আদমচরিত ০৪৫

মুখফোড় এর ছবি
লিখেছেন মুখফোড় (তারিখ: মঙ্গল, ০৮/১১/২০১১ - ৪:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঈশ্বর গলা খাঁকরাইয়া কহিলেন, "ব্যাপার কী আদম, এই প্রাতঃকালে তোমার এইরূপ উত্থিত দশা কেন? চুরি করিয়া নিষিদ্ধ ফল ভক্ষণ কর নাই তো?"

আদম গোঁ গোঁ করিয়া কহিল, "ঈভের জামাকাপড় ঠিক নাই।"

ঈশ্বর কহিলেন, "তাই বলিয়া তুমি এইরূপে তোমার শ্রীলঙ্কাটিকে বাগাইয়া চলাফিরা করিবে?"

আদম কহিল, "কী করিব? ঈভ তাহার নিকটে ঘেঁষিতে দেয় না। তাহার সহিত কোনক্রমেই কোন কিছু ঘটিবার নহে। তাহাকে যতই তেলআবিব দেই না কেন, সে একটি জেরুজালেম!"

ঈশ্বর কহিলেন, "তোমাকে দুই দুইটি হস্ত নির্মাণ করিয়া দিলাম আদম, বিপদে আপদে কার্যে প্রয়োগ করিতে।"

আদম কহিল, "হস্ত পদ সকলই প্রয়োগ করিয়াছি প্রভু। উহাদিগের দিন শ্যাষ।"

ঈশ্বর কহিলেন, "এখন আমার দরবারে আসিয়াছ কী আবদার লইয়া?"

আদম কহিল, "আপনি ঈভকে পর্দা করিতে বলুন।"

ঈশ্বর কহিলেন, "ঈভ তো বস্ত্র আচ্ছাদন সকলই প্রয়োজনীয় পরিমাণে করে বলিয়া জানি।"

আদম কহিল, "উঁহু, তাহার বস্ত্র যথোচিত পরিমাণে নাই। খাটো কাঁচুলি পরিধান করিয়া সে তাহার তামিলনাড়ু দুটি ইচ্ছা করিয়াই প্রদর্শন করিয়া বেড়ায়। তাহার ঘাগড়াটিও তাহার বুন্দেলখণ্ডকে ঠিকমত আবৃত করে না।"

ঈশ্বর কাশিয়া কহিলেন, "আচ্ছা ঠিকাছে। আমি ফরমান পাঠাইতেছি। ঈভ এক্ষণ হইতে তামিলনাড়ু ও বুন্দেলখণ্ড আবৃত করিয়া চলাফেরা করিবে।"

দুইদিন পর আদম পুনরায় ঈশ্বরের দরবারে হানা দিল।

ঈশ্বর আরশে বসিয়া অস্বস্তিভরে নড়িয়া চড়িয়া কহিলেন, "ব্যাপার কী আদম? তুমি তোমার এডিনবড়াটি পুনরায় এইরূপ বাগাইয়া আমার দরবারে আসিলে যে?"

আদম গোঁ গোঁ করিয়া কহিল, "ঈভের জামাকাপড় ঠিক নাই প্রভু।"

ঈশ্বর চক্ষু মুদিয়া কহিলেন, "আমি ঈভকে ফরমান পাঠাইয়া হুকুম দিয়াছি সে যেন তাহার তামিলনাড়ু ও বুন্দেলখন্ড ঢাকিয়াঢুকিয়া চলাফেরা করে। গবাক্ষে উঁকি দিয়া আমি দেখিয়াছি, ঈভ আমার কথা মান্য করিতেছে। তাহার তামিলনাড়ু ও বুন্দেলখন্ড যথোচিত পরিমাণে আবৃত।"

আদম কহিল, "ঈভের নতুন বস্ত্রটি অত্যন্ত টাইট, জাঁহাপন! তাহার বস্ত্র তাহার তামিলনাড়ু ও বুন্দেলখণ্ডের উপর এমনরূপে আঁটিয়া থাকে যে আমি আমার নাগাসাকি নিয়ন্ত্রণ করিতে পারিতেছি না, সে শুধু ফুকুশিমা হইবার উপক্রম করিতেছে।"

ঈশ্বর গলা খাঁকরাইয়া কহিলেন, "হস্ত পদের প্রয়োগে সুফল ঘটিতেছে না?"

