একটি নামের পাশে আর একটি নাম লিখবার
কোনো তাড়া নেই
আচ্ছন্ন রাতের পাশে মুখর দিনের অসঙ্গতি
লিখে রাখবার কোনো তাড়া নেই
লেকশোরে সন্ধ্যায় বাদামী গাছের গায়ে ডুবে গেছে
জীবনপিয়াসী যেই চাঁদ
তার জন্যে দীর্ঘশ্বাস না রাখাই ভালো
নাম লিখবার হলে লিখে ফেল দোয়াতে কলমে,
কালো কিংবা লাল, কি আসে, কি যাবে-
নাম লেখ তালপাতা শ্লেটে পেন্সিলে।
মুখোশ লুকাতে কেন চাও
মুখোশ তো স্বস্তিকর আসল মুখের চেয়ে
প্রান্তিকে দাঁড়িয়ে আছি তাড়া নেই বাড়ি ফিরবার
ঘর বাড়ি সেতু সব
জলে নেমে কেমন চিনেছি!
উত্তাপ সান্নিধ্যে এলে মেঘ তো গলেই যাবে
বিচিত্র বাতাসে যোগাযোগ
পাতাল প্রবেশ বশে নিজের চোখের কাছে
আজ তুমি সত্যদৃশ্য বলো!
স্বতন্ত্র মুখোশে আমি আপত্তি রাখিনি
নিজস্ব ত্বকের কাছে আজকে পাঠাও মেঘ-
বৃষ্টি দাও, জল দা্ও, হাসো!
নিজের নামের পাশে লিখবার কোন নাম নেই
নিজের মুখের পাশে বসাবার মত কোনো মুখ
রক্তে তরল নদী নির্বাক হয়েই আছে
স্পর্শের ঋদ্ধতা দিয়ে এমন গভীর ক্ষত ঢেকে দেয়া যায়?
মন্তব্য
ভালোলাগা জানিয়ে গেলাম
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
কবিতাটি দারু্ণ ভালো লাগলো ! মুগ্ধতা রেখে গেলাম ! এমন আরো কবিতা চাই , কবি ।
সুন্দর। খুব ভাল লাগলো
মণিকা দারুণ লিখেছেন।
কেন এ রকম লিখতে পারি না তাই ভেবে চুল ছিঁড়তে ইচ্ছে হচ্ছে!!
কবিতাটি যেন একান্ত নির্লিপ্ত আলোকে অন্তর্লোকের উদ্ভাসিত অনুরণন!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
খুব সুন্দর।
কিন্তু কবিতাটা পড়তেই বুকের মধ্যে হু হু করে উঠল যে! কবিতা আর কবির দোষ
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
খুব ভালো
_____________________
Give Her Freedom!
চমৎকার লাগলো।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
কোন তাড়া নেই !
facebook
অসাধারণ কবিদি। শূন্য লাগছে। ভালো লাগছে না।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
সবাইকে অনেক ধন্যবাদ, পড়ার জন্যে, মন্তব্যের জন্যে।
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
ভাল লিখেছেন। বেশ কিছু পংক্তি নাড়া দেবার মত।
মূর্তালা রামাত
বেশ লাগলো ভাবনা, বিশেষ করে উপমাগুলো।
দীর্ঘ বিরতিতে লিখলেন। সচলায়তনে ফেরার তাড়া থাকুক। ভালো লেগেছে কবিতা। মুগ্ধতা।
চমতকার। আছা "মুখোশ লুকাতে কেন চাও - মুখোশ তো স্বস্তিকর আসল মুখের চেয়ে" এই কথাগুলো পড়তে গিয়ে প্রশ্ন হল চেহারা লুকায় মুখোশে, মুখোশ লুকায় কেমনে? আরেকটা মুখোশে?
দুর্দান্ত, এ বিষয়ে কিছুই বলা যায় না! মুখোশে মুখ ও মন দুটোই ঢাকা যায়, অথবা ঢাকতে গিয়ে আরো প্রকট হয়...জানিনা।
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
অসাধারন! তবু যদি চেনা যায় মুখোশের আড়ালের ।
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
নতুন মন্তব্য করুন