ঈশ্বর গলা খাঁকরাইয়া কহিলেন, "ব্যাপার কী আদম, এই প্রাতঃকালে তোমার এইরূপ উত্থিত দশা কেন? চুরি করিয়া নিষিদ্ধ ফল ভক্ষণ কর নাই তো?"
আদম গোঁ গোঁ করিয়া কহিল, "ঈভের জামাকাপড় ঠিক নাই।"
ঈশ্বর কহিলেন, "তাই বলিয়া তুমি এইরূপে তোমার শ্রীলঙ্কাটিকে বাগাইয়া চলাফিরা করিবে?"
আদম কহিল, "কী করিব? ঈভ তাহার নিকটে ঘেঁষিতে দেয় না। তাহার সহিত কোনক্রমেই কোন কিছু ঘটিবার নহে। তাহাকে যতই তেলআবিব দেই না কেন, সে একটি জেরুজালেম!"
ঈশ্বর কহিলেন, "তোমাকে দুই দুইটি হস্ত নির্মাণ করিয়া দিলাম আদম, বিপদে আপদে কার্যে প্রয়োগ করিতে।"
আদম কহিল, "হস্ত পদ সকলই প্রয়োগ করিয়াছি প্রভু। উহাদিগের দিন শ্যাষ।"
ঈশ্বর কহিলেন, "এখন আমার দরবারে আসিয়াছ কী আবদার লইয়া?"
আদম কহিল, "আপনি ঈভকে পর্দা করিতে বলুন।"
ঈশ্বর কহিলেন, "ঈভ তো বস্ত্র আচ্ছাদন সকলই প্রয়োজনীয় পরিমাণে করে বলিয়া জানি।"
আদম কহিল, "উঁহু, তাহার বস্ত্র যথোচিত পরিমাণে নাই। খাটো কাঁচুলি পরিধান করিয়া সে তাহার তামিলনাড়ু দুটি ইচ্ছা করিয়াই প্রদর্শন করিয়া বেড়ায়। তাহার ঘাগড়াটিও তাহার বুন্দেলখণ্ডকে ঠিকমত আবৃত করে না।"
ঈশ্বর কাশিয়া কহিলেন, "আচ্ছা ঠিকাছে। আমি ফরমান পাঠাইতেছি। ঈভ এক্ষণ হইতে তামিলনাড়ু ও বুন্দেলখণ্ড আবৃত করিয়া চলাফেরা করিবে।"
দুইদিন পর আদম পুনরায় ঈশ্বরের দরবারে হানা দিল।
ঈশ্বর আরশে বসিয়া অস্বস্তিভরে নড়িয়া চড়িয়া কহিলেন, "ব্যাপার কী আদম? তুমি তোমার এডিনবড়াটি পুনরায় এইরূপ বাগাইয়া আমার দরবারে আসিলে যে?"
আদম গোঁ গোঁ করিয়া কহিল, "ঈভের জামাকাপড় ঠিক নাই প্রভু।"
ঈশ্বর চক্ষু মুদিয়া কহিলেন, "আমি ঈভকে ফরমান পাঠাইয়া হুকুম দিয়াছি সে যেন তাহার তামিলনাড়ু ও বুন্দেলখন্ড ঢাকিয়াঢুকিয়া চলাফেরা করে। গবাক্ষে উঁকি দিয়া আমি দেখিয়াছি, ঈভ আমার কথা মান্য করিতেছে। তাহার তামিলনাড়ু ও বুন্দেলখন্ড যথোচিত পরিমাণে আবৃত।"
আদম কহিল, "ঈভের নতুন বস্ত্রটি অত্যন্ত টাইট, জাঁহাপন! তাহার বস্ত্র তাহার তামিলনাড়ু ও বুন্দেলখণ্ডের উপর এমনরূপে আঁটিয়া থাকে যে আমি আমার নাগাসাকি নিয়ন্ত্রণ করিতে পারিতেছি না, সে শুধু ফুকুশিমা হইবার উপক্রম করিতেছে।"
ঈশ্বর গলা খাঁকরাইয়া কহিলেন, "হস্ত পদের প্রয়োগে সুফল ঘটিতেছে না?"