আদম গম্ভীর কণ্ঠে কহিল, "না!"

ঈশ্বর কহিলেন, "এখন কী করিব? আবদারখানা কী তোমার?"

আদম কহিল, "ঈভ যেন এখন শিথিল ঢিলাঢালা বস্ত্রাদি পরিধান করে খোদাবন্দ!"

ঈশ্বর কহিলেন, "ঠিকাছে। আমি ফরমান পাঠাইতেছি। ঈভ এক্ষণ হইতে ঢোলা আলখাল্লা পরিয়া চলাফেরা করিবে।"

দুইদিন পর আদম আবার ঈশ্বরের দরবারের দ্বারে ঘা মারিল। তবে হস্ত বা পদ দিয়া নহে।

ঈশ্বর দরজা খুলিয়া আঁতকাইয়া উঠিয়া কহিলেন, "ছি ছি আদম, তুমি তোমার হণ্ডুরাসটি এইরূপে বাগাইয়া পুনর্বার আমার পবিত্র দরবারে আসিলে যে? দশজন দেখিলে কহিবে কী?"

আদম গোঁ গোঁ করিয়া কহিল, "ঈভের জামাকাপড় ঠিক নাই মহাত্মন!"

ঈশ্বর চটিয়া উঠিয়া কহিলেন, "ঠিক নাই মানে কী? আমি তো অলিন্দ হইতে দেখিলাম, ফরমান পাইবা মাত্র সে একটি ঢোলা আলখাল্লা পরিয়া বাজারে বরবটি দরদাম করিতেছে!"

আদম কহিল, "উহার মুখ দেখা যায় জাঁহাপন।"

ঈশ্বর কহিলেন, "মুখ তো দেখা যাইবেই। মুখ দেখা না গেলে বুঝিবে কীরূপে যে এটি ঈভ?"

আদম কহিল, "জাঁহাপন, আপনি কি মনিকালিউয়িনস্কিলের ঘটনা সম্পর্কে অবগত?"

ঈশ্বর মাথা চুলকাইয়া কহিলেন, "উমমম, আচ্ছা, বটে?"

আদম কহিল, "হাঁ। কখনও কখনও মুখদর্শন করিলেও মোগাদিশু নিয়ন্ত্রণ কঠিন হইয়া পড়ে।"

ঈশ্বর কহিলেন, "আচ্ছা আমি ঈভকে ফরমান পাঠাইতেছি, সে মুখ ঢাকিয়া চলাফেরা করিবে।"

দুইদিন পর আদম ঈশ্বরের দরবারে পুনরায় হানা দিল।

ঈশ্বর ক্ষিপ্ত কণ্ঠে কহিলেন, "আদম, তোমার সমস্যা কী? তুমি আবার তোমার হাম্বানটোটা বাগাইয়া আমার দরবারে আসিলে যে?"

আদম গোঁ গোঁ করিয়া কহিল, "ঈভের জামাকাপড় ঠিক নাই প্রভু!"

ঈশ্বর হুঙ্কার দিয়া কহিলেন, "আবার কী সমস্যা তাহার জামাকাপড়ে? আমি তো দেখিলাম সে একটি বস্তায় ঢুকিয়া বুটের ডাল কিনিতে বাজারে আসিয়াছে!"

আদম কহিল, "নন্দন কানন বড় বাত্যাপ্রবাহময় অঞ্চল প্রভু। বাতাসে ঈভের বস্তাটি তাহার অঙ্গে এইরূপে মাখিয়া যায় যে তাহার মেদিনীপুর ও রাওলপিণ্ডি দুটি পরিষ্কার ঠাহর করা যায়।"

ঈশ্বর দন্ত কিড়মিড় করিয়া কহিলেন, "এখন কি নন্দন কাননে বাত্যাপ্রবাহ বন্ধ করিয়া দিবার আবদার লইয়া আসিয়াছ মর্কট?"

