ধান কাটা হয়ে গেছে শেষ―
বিরান ধানের ক্ষেতে
টুথব্রাশের গুচ্ছ গুচ্ছ ব্রিসলের মতো আটকে আছে
কবন্ধ নাড়ার অবশেষ;
চাষার কাস্তে এসে মহাসুখে কেটে নিয়ে গেছে
ধানের সোমত্ত শীষ, নাড়ার সোনালি দেহ,
নিশ্চল কয়েকটি পা এইখানে পড়ে আছে তার।
কতদিন ছিল তারা অবিচ্ছিন্ন একদেহ আহা
মাটির গভীর থেকে সরল চুমুকে
শুষেছিল প্রাণরস ফোঁটায় ফোঁটায়
বর্ধিষ্ণু দেহের সম্ভার তুলেছিলো ভরে
ভালোবেসে, অমৃতের নির্যাসে।
খরা, তাপ, নোনাজল, হলুদ অসুখ
ঘুমুলে কাকতাড়ুয়ার দল, পাড়া জুড়াবার পর
বর্গির মত যত পঙ্গপাল ধেয়ে আসে।
তবুও ধানের শীষ কত অভিলাষে
যেন কল্পনার ইকারুস; আকাঙ্ক্ষার মেলেছে ডানা
দুলে উঠা বাতাসের প্রতিভাসে।
সময়ের চক্রে বাঁধা প্রকৃতির বৃত্তাবর্ত নিয়মে
ধীরে ধীরে মিশে যাবে জৈব দেহ তার
মাটির মজ্জায়― সংগোপনে, গূঢ় আয়োজনে।
মিশে যাবে,― ফুরোবে কি তবু?
সৃষ্টির জটিল গ্রন্থিতে ঢেলে দিতে হবে কি সারাৎসার?
তবু ফিরে পাবে কিছু সবটুকু হারাবার সুখে;
নতুন অংকুর―জন্ম যার আগামীর বুকে।
মন্তব্য
অনেকদিন পরে লিখলেন রোমেল ভাই। ভালই লাগল। তবে আপনার মাস্টারপীসগুলোর মত লাগেনি।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
মাষ্টারপীস? সে তো আমার একটিও নেই ভাই!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
স্কুল জীবনে এই কবিতাটি পাঠ্য হলে আরো একটা ভালো কবিতা আমার মুখস্থ'র লিস্টে থাকতো। কবিতাতে আপনার বৈশিষ্ট্য ক্রমেই সুগঠিত হচ্ছে। দেখে ভালো লাগলো।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
আপনার মত সমজদার যখন খাঁচায় আটকে থাকা ময়ূরের প্রশংসা করেন, ময়ূর তো তখন তার কদাকার পদযুগলের দিকে তাকিয়ে লজ্জায় আড়ষ্ট হয়!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
অনেকদিন পর লিখলেন।
হ্যাঁ ভাই, উল্টে যাওয়া আরশোলার মত ভাষাহীন শব্দহীন হয়ে ছটফটিয়ে দিন কাটাচ্ছিলাম নিজের বিবরে!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
টুথব্রাশ - খাসা। ভালো লাগলো।
ধন্যবাদ, কবি।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
কবিতাটি জীবন বাবুর "ধান কাটা হয়ে গেছে" র মর্ডান ভার্সন মনে হল।কেমন যেন জীবনানন্দ দাশের
কবিতার মতই,রোমেলীয় লাগে নাই।
"ছন্দে ছন্দে চলা" কি শেষ?
