রথম পাতার তলায় জুড়ে দেয়। তাহলে যা হয়, আপনাকে কখনওই নিজে থেকে পরের পাতায় যাওয়া লাগেনা, AutoPager নিজে থেকেই প্রতিবার যেয়ে আপনার জন্যে পরের পাতা কপি করে এনে নিচে যুক্ত করে দিবে। আর এই যুক্ত করার কাজটা করার জন্য সে কিছু সূত্র বা নিয়ম অনুসরণ করে। জনপ্রিয় ওয়েবসাইটগুলো যেমন গুগুল, ইয়াহু, ইউটিউব, ফ্লিকার, উইকিপিডিয়া ইত্যাদির সূত্র বা নিয়মগুলো AutoPager এর সাথেই আসে। সচলায়তনের সাথে যেন AutoPager কাজ করে, সেজন্য নিয়মগুলো লিখে আমি আপলোড করে দিয়েছি। আপনাকে নিচের ধাপ অনুসরণ করে AutoPager কে তাই নিয়মগুলো চিনিয়ে দিতে হবে -

৩। ফায়ারফক্স বা ক্রোমে AutoPager ইনস্টল হয়ে গেলে, এই লিঙ্কে ক্লিক করুন। যেই পেইজ আসবে সেখানে "Install" এ ক্লিক করলেই AutoPager সচলায়তনের জন্য কনফিগার করা হয়ে যাবে।

এবার নতুন ট্যাব খুলে যত খুশী সচলায়তন ব্রাউজ করুন। সচল থাকুন, সচল রাখুন।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

চলুক

জহিরুল ইসলাম নাদিম এর ছবি

ভালো বুদ্ধি। কাজে লাগানোর চেষ্টা করব। ধন্যবাদ।

সাফি এর ছবি

চলুক

জাবেদুল আকবর  এর ছবি

চলুক

সাফি এর ছবি

হাসি

ত্রিমাত্রিক কবি এর ছবি

চলুক

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সাফি এর ছবি

কামালী ভাইয়ের কিছু খোঁজ পাইলেন?

ত্রিমাত্রিক কবি এর ছবি

দেঁতো হাসি কামালি ভাই আপাতত অজ্ঞান হয়ে পড়ে আছে। কিন্তু এখানে যে মানব আর দানবরা মিলে এত নাটক করতেছে এটা তো খিয়াল করি নাই।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

কাঠের সেনাপতি এর ছবি

আরেকটি কাজ করা যেতে পারে - মূল অংশে ১০টি পোস্ট রেখে, বামের কলামে পৃষ্ঠা দুই এর ১০টি পোস্টের শিরোনাম ও লিঙ্ক দেয়া যেতে পারে । তাহলে আমার মনে হয় ইউজারের ব্যন্ডউইথে লোড তেমন বাড়বে না কিন্তু সাথে সাথে যারা হোম পেইজে বেশী পোস্ট চান তাদের আশাও পূরণ হবে ।

সাফি এর ছবি

ভাল পরামর্শ। আসা করি ডেভ্যুর চোখে পড়বে।

তাপস শর্মা এর ছবি

চলুক

সাফি এর ছবি

হাসি

তারেক অণু এর ছবি
সাফি এর ছবি

হাসি

হিমু এর ছবি

কিংবা ঐ অতিথির লজ্জা নিবারণের জন্য আমরা কচুপাতা চাঁদা তুলতে পারি।

সাফি এর ছবি

কচু খেয়ে ফেললে তখন?

মানব এর ছবি

অবশেষে মড়ুরা রাগিয়াছে....

আমি যে উলঙ্গ রাজার সাম্রাজে প্রবেশ করিয়াছি তা এক প্রকার নিশ্চিত হইলাম।
সবাই তাবেদারি করিতেছে, হাত তালি দিতেছে.. কিন্তু কেউ বলিতেছে না _রাজা তোর বস্ত্র কোথায়....
হয়তো বা রাজা এতোই সূক্ষ কাপড় পড়িয়াছে তা দৃষ্টি গোচোর হইতেছে না। তা না হবারই কথা__ এতকালের চাটুকারেরা তাহলে কি করিবে__
হায় হায়___ __
কেউ কেউ আবার দলবাজি করিয়া আক্রমণ করিতেছে.. মানব তুঁহাকে বংশী (বাঁশ)দিয়া ছাড়ুম.. মড়ু খেপাইয়াতেছিস..