আদম গম্ভীর কণ্ঠে কহিল, "না। আপনি ঈভকে একটি ইস্পাতের সিন্দুকে ঢুকিয়া চলাফিরা করিতে আদেশ দিন।"

ঈশ্বর আরশের হেণ্ডুলে কীল মারিয়া কহিলেন, "ঠিকাছে! বলিতেছি! এইবার তোমার হনুলুলু নামাইয়া দূর হও!"

দুইদিন পর আদম পুনরায় ঈশ্বরের দরবারে গিয়া দণ্ডায়মান হইল। উভয়ার্থেই।

ঈশ্বরের চোয়াল ঝুলিয়া পড়িল। তিনি বিস্ফারিত নেত্রে আদমের পানে চাহিয়া কহিলেন, "তুমি কী ভক্ষণ কর বল দেখি? আবার তুমি তোমার লিভারপুল বাগাইয়া আমার দরবারে হাজির হইয়াছ?"

আদম বাষ্পরুদ্ধ কণ্ঠে কহিল, "ঈভের জামাকাপড় ... !"

ঈশ্বর হুহুঙ্কারে কহিলেন, "ঠিক নাই? ইস্পাতের নিরেট সিন্দুকে তাহাকে ঢুকাইয়াছি, দুইটি স্বর্গদূত ঠ্যালাগাড়িতে করিয়া সেই সিন্দুক লইয়া বাহির হয়, তারপরও ঠিক নাই?"

আদম গোঁ গোঁ করিয়া কহিল, "ইস্পাতের সিন্দুকটি বড় মনোহর!"


আদমচরিতের একটি ফেসবুক পৃষ্ঠা খুলিয়াছি। পাঠকেরা দলে দলে যোগদান মারুন।


মন্তব্য

অনার্য সঙ্গীত এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
ইয়াক্ষোদা! মুখারে গুরু গুরু

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনার্য সঙ্গীত এর ছবি

আবার পড়লাম! প্রভুখণ্ড! মুখা'র বেস্ট! গুরু গুরু

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

প্রভুখণ্ড! মুখা'র বেস্ট!

১০০% সহমত হাসি

নিটোল. এর ছবি

আবার পড়লাম! প্রভুখণ্ড! মুখা'র বেস্ট!

সহমত। চলুক

জি.এম.তানিম এর ছবি

গুল্লি

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

ত্রিমাত্রিক কবি এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সচল জাহিদ এর ছবি

হো হো হো গড়াগড়ি দিয়া হাসি হো হো হো
হাসি থামাইতে পারতাছিনা। অফিসের সহকর্মীরা আমার নামে নালিশ করলে কিন্তু মুখার খবর আছে কইলাম।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

যুধিষ্ঠির এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

মাবুদে এলাহি!!! অফিস টাইমে এইরকম লেখা কোন ভদ্রলোক পোস্ট করে!! মুখা'র বেস্ট!

তাসনীম এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

আদমের প্রভুখন্ডটি কাটিয়া দিলেই শুধুমাত্র ইহার সন্তোষজনক সমাধান সম্ভব।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

ন এর ছবি

চলুক

স্বাধীন এর ছবি

চলুক

শিশিরকণা এর ছবি

চলুক

সাচ্চা মুসলমানদিগের মুসলমানী উত্তমরূপে করাইয়া দেওয়া উচিত।

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

নিটোল. এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

ত্রিমাত্রিক কবি এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

নীলকান্ত এর ছবি

অ্যাঁ হো হো হো গড়াগড়ি দিয়া হাসি

ভূগোল তো দেখি থ্রিডি, তিন পয়েণ্টে গিয়া শেষ হয়।


অলস সময়

কল্যাণF এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু
গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
উত্তম জাঝা! গুল্লি ইয়েস বাঘ মামা, ইয়েস!!!

ইশতিয়াক রউফ এর ছবি

অমানুষিক বিনোদন দেঁতো হাসি

সজল এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
পরের ধাপে হয়তো এই সিন্ধুক মাটিতে পুতে ফেলা হবে, তখন মাটিতে গজানো ঘাস দেখেও আদমের উত্থান হবে।

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

দ্রোহী এর ছবি

সাক্ষাৎ প্রভুখণ্ড!