আদম গম্ভীর কণ্ঠে কহিল, "না!"
ঈশ্বর কহিলেন, "এখন কী করিব? আবদারখানা কী তোমার?"
আদম কহিল, "ঈভ যেন এখন শিথিল ঢিলাঢালা বস্ত্রাদি পরিধান করে খোদাবন্দ!"
ঈশ্বর কহিলেন, "ঠিকাছে। আমি ফরমান পাঠাইতেছি। ঈভ এক্ষণ হইতে ঢোলা আলখাল্লা পরিয়া চলাফেরা করিবে।"
দুইদিন পর আদম আবার ঈশ্বরের দরবারের দ্বারে ঘা মারিল। তবে হস্ত বা পদ দিয়া নহে।
ঈশ্বর দরজা খুলিয়া আঁতকাইয়া উঠিয়া কহিলেন, "ছি ছি আদম, তুমি তোমার হণ্ডুরাসটি এইরূপে বাগাইয়া পুনর্বার আমার পবিত্র দরবারে আসিলে যে? দশজন দেখিলে কহিবে কী?"
আদম গোঁ গোঁ করিয়া কহিল, "ঈভের জামাকাপড় ঠিক নাই মহাত্মন!"
ঈশ্বর চটিয়া উঠিয়া কহিলেন, "ঠিক নাই মানে কী? আমি তো অলিন্দ হইতে দেখিলাম, ফরমান পাইবা মাত্র সে একটি ঢোলা আলখাল্লা পরিয়া বাজারে বরবটি দরদাম করিতেছে!"
আদম কহিল, "উহার মুখ দেখা যায় জাঁহাপন।"
ঈশ্বর কহিলেন, "মুখ তো দেখা যাইবেই। মুখ দেখা না গেলে বুঝিবে কীরূপে যে এটি ঈভ?"
আদম কহিল, "জাঁহাপন, আপনি কি মনিকালিউয়িনস্কিলের ঘটনা সম্পর্কে অবগত?"
ঈশ্বর মাথা চুলকাইয়া কহিলেন, "উমমম, আচ্ছা, বটে?"
আদম কহিল, "হাঁ। কখনও কখনও মুখদর্শন করিলেও মোগাদিশু নিয়ন্ত্রণ কঠিন হইয়া পড়ে।"
ঈশ্বর কহিলেন, "আচ্ছা আমি ঈভকে ফরমান পাঠাইতেছি, সে মুখ ঢাকিয়া চলাফেরা করিবে।"
দুইদিন পর আদম ঈশ্বরের দরবারে পুনরায় হানা দিল।
ঈশ্বর ক্ষিপ্ত কণ্ঠে কহিলেন, "আদম, তোমার সমস্যা কী? তুমি আবার তোমার হাম্বানটোটা বাগাইয়া আমার দরবারে আসিলে যে?"
আদম গোঁ গোঁ করিয়া কহিল, "ঈভের জামাকাপড় ঠিক নাই প্রভু!"
ঈশ্বর হুঙ্কার দিয়া কহিলেন, "আবার কী সমস্যা তাহার জামাকাপড়ে? আমি তো দেখিলাম সে একটি বস্তায় ঢুকিয়া বুটের ডাল কিনিতে বাজারে আসিয়াছে!"
আদম কহিল, "নন্দন কানন বড় বাত্যাপ্রবাহময় অঞ্চল প্রভু। বাতাসে ঈভের বস্তাটি তাহার অঙ্গে এইরূপে মাখিয়া যায় যে তাহার মেদিনীপুর ও রাওলপিণ্ডি দুটি পরিষ্কার ঠাহর করা যায়।"
ঈশ্বর দন্ত কিড়মিড় করিয়া কহিলেন, "এখন কি নন্দন কাননে বাত্যাপ্রবাহ বন্ধ করিয়া দিবার আবদার লইয়া আসিয়াছ মর্কট?"