সেই বালকটি কই __সেই বালকটিকে খুজিয়া বেড়াইতেছি__ যে বলিবে আঙ্গুল তুলিয়া "রাজা তোর কাপড় কোথায়"

হায় রে সচলায়তন __একি সত্যই বরীন্দ্রনাথের 'অচলায়তন'-- তা হতে পারে না
ররীন্দ্রনাথ ঠাকুর 'গুরু' নাম পরিবর্তন করিয়া 'অচলায়তন'রাখিয়াছিলেন সচলমুক্তির আসায়...
কিন্তু এখানে তো দেখিতেছি পঞ্চক , মহাপঞ্চকের ভীড় (অচলায়তন না পড়া থাকলে বুঝতে পারবেননা) ... গুরু কবে আসিবে তা জ্ঞাত নাই

হায়রে এতো কিছু দেখিয়া বিস্তর লজ্জা পাইয়াছি। কেউ কেউ ভিক্ষা চাহিয়া কচু পত্র কিনিতে চায়.. তা কিনিবে__ উহারা তো উলঙ্গ রাজার দলে পড়ে

সমালোচনা সহ্য করিতে পারিবে না তো মন্তব্য বন্ধ করিয়া দিলাই পারতো__ মড়ুগণ কঙ্কন পরিয়া বসিয়া থাকিলেই হয়, কেউ কিছু বলিতো না..
সচলায়তনের ভুল ধরিলেও গালিমম্দ পাড়া রহিত হয় নাই...
সবার জন্য সমান স্থান চাই.. নীড় পাতায়.. ইহাই গণতন্ত্র.. উলঙ্গ রাজার মত সৈরতন্ত্র নয়

হিমু এর ছবি

সচলে সব ছিলো, নেংটা পাগল ছিলো না। আপনি এলেন, সচল যেন পূর্ণ হলো।

চরম উদাস এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
মানব ভাই আপনে একটা মাস্টারপিস
গড়াগড়ি দিয়া হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এই লোক গুলির কি খেয়ে দেয়ে কোনো কাজ নাই?

হিমু এর ছবি

একে নেংটা পাগল কোটায় সচল করে দেয়ার জন্য মডুদের কাছে আবেদন জানাই।

কালো কাক এর ছবি

হো হো হো গড়াগড়ি দিয়া হাসি
এ কিন্তু বসেই ছিল এই মন্তব্যটার জন্য। কিছু লোকের গায়ে চুলকানী আছে , উনাদের জন্য সহজ সমাধান; পাগলা মলমের ব্যবস্থা করা হোক।

ত্রিমাত্রিক কবি এর ছবি

আমি জোড় সমর্থন জানাচ্ছি হিমু ভাই। এই নেংটা পাগলের একটা পোস্ট কিন্তু একেবারে নীড়পাতার শীর্ষে স্টিকি করে দিতে হুম।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

কল্যাণF এর ছবি

গুরু গুরু

তিথীডোর এর ছবি

হো হো হো

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

চরম উদাস এর ছবি

মুর্শেদ ভাই, এরা আছে বলেই জীবনে এতো আনন্দ আছে গড়াগড়ি দিয়া হাসি
উলঙ্গ রাজা, কঙ্কন পরা মডু, বস্ত্রহীন মডু গড়াগড়ি দিয়া হাসি উলঙ্গ রাজার সৈরতন্ত্র গড়াগড়ি দিয়া হাসি
আমি সাতজনম সাধনা করলেও এইরকম পিওর রসের জন্ম দিতে পারবোনা

সাফি এর ছবি

মানব ভাই হলেন যাত্রার বিবেকের মতন, ব্লগের বিবেক। বোরিং পোস্টে এসে উনি মাঝে মাঝেই মানুষকে আনন্দ দিয়ে যান, পোস্টটাও একটু জাতে উঠে

মৃত্যুময় ঈষৎ এর ছবি

মানব, আপনি আসলে কেঠা জানতে মুঞ্চায়!!!