চুম্মারে মুখা, চুম্মা!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

দেঁতো হাসি

কৌস্তুভ এর ছবি

গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি

তানজিম এর ছবি

নাহ...আর পারিলাম না...এইবার বুঝি হইয়াই গেল

Masud এর ছবি

বিরাট বিনোদন হাসি

দিগন্ত বাহার* এর ছবি

গুল্লি গুল্লি গুল্লি
মুখা অন হিজ বেষ্ট! গড়াগড়ি দিয়া হাসি =)) গড়াগড়ি দিয়া হাসি

আরিফ এর ছবি

কসম খোদার ... চরম হইছে দেঁতো হাসি

যদি নারীরা শারীরিকভাবে শক্তিশালী হইতো পুরুষদের চেয়ে,তাইলে এই মেদিনীপুর, রাওয়ালপিন্ডির আভাস পাইলেই দন্ডায়মান হইয়া যাওয়া হনুলুলু নিয়া বহুত বিপদে পড়তাম, কারন তখন ঈশ্বর হইতো একজন নারী ... আর তার আইন-কানুনও হইতো সেইরকম

দ্রোহী এর ছবি

আপনে কি বলতে চান ঈশ্বর একজন ব্যাটাছওল, তার উরুসন্ধিতে একটা লাঠি গোঁজা আছে? চোখ টিপি

কৌস্তুভ এর ছবি

লাঠি, নাকি কাঠি? চোখ টিপি

আরিফ এর ছবি

তাইতো মনে হয় চোখ টিপি

আব্দুর রহমান এর ছবি

নির্দোষ শহরগুলোর নামের মাঝে যে এতো কাম লুক্কায়িত তাহা এতদিন বুঝি নাই।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

সকাল সকাল এরকম অসাধারণ স্যাটায়ার একমাত্র মুখফোড়ই উপহার দিতে পারে গুল্লি গুল্লি গুল্লি

পাঁচ তারায় পেষাচ্ছে না! এ্যাডমিন-এর কাছে তারার সংখ্যা বাড়ানোর দাবী উত্থাপন করা হোক!!!

দময়ন্তী এর ছবি

ওরে বাবারে মা'রে রাঙা মাসিরে সেজপিসেরে গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

নিটোল. এর ছবি

ভাই, মাফ করেন, কম্পুর সামনে তো ঠিকমতো বইসা থাকতে পারতাসি না, হাসতে হাসতে শ্যাষ! গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

অরিত্র অরিত্র এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গুল্লি

দ্যা রিডার এর ছবি

হ ... তাসনিম উপ্রে ঠিকই কইসে । গড়াগড়ি দিয়া হাসি

পাঠক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি হাসতে হাসতে মরে গেলাম !

পদ্মজা এর ছবি

গুল্লি গুল্লি গুল্লি
শয়তানী হাসি শয়তানী হাসি শয়তানী হাসি
এই লেখাটা ছাগুদের গলায় লটকায়ে দেয়া যায়না?

মিলু এর ছবি

উত্তম জাঝা! গুরু গুরু

সপ্তর্ষি এর ছবি

গুল্লি গুল্লি গুল্লি গুল্লি

ফাজিল এর ছবি

বেপুক মজা পাইলাম আদম ভাই, চালাইয়া যান, আমরা সব আদম আছি আপনের সাথে।

তানিম এহসান এর ছবি

সেইরকম হয়েছে এটা। ‘অতিথি’, ‘মানুষ’, ‘মানব’, ‘অন্য কেউ’ - এইসব নামের আড়ালে যেসব পশুপ্রাণী সচলে এসে মন্তব্য করে যায়, তাদের জন্য এইটা একটা চরম জবাব। বাসার মানুষজন বহুদিন এইভাবে আমারে হাসতে দেখে নাই, হাহাহাহাহাহা .....