আদম গম্ভীর কণ্ঠে কহিল, "না। আপনি ঈভকে একটি ইস্পাতের সিন্দুকে ঢুকিয়া চলাফিরা করিতে আদেশ দিন।"
ঈশ্বর আরশের হেণ্ডুলে কীল মারিয়া কহিলেন, "ঠিকাছে! বলিতেছি! এইবার তোমার হনুলুলু নামাইয়া দূর হও!"
দুইদিন পর আদম পুনরায় ঈশ্বরের দরবারে গিয়া দণ্ডায়মান হইল। উভয়ার্থেই।
ঈশ্বরের চোয়াল ঝুলিয়া পড়িল। তিনি বিস্ফারিত নেত্রে আদমের পানে চাহিয়া কহিলেন, "তুমি কী ভক্ষণ কর বল দেখি? আবার তুমি তোমার লিভারপুল বাগাইয়া আমার দরবারে হাজির হইয়াছ?"
আদম বাষ্পরুদ্ধ কণ্ঠে কহিল, "ঈভের জামাকাপড় ... !"
ঈশ্বর হুহুঙ্কারে কহিলেন, "ঠিক নাই? ইস্পাতের নিরেট সিন্দুকে তাহাকে ঢুকাইয়াছি, দুইটি স্বর্গদূত ঠ্যালাগাড়িতে করিয়া সেই সিন্দুক লইয়া বাহির হয়, তারপরও ঠিক নাই?"
আদম গোঁ গোঁ করিয়া কহিল, "ইস্পাতের সিন্দুকটি বড় মনোহর!"
মন্তব্য
ইয়াক্ষোদা! মুখারে
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
আবার পড়লাম! প্রভুখণ্ড! মুখা'র বেস্ট!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
১০০% সহমত
টুইটার
সহমত।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
হাসি থামাইতে পারতাছিনা। অফিসের সহকর্মীরা আমার নামে নালিশ করলে কিন্তু মুখার খবর আছে কইলাম।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
মাবুদে এলাহি!!! অফিস টাইমে এইরকম লেখা কোন ভদ্রলোক পোস্ট করে!! মুখা'র বেস্ট!
আদমের প্রভুখন্ডটি কাটিয়া দিলেই শুধুমাত্র ইহার সন্তোষজনক সমাধান সম্ভব।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
সাচ্চা মুসলমানদিগের মুসলমানী উত্তমরূপে করাইয়া দেওয়া উচিত।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
ভূগোল তো দেখি থ্রিডি, তিন পয়েণ্টে গিয়া শেষ হয়।
অলস সময়
অমানুষিক বিনোদন
পরের ধাপে হয়তো এই সিন্ধুক মাটিতে পুতে ফেলা হবে, তখন মাটিতে গজানো ঘাস দেখেও আদমের উত্থান হবে।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
সাক্ষাৎ প্রভুখণ্ড!
চুম্মারে মুখা, চুম্মা!
নাহ...আর পারিলাম না...এইবার বুঝি হইয়াই গেল
বিরাট বিনোদন
গুল্লি গুল্লি গুল্লি
মুখা অন হিজ বেষ্ট! =))
কসম খোদার ... চরম হইছে
যদি নারীরা শারীরিকভাবে শক্তিশালী হইতো পুরুষদের চেয়ে,তাইলে এই মেদিনীপুর, রাওয়ালপিন্ডির আভাস পাইলেই দন্ডায়মান হইয়া যাওয়া হনুলুলু নিয়া বহুত বিপদে পড়তাম, কারন তখন ঈশ্বর হইতো একজন নারী ... আর তার আইন-কানুনও হইতো সেইরকম
আপনে কি বলতে চান ঈশ্বর একজন ব্যাটাছওল, তার উরুসন্ধিতে একটা লাঠি গোঁজা আছে?
লাঠি, নাকি কাঠি?