এত বিনুদুন!!!


_____________________
Give Her Freedom!

কালো কাক এর ছবি

ভাইগো এত লজ্জা (যাক "ব" দূর হইসে অন্তত) নিয়া এ'নে ক্যান আইসেন? লজ্জা বেশি থাকলে ঘরে বসে থাকাই উত্তম। আইসাই যখন পড়সেন তখন একটা অনুরোধ, কষ্ট কইরা সব পোস্টে আইসা একটু রঙ্গ দেখায়া যাইয়েন। দেঁতো হাসি
আর "সৈরতন্ত্র" জিনিসডা কী গো ভাই?

সাফি এর ছবি

ভাই, আপনেরা ব দিলেও কথা কৈবেন, আবার ব না দিলেও কথা কৈবেন, কৈ যামু আমরা?

আশালতা এর ছবি

মানব, আপনি স্বেচ্ছায় নিজেকে হাস্যকর করে তুলছেন কেন বুঝলাম না। ভালো লাগা না লাগাটা একদম ব্যক্তিগত বিষয়। আপনার যেমন সচলের থিম ভালো লাগেনি, আমার কিন্তু প্রথম দিন দেখেই এত ভালো লেগেছে যে দুম করে প্রেমে পড়ে গিয়েছি। পাঠকদের বড় অংশের আপত্তি থাকলে সেটা নিশ্চয় মডুদের ভাবনায় আসবে। সচলের ভালর জন্যে ওনাদের মমতাটুকু তো একদম নিখাদ। আপনি ভালো উপদেশ দিলে নিশ্চয় সেটা ওনারা ফেলে দেবেন না। দিনরাত খেটেখুটে ব্লগটাকে যেভাবে সচল রাখছেন তাতেই তো তাঁদের আন্তরিকতা ধরা পড়ে। তার জন্য দলীয় তেলবাজির তো দরকার নেই।

আপনার ভালো না লাগার বহিঃপ্রকাশটুকু নিতান্তই ছেলেমানুষ সুলভ। কমেন্ট গুলো খেয়াল করে দেখুন, কেউ রেগে গেলে কিন্তু এভাবে বলেনা, বিরক্ত হয়ে উপহাস করলে বলে।

সচলে কিছুদিন সময় কাটান, এখানকার মেজাজের সাথে পরিচিত হোন; দেখবেন একটা সময় আপনিও আমাদেরই একজন হয়ে গিয়েছেন কখন। তখন প্রিয় সচলের নামে কেউ পচা কথা বললে এই আপনিই সবার আগে বাঁশ দিতে দৌড়বেন। আর সেটাকে তখন আপনার নিজের কাছেও আর লজ্জার মনে হবেনা। সচলকে ভালবাসতে তো মডু হতে হয়না, সাধারণ একজন সচল হলেই চলে।

----------------
স্বপ্ন হোক শক্তি

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আপ্নে আবার আসছেন ভাই? আহারে! আপনার লজ্জা (ব-সহ ও ব-ছাড়া) লাগতেছে না? ইশ! মন খারাপ

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দশটাই ভালো..

______________________________________
পথই আমার পথের আড়াল

সাফি এর ছবি

একমত

মৃত্যুময় ঈষৎ এর ছবি

অনেক ধন্যবাদ ভাইয়া। কাজের পোস্ট.... চলুক

প্রথমপাতায় কয়টা লেখা থাকলো এটা খুব একটা বড় বিষয় না আমার কাছে। মাঝে মাঝে যেটাকে সমস্যা মনে হয় তা হলো কোন লেখার প্রথম পাতায় স্থায়িত্বকাল। কখনো কখনো কিছু পোস্ট মনে হয় ৬ ঘণ্টাও প্রথমপাতায় থাকতে পারে না। আমার মনে হয় একটা পোস্ট ন্যূনতম ২৪ ঘণ্টা যেন প্রথম পাতায় থাকে এমন ব্যবস্থা করা উচিৎ।