রায়হান আবীর এর ছবি

শেষ লাইন পড়ে ভাষা হারায়ে ফেললাম- একশ গ্রাম (গুড়)

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এইটা অমানুষিক হইছে... গইড়ায়া হাসতেছি

______________________________________
পথই আমার পথের আড়াল

sanjida এর ছবি

আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা লেখার জন্য ... আমার রাগগুলো যেন পড়তে পারছি গড়াগড়ি দিয়া হাসি

অরফিয়াস এর ছবি

কোলাকুলি বুকে আসো ভাইটি ..... আহা কি লিখিলা ... গুরু গুরু

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

কী কমু এর ছবি

এই প্রথম মনে হল, বাংলা ভাষাটা পড়তে জানি বলে আমি কত ভাগ্যবান। নইলে একজীবনে এরকম স্যাটায়ারের মুখোমুখি হওয়া বুঝি সকলের ভাগ্যে জোটে না। এরকম হাসি কি গত দু'দশ বছরে একবার হেসেছি? মনে পড়ে না। আবার কবে হাসব, সেকথা মুখফোড়দাই বলতে পারবেন। অসাধারণ আপনার রসবোধ, যে মার্গে বসে আছেন, সেখানে আর কেউ পৌঁছোয়, সাধ্য কি? চালিয়ে যান হে দাদা।

মাহবুব লীলেন এর ছবি

আহা

আনাস এর ছবি

হাসতে হাসতে হাত ব্যাথা কইরা ফালাইলাম !!!! (মানে টেবিল চাপরাইসি আর কি)

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

"ইস্পাতের সিন্দুকটি বড় মনোহর!"

সেটাই!

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

তাপস শর্মা  এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গুল্লি গুল্লি গুল্লি

মুহিত হাসান  এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি উত্তম জাঝা! উত্তম জাঝা! গুল্লি গুল্লি (গুড়) (গুড়)

গদাম এর ছবি

পইড়া সেরম মজা পাইছি! গদাম! গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গুরু গুরু গুরু গুরু

Foisal Masum এর ছবি

Salute!!..দেঁতো হাসি

অকুতোভয় বিপ্লবী এর ছবি

(বাংলায়)

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

কাউসার রুশো এর ছবি

কোপাকোপি!!! গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

অছ্যুৎ বলাই এর ছবি

ঈভকে সিন্দুকসহ চাঁদে পাঠালেও আদমের সমস্যার সমাধান হবে না, অমাবশ্যা পূর্ণিমায় তার দিকদর্শন যন্ত্র বিপবিপ করতে থাকবে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

কল্যাণF এর ছবি

গুল্লি

রাজিব মোস্তাফিজ এর ছবি

চলুক

----------------------------------------------------------------------------
একশজন খাঁটি মানুষ দিয়ে একটা দেশ পাল্টে দেয়া যায়।তাই কখনো বিখ্যাত হওয়ার চেষ্টা করতে হয় না--চেষ্টা করতে হয় খাঁটি হওয়ার!!

বিলাস এর ছবি

ঘটনা সত্য । ওইটাই আসল কথা

ইস্পাতের সিন্দুকটি বড় মনোহর!


(গুড়) উত্তম জাঝা! গুল্লি গুরু গুরু

হেমন্তের ঘ্রাণ এর ছবি

দুর্দান্ত বললেও কম বলা হয় !! হনলুলু , হাম্বানটোটা , শ্রীলংকা , মুগাদিশু ...... এইসব দেশের মানুষরা কিন্তু ছাগুদের মতন চাপাতি হাতে তেড়ে আসবে এই লেখা পড়ে !! দেঁতো হাসি দেঁতো হাসি দেঁতো হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুল্লি গুল্লি

KamrulHasan এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

ইস্পাতের সিন্দুকটি যে দালানে রহিয়াছে তাহার প্রতিটি জানালা, প্রতিটি বেলকুনিও বড়ই মনোহর...

ওসিরিস এর ছবি

হা হা হা... এইটা কি পড়লাম!!! আদম ব্যাটা পুরাই একটা বেলুচ সেনা।।

kaniz fatema এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

স্পর্শ এর ছবি

গুরু গুরু


ইচ্ছার আগুনে জ্বলছি...

সাবিহ ওমর এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু
এক্কেবারে গেটিসবার্গ!