তাইতো মনে হয়
নির্দোষ শহরগুলোর নামের মাঝে যে এতো কাম লুক্কায়িত তাহা এতদিন বুঝি নাই।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
সকাল সকাল এরকম অসাধারণ স্যাটায়ার একমাত্র মুখফোড়ই উপহার দিতে পারে
পাঁচ তারায় পেষাচ্ছে না! এ্যাডমিন-এর কাছে তারার সংখ্যা বাড়ানোর দাবী উত্থাপন করা হোক!!!
টুইটার
ওরে বাবারে মা'রে রাঙা মাসিরে সেজপিসেরে
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
ভাই, মাফ করেন, কম্পুর সামনে তো ঠিকমতো বইসা থাকতে পারতাসি না, হাসতে হাসতে শ্যাষ!
হ ... তাসনিম উপ্রে ঠিকই কইসে ।
হাসতে হাসতে মরে গেলাম !
এই লেখাটা ছাগুদের গলায় লটকায়ে দেয়া যায়না?
বেপুক মজা পাইলাম আদম ভাই, চালাইয়া যান, আমরা সব আদম আছি আপনের সাথে।
সেইরকম হয়েছে এটা। ‘অতিথি’, ‘মানুষ’, ‘মানব’, ‘অন্য কেউ’ - এইসব নামের আড়ালে যেসব পশুপ্রাণী সচলে এসে মন্তব্য করে যায়, তাদের জন্য এইটা একটা চরম জবাব। বাসার মানুষজন বহুদিন এইভাবে আমারে হাসতে দেখে নাই, হাহাহাহাহাহা .....
শেষ লাইন পড়ে ভাষা হারায়ে ফেললাম- একশ গ্রাম (গুড়)
এইটা অমানুষিক হইছে... গইড়ায়া হাসতেছি
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা লেখার জন্য ... আমার রাগগুলো যেন পড়তে পারছি
বুকে আসো ভাইটি ..... আহা কি লিখিলা ...
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
এই প্রথম মনে হল, বাংলা ভাষাটা পড়তে জানি বলে আমি কত ভাগ্যবান। নইলে একজীবনে এরকম স্যাটায়ারের মুখোমুখি হওয়া বুঝি সকলের ভাগ্যে জোটে না। এরকম হাসি কি গত দু'দশ বছরে একবার হেসেছি? মনে পড়ে না। আবার কবে হাসব, সেকথা মুখফোড়দাই বলতে পারবেন। অসাধারণ আপনার রসবোধ, যে মার্গে বসে আছেন, সেখানে আর কেউ পৌঁছোয়, সাধ্য কি? চালিয়ে যান হে দাদা।
আহা
হাসতে হাসতে হাত ব্যাথা কইরা ফালাইলাম !!!! (মানে টেবিল চাপরাইসি আর কি)
সেটাই!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
(গুড়) (গুড়)
পইড়া সেরম মজা পাইছি! গদাম!
Salute!!..
(বাংলায়)
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
কোপাকোপি!!!
ঈভকে সিন্দুকসহ চাঁদে পাঠালেও আদমের সমস্যার সমাধান হবে না, অমাবশ্যা পূর্ণিমায় তার দিকদর্শন যন্ত্র বিপবিপ করতে থাকবে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
----------------------------------------------------------------------------
একশজন খাঁটি মানুষ দিয়ে একটা দেশ পাল্টে দেয়া যায়।তাই কখনো বিখ্যাত হওয়ার চেষ্টা করতে হয় না--চেষ্টা করতে হয় খাঁটি হওয়ার!!
ঘটনা সত্য । ওইটাই আসল কথা
।
(গুড়)
দুর্দান্ত বললেও কম বলা হয় !! হনলুলু , হাম্বানটোটা , শ্রীলংকা , মুগাদিশু ...... এইসব দেশের মানুষরা কিন্তু ছাগুদের মতন চাপাতি হাতে তেড়ে আসবে এই লেখা পড়ে !!
ইস্পাতের সিন্দুকটি যে দালানে রহিয়াছে তাহার প্রতিটি জানালা, প্রতিটি বেলকুনিও বড়ই মনোহর...