জীবনানন্দে ডুবে কাটে অনেকটা সময়। আপনার উল্লেখ করা কবিতাটি পুরোটা তুলে দিলাম,
ধান কাটা হয়ে গেছে কবে যেন ― ক্ষেতে মাঠে পড়ে আছে খড়
পাতা কুটো ভাঙা ডিম ― সাপের খোলস নীড় শীত।
এই সব উৎরায়ে ঐখানে মাঠের ভিতর
ঘুমাইতেছে কয়েকটি পরিচিত লোক আজ ― কেমন নিবিড়।
ওইখানে একজন শুয়ে আছে― দিনরাত দেখা হত কত কত দিন,
হৃদয়ের খেলা নিয়ে তার কাছে করেছি যে কত অপরাধ;
শান্তি তবু : গভীর সবুজ ঘাস ঘাসের ফড়িং
আজ ঢেকে আছে তার চিন্তা আর জিজ্ঞাসার অন্ধকার স্বাদ।
(জীবনানন্দ দাশ, 'ধান কাটা হয়ে গেছে')
এটি ছাড়াও তাঁর আরেকটি কবিতা আছে। সেটির সাথে আমার কবিতাটির অন্তর্ভাবের বোধকরি আরো বেশি মিল খুঁজে পাবেন।
যখন ক্ষেতের ধান ঝরে গেছে ― ক্ষেতে ক্ষেতে পড়ে আছে খড়
আম বাঁশ ডুমুরের পাতাগুলো মাঠে মাঠে করে মর্মর
ফাল্গুন ঘাসের ঘ্রাণে ফড়িং এ জীবনের গন্ধ ভালোবাসে
বিশুষ্ক পুঁইয়ের মাচা ঘিরে ঘিরে প্রজাপতিগুলো উড়ে আসে
হলুদ-জর্দা-শাদা প্রজাপতি ― হলুদ-জর্দা-নীল-লাল―
দুপুরের মাঠে শুয়ে এই পল্লী―নিস্তব্ধতা―এই খোড়ো চাল―
ভুতুড়ে স্বপ্নের মতো ডালপালা―নীরব নরম দাঁড়কাক―
তেরছা ডানার ছায়া : চিল বুঝি?―লাল বনে শালিখের ঝাঁক―
এই সব ভালো লাগে―দুদিনেই চুল তবু হয়ে যাবে শাদা
এইখানে মাঠে শুয়ে ভালোবাসিবার পথে আরো ঢের বাধা
জমে যাবে; এখুনি তো ফাল্গুনের মায়াময় অপরাহ্ন ভরি
পরীর মুখের মতো কারা যেন সোনার পাখির পিঠে চড়ি
কুয়াশায় মুছে যায় মুছে গেছে;―কোন দিন ফিরিবে না আর
যদিও ফাল্গুন আছে―আমি আছি―প্রজাপতি আছে নীল লাল পাখনার।
(জীবনানন্দ দাশ, 'যখন ক্ষেতের ধান ঝরে গেছে')
আমার কবিতাটি রোমেলীয় না হয়ে জীবনানন্দীয় হয়েছে, এ অভিধা আমার জন্য আপাততঃ অনেক অনেক বেশী সম্মানের বলেই মনে হয়। হয়ত এই পথে আলো জ্বেলে জ্বেলে আমি খুঁজে পাবো মনোহর নিজস্ব মরুদ্যান কোন একদিন, সেই প্রতীক্ষাও যে স্বপ্নের চেয়ে সুন্দর!
'ছন্দে ছন্দে চলা'র আরো গোটা চারেক পর্ব লেখা বাকি। খেয়ালি মানুষের শখের অপমৃত্যু হতে সময় লাগে না।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
উপমাটি দারুণ। চোখের সামনে ভেসে উঠলো সদ্য ধান কেটে নেওয়া ক্ষেতের দৃশ্য।
ছন্দে ছন্দে চলতে চলতে হঠাৎই ছন্দপতন। দীর্ঘদিনের বিরতি! সব কুশল মঙ্গলতো ?
ধন্যবাদ, শ্রদ্ধাভাজনেষু।
বিরতি নয়, উল্টে যাওয়া আরশোলার মত সারাক্ষন ছটফট করা স্বেচ্ছা-নির্বাসনের যুপকাষ্ঠে। আমি কী রকম ভাবে যেন বেঁচে আছি!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
কবি'র কবিতা বহুদিন পর পড়লাম, তৃপ্তিসহকারে। কবি হঠাৎ হঠাৎ কোথায় হারিয়ে যায়, বুঝি না। কবি ফিরে এসেছে এতেই খুশি............
খুব সুন্দর।
_____________________
Give Her Freedom!
ঠিক যেনো চলে যাবো একদিন
কোনদিন ফিরিব না আর!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
'চলে যাবো' মানে?! ইয়ার্কি নাকি?!
নির্বাসন-টির্বাসন রাখেন। কবিতার সংখ্যা বাড়ান। সহজ-সরল-সুন্দর-মায়াময় কবিতা আপনার মত করে খুব কম লোকেই লিখতে পারে। বুঝছেন?