আর ভেরি রিসেন্ট মন্তব্যগুলোর(নিজের পোস্টে বা নিজের মন্তব্যে অন্যের রিপ্লাইয়ের) নোটিফিকেশন পাবার একটা ব্যবস্থা থাকলে খুব ভালো হত।


_____________________
Give Her Freedom!

সাফি এর ছবি

লেখা ভাল হলে, আসলে গুঁতোগুতির শীর্ষে বা পাঠকপ্রিয় লেখার তালিকায় ঠিকই থাকে কয়েকদিন ধরে। মন্তব্য নোটিফিকেশনের ব্যবস্থা আগে চালু ছিলো, সামনে হয়ত লোড হিসেব করে আবার চালু করা যেতে পারে। ডেভু্যরা ভাল বলতে পারবেন।

কল্যাণF এর ছবি

যদিও আমার কোন একাউন্ট ম্যাকাউন্ট নাই, রীতিমত অপাংক্তেও গোত্রের মধ্যেই হয়ত পড়ি, কিন্তু জোর দাবী জানাই সচলায়তনের ডিজাইন পারলে আরো সাধারন করা হোক। দয়া করে গাদা খানিক রঙ চং মাখায়া আর ইমেজের ভারে ভারি করবেন না, দৃষ্টি নন্দন জবরজং মাথা ভারি একটা সাইটের কোন প্রয়োজন নাই। সচলায়তন আর ব্লগ গুলার থেকে আলাদা থাকুক, মডারেশন ভয়ানক কঠিন থাকুক। প্রথম পাতা থেকে লেখা সরে গেলে নিজ গরজে অন্য পাতায় যেয়ে পড়া হোক যেমন আর সবাই পড়তেছে। যার যার লজ্জা তার তার কাছে থাকুক, এইসবের ওজনে সচলায়তনের গলা টিপে ধরবেন না।

সাফি এর ছবি

অপাংক্তেও হবেন কেন? একদম শুরুর দিকের কিছু সচল বাদে বাকী সবাই এই পথেই সচল হয়েছেন

কল্যাণF এর ছবি

হেহ হেহ সাফি ভাই অতিথি বা সচলের হিসাবে কই নাই, মানে লিখতে টিখতে পারি না তো তাই নিজেরে মাঝে মাঝে বেশ বেকুব লাগে। কিন্তু সবাই লিখতে পারলে চলবো কন?

কল্যাণF এর ছবি

সাফি ভাই আপনার অনুমতি না নিয়েই একটা জিনিশ যোগ করতে চাই, অটপেজার এর সর্বশেষ ভার্সনটা ফায়ারফক্সের ৮ বেটা ভার্সনে ইন্সটল হয় না, ইন্সটল স্ক্রিপ্টটায় ভার্সনটা শুধু আপডেট করে নিলেই অবশ্য এই ঝামেলা এড়িয়ে ইন্সটল করা যায়।

সাফি এর ছবি

আচ্ছা, ধন্যবাদ

দ্রোহী এর ছবি

একটা পেজ থেকে আরেক পেজে যাওয়ার ব্যবস্থা থাকলে প্রথম পাতায় ১০টা পোস্ট থাকলেই কী আর ১টা থাকলেই কী!!!

সাফি এর ছবি

কেউ কেউ প্রেফার করে আর কি

তদানিন্তন পাঁঠা এর ছবি

হয়তো এটা আমার অন্যায় আবদার, তবুও বলি - বেশিরভাগ পোস্ট থেকে তার কমেন্ট গুলোই মজার হয়। যেমন এটা। এরকম ক্ষেত্রে পোস্ট কে নীড়পাতায় না দিয়ে কমেন্টকেই দেয়া যায়না? হে হে। আলাদা একটা (অ)নীড়পাতাও (!) হতে পারে এসব মজারু নিয়ে। গড়াগড়ি দিয়া হাসি

সাফি এর ছবি

এই জন্য মানব ভাইকে আগেই ধনেপাতা দিয়া দিছি, উনি পোস্টের আমেজ-ই পাল্টে দিয়েছেন

মৌনকুহর এর ছবি

কেজো পোস্ট। চলুক
তবে মন্তব্যগুলো 'বেশি জটিল'! হাসি

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।