হা হা হা... এইটা কি পড়লাম!!! আদম ব্যাটা পুরাই একটা বেলুচ সেনা।।
ইচ্ছার আগুনে জ্বলছি...
এক্কেবারে গেটিসবার্গ!
পুরা মাক্ষন রে মুখা ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
-
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
সুলিখিত বোরকাপুরাণ।
লেখাটায় আদমানুরাগী ঈশ্বর এক মহা ফালতু লোক হিসেবে চিত্রিত হয়েছেন। তাঁর বিচার রীতিমতো পক্ষপাতমূলক। ঈভের শরীর সমস্ত সংস্কার কাজের একমাত্র ক্ষেত্র হবে কেন? আদমদণ্ডের আগায় হিমালয় পর্বত বেঁধে দিলে কোনো সমস্যা ছিল না, বরং সেটাই সংগত ছিল।
কি? মানুষ আপনে না অন্য কিছু?
facebook
সাক্ষাৎ প্রভুখণ্ড!!! বেস্ট অব বেস্টস।
অমানুষিক!
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
খাইসে!
সিরাম হইয়েচে গো ভাই... শেয়ার কইরালাইলাম...
হাসতে হাসতে হেঁচকি উইঠা গেলো
অলমিতি বিস্তারেণ
এইটা একটা ক্লাসিক হইসে
-------------------------------------------------
ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ !
আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
শ্রীলঙ্কা, এডিনবড়া, নাগাসাকি, হন্ডুরাস, মোগাদিশু, হাম্বানটোটা, হনুলুলু, লিভারপুল
"আপনার নাম লিখুন" অংশে নিজের নাম লিখতে হবে, এইটা বুঝতে পারেন নাই কেন?
মডারেশন থেকে এইরকম মন্তব্য ছাড়ারই বা দরকার কী? এখানে তো নতুন বা জরুরি কোন কথাই নাই! শুধুমাত্র একটা স্মাইলি!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আমার মনে হয়, ওই ঘরটা খালি রাখাই সবচেয়ে ভাল, কিছু না লিখলে মন্তব্য পোস্টই হবে না।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
ভাই আপনি তো খুন করে ফেললেন। হা হা ম গে
মারাত্মক....
মূর্তালা রামাত
অস্থির মাস্টারপিস!!! ইয়া আলী!!! পাজানির হলুদ সালাম!!
ভাই এইটা কি লিখসেন, অফিসে মুখ চেপে ধরে হাসতে আছি, গোঁ গোঁ শব্দ হচ্ছে। বেস্ট!!
পরশুরামের কথা মনে পড়ে যাচ্ছে!
তবে একটা কৌতুহল জাগছে -- বিবর্তনের আদি পর্যায়ে, বা নিদেনপক্ষে আদি মানবসমাজে আদমের হনুলুলুর চরিত্র যদি এমন ফুকুশিমা মার্কা না হতো, তাহলে কি আদমের সুপুত্ররা একবিংশ শতকে তার কাণ্ডকারখানা নিয়ে এমন অসাধারন রম্যরচনা লেখার, পড়ার, বা পড়ে হাসতে হাসতে হিরোশিমা হয়ে যাওয়ার সুযোগ পেতেন?
****************************************
একমত; পরশুরামের সাথেই তুলনীয়... খুঁজে খুঁজে পড়ি!
চমৎকার লাগে।
রণ
পুরা ঝাড়খন্ড!!
বাংলা স্যাটায়ারে ভাঁড়াতুল আম্বিয়াদের দিন শেষ...