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
তাই সই, বোন!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
কবি এত জটিলত্ব-কিছু বুঝি না যে; কবিতা চাই, কাব্যপ্রেমী মন্তব্য চাই, ছন্দে ছন্দে চলা চাই.....আমাদের চাওয়াটা খুব যে ছোট, কবির পক্ষে এই আবদার পূরণ করা কঠিন কোন কম্ম নয় সে ঢের জানি।
_____________________
Give Her Freedom!
লিখব ভাই, লিখব। একটু দম নিতে দাও।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ভাবছিলাম আপনি কই!
facebook
এই তো আছি, এই তো আবার নেই!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
শেষটা বেশ লাগল
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
ধন্যবাদ জানাই!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
কবি’র ফিরে আসায় আনন্দিত :-) শুভেচ্ছা নিরন্তর।
স্নেহভাজনেষু,
তোমার ভালবাসায় নিত্যই স্নাত হই!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
শেষ দুই লাইনে দুই 'বুকে' মারামারি করে কবিতাটাকে দুর্বল করে দিলো
______________________________________
পথই আমার পথের আড়াল
যৌক্তিক, নির্মোহ ও যথাযথ পর্যবেক্ষন। সেলাম! বদলে দিলাম।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
ধন্যবাদ, মৌনকুহর।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
দারুন!!
আমাকে একটা কবিতার দু'-তিনটা লাইন অনুবাদ করে দিবেন ?
****************************************
ধন্যবাদ। কবিতাটি আমার ই-মেলে পাঠান, চেষ্টা করে দেখি।
পুনশ্চ, অনুবাদ নিয়ে একটি সত্যের মতো কুৎসিত উক্তি আছে, "অনুবাদ হলো নারীর মতো। যদি সুন্দর হয় তবে বিশ্বস্ত হয় না, আর যদি বিশ্বস্ত হয় তবে সুন্দর হয় না।"
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
সচলের 'বার্তা' ফিচারটি হঠাৎই কিছুদিন ধরে হাওয়া গেছে। মজার একটা ব্যাপার - এই ফিচারটাকে এই দেখি, তো এই দেখি না। সবসময়ই মনে হয় আসা যাওয়ার মধ্যে আছে। মনে হয় এবার তারেক অনুর সাথে বিশ্বভ্রমনে গেছে।
যাইহোক, আপনার ইমেল এ্যাড্রেস তো জানি না, তাই আমারটাই দিয়ে দিচ্ছি এখানে - monmajhi এট ইয়াহু.কম । আপনি সাব্জেক্ট-লাইনে আপনার নাম লিখে একটা ব্ল্যাঙ্ক/টেস্ট ইমেইল পাঠালে আমি রিপ্লাইয়ে কবিতাটা পাঠাতে পারব।
উক্তিটা আগে শুনিনি, তবে এর মূল বক্তব্য বুঝি ও জানি।
****************************************
অনেক দিন পর লিখলেন রোমেলদা।নতুন কবিতা নাই দেখে আপনার আমি পুরানো কবিতাগুলা পড়ছিলাম কয়দিন আগেই।
এই কবিতাটা ও বেশ লেগেছে।
আমি যখন ছুটি শেষে ফিরে যেতাম কাজের গুহায়, পেছনে পড়ে থাকা অনেক আপ্লুত মুহূর্তের স্মৃতিগুলো নেড়ে চেড়ে দেখে দেখে উদাসী হতো আমার বড় আদরের ছোটবোনটি। তোমার মন্তব্যে আমাকে পরম মমতায় সেই স্মৃতিময় দিনের কাছাকাছি নিয়ে গেল, তুমি ভালো থেকো বোন। মমতা নিত্যই মুক্তোর ফুল ফোটাক তোমার চোখের কোণে।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
খুবই প্রাণবন্ত লেখা ! হৃদয় স্পর্শ করে । শুভকামনা কবির জন্যে !
জামী ভাই,
আমার কবিতায় আপনার মতো গুণীর মন্তব্য যে আমায় ধন্য করে। অনুরোধ করি, আপনিও সচলায়তনে লিখুন। আপনার নিও-রোমান্টিক কবিতার সুধা পান করে তৃপ্ত হতে চাই।
অনেক অনেক শুভকামনা।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
নতুন মন্তব্য করুন