-----------
চর্যাপদ
এটা বেস্ট হইসে এখন পর্যন্ত
------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
ফেসবুক পেজে 'লাইক' মারলাম, সেখানে যে প্রশ্ন করেছি তার পুনরাবৃত্তি করছি এখানেও- এই মাস্টারপিসগুলোর সংকলন বের করবেন কবে মুখফোড়দা? আর তো তর সয় না! মনে হচ্ছে কপি করে পিডিএফ বানায়ে প্রিন্ট করে নিজের ঘরে রেখে দেই (এই কথা কইয়া পাইরেসির ফান্দে পড়তে যাচ্ছি কিনা কে জানে!)। বাইরের দুনিয়া সমস্ত বিষ নিয়ে ভিতরে ছড়ালে বের করে করে পড়ব আর মু-হা-হা হাসব। মানুষের গরলকেও অমৃত বানাবার অসীম ক্ষমতা রয়েছে তা এই সিরিজে আরেকবার নিঃশেষে প্রমাণিত হল। এবং অবশ্যই লেখায়
=))
ভাল লাগ লো। আরো চাই। আরো ধারালো।
কি আর বলিব! যতই হেরি ততই দন্তসেট তাহার উপস্থিতি জানাইতে লিভারপুল হইয়া উঠে! অস্থির!!
শিটিং অসাম ম্যান !!
(বাংলায়) ভাই pls আমারে অল্প বয়সে মাইরেন না......হাস্তে হাস্তে মইরা যামু তো...
মাগো মা! মুখা সবডিরে এরম ভুরুঙ্গামারি দিবে এইয়া মনু আশা করিনাই!
দিলখুশ হইয়া গেসে একেবারে!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ভৌগলিক নামের প্রয়োগগুলা ভালো হইছে। আদমের আয়রন ফেটিশ থাক্তেই পারে, এটা কুনো ব্যাফার না।
অসাম সালা
গুরু,আপনি মহান!হাসি থামাইয়া আর কিছু কমু নে পরে।
মইরা গেলে আপনি দায়ি থাকবেন,কইয়া গেলাম!
রাত প্রায় একটা বাজে।
পড়া শুরু করেছি সোয়া বারোটায়, শেষ করলাম বারোটা পঁচিশে।
কিন্তু হাসি থামাতেই আধা ঘন্টা পার !
হাসির চোটে বাড়ির সক্কলের ঘুম ভেঙ্গে গেছে। উফফ আপনি পারেন ও.........
ইসলামি প্রেমের গান:
রুকুতে দাঁড়াও by royesoye
ওররররে আবেগ!!!!
ব্লগবাড়ি । ফেসবুক
ভাই দিলখুশ হইয়া গেল ... ধন্যবাদ আপনাক
হাসতে হাসতে আমি পুরা সুরুজ আলি।
অনেকদিন পর খুঁজে পেলাম লেখাটা!! আহা!! মধু মধু!
গুরু অসাধারণ!
আহা!! মধু মধু!
গুরু অসাধারণ!
বুড়া মোকবুল
অসাধারণ ! অসাধারণ !! অসাধারণ !!!
আদমের আদিম চরিত্র উন্মোচনে অদ্ভুত আদিরসাত্মক মজা পাইলাম। হাওয়া/ইভ এর টাতেও মজা পাওয়ার প্রত্যাশা থাকলো। লেখক সাহেবকে নিরন্তর অভিনন্দন
হাসতে হাসতে পুরাই আউলা-ঝাউলা অবস্থা।
আদম-চরিত পুস্তক আকারে দেখতে চাই।
জিও বস !
ইটস ডিফ্রেন্ট
হাসতে হাসতে পুরাই আউলা-ঝাউলা অবস্থা।
আপ্নে আসলেই একটা অমানুষ।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
ব্লগবাড়ি । ফেসবুক
এদ্দিন পর আপনার হনলুলু জাগিয়া উঠিল, সুবোধ ভাই?
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
আহা! কতদিন পর আবার পড়লাম! আবার হাসলাম!
-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে
ফেসবুক পৃষ্ঠাটি এখন আর নেই?
রিপন
আবার পড়তে আসলাম।
-----------
চর্যাপদ
এইটার একটা ইংরেজি অনুবাদ করব ভাবছি। এই জিনিস খালি আমরাই পড়তে পারছি, কিন্ত অন্য ভাষার কেউ না, ব্যাপারটা মর্মান্তিক
আবারও পড়লাম, এখনের জন্যও মোক্ষম
facebook
নতুন মন্তব্য করুন