অনুপম ত্রিবেদি এর ছবি

পুরা মাক্ষন রে মুখা ... গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

গৌতম এর ছবি

-

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মুজিব মেহদী এর ছবি

সুলিখিত বোরকাপুরাণ।

লেখাটায় আদমানুরাগী ঈশ্বর এক মহা ফালতু লোক হিসেবে চিত্রিত হয়েছেন। তাঁর বিচার রীতিমতো পক্ষপাতমূলক। ঈভের শরীর সমস্ত সংস্কার কাজের একমাত্র ক্ষেত্র হবে কেন? আদমদণ্ডের আগায় হিমালয় পর্বত বেঁধে দিলে কোনো সমস্যা ছিল না, বরং সেটাই সংগত ছিল।

সাত্যকি. এর ছবি

কি? মানুষ আপনে না অন্য কিছু?

তারেক অণু এর ছবি
মৃত্যুময় ঈষৎ(অফ্লাইন) এর ছবি

গুরু গুরু উত্তম জাঝা! গুল্লি সাক্ষাৎ প্রভুখণ্ড!!! বেস্ট অব বেস্টস।

কল্পনা আক্তার এর ছবি

অমানুষিক! গড়াগড়ি দিয়া হাসি


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

আইহন এর ছবি

খাইসে!

আমি তোমাদেরই লোক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
সিরাম হইয়েচে গো ভাই... শেয়ার কইরালাইলাম...

সবজান্তা এর ছবি

হাসতে হাসতে হেঁচকি উইঠা গেলো

আশফাক আহমেদ এর ছবি

এইটা একটা ক্লাসিক হইসে

-------------------------------------------------

ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ !
আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !

সাদাকালো এর ছবি

শ্রীলঙ্কা, এডিনবড়া, নাগাসাকি, হন্ডুরাস, মোগাদিশু, হাম্বানটোটা, হনুলুলু, লিভারপুল
গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

আপনার নাম লিখুন এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

"আপনার নাম লিখুন" অংশে নিজের নাম লিখতে হবে, এইটা বুঝতে পারেন নাই কেন?
মডারেশন থেকে এইরকম মন্তব্য ছাড়ারই বা দরকার কী? এখানে তো নতুন বা জরুরি কোন কথাই নাই! শুধুমাত্র একটা স্মাইলি!

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ত্রিমাত্রিক কবি এর ছবি

আমার মনে হয়, ওই ঘরটা খালি রাখাই সবচেয়ে ভাল, কিছু না লিখলে মন্তব্য পোস্টই হবে না।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

একলব্য এর ছবি

ভাই আপনি তো খুন করে ফেললেন। হা হা ম গে

মূর্তালা রামাত এর ছবি

মারাত্মক....

মূর্তালা রামাত

পাজানি পথিক এর ছবি

অস্থির মাস্টারপিস!!! ইয়া আলী!!! পাজানির হলুদ সালাম!! গুল্লি গুল্লি গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

CannonCarnegy এর ছবি

ভাই এইটা কি লিখসেন, অফিসে মুখ চেপে ধরে হাসতে আছি, গোঁ গোঁ শব্দ হচ্ছে। বেস্ট!! গড়াগড়ি দিয়া হাসি ইয়েস বাঘ মামা, ইয়েস!!!

মন মাঝি এর ছবি

পরশুরামের কথা মনে পড়ে যাচ্ছে!

তবে একটা কৌতুহল জাগছে -- বিবর্তনের আদি পর্যায়ে, বা নিদেনপক্ষে আদি মানবসমাজে আদমের হনুলুলুর চরিত্র যদি এমন ফুকুশিমা মার্কা না হতো, তাহলে কি আদমের সুপুত্ররা একবিংশ শতকে তার কাণ্ডকারখানা নিয়ে এমন অসাধারন রম্যরচনা লেখার, পড়ার, বা পড়ে হাসতে হাসতে হিরোশিমা হয়ে যাওয়ার সুযোগ পেতেন? চোখ টিপি

****************************************

guest_writer এর ছবি

একমত; পরশুরামের সাথেই তুলনীয়... খুঁজে খুঁজে পড়ি!
চমৎকার লাগে।
রণ

সাঈদ আহমেদ এর ছবি

পুরা ঝাড়খন্ড!!

বাংলা স্যাটায়ারে ভাঁড়াতুল আম্বিয়াদের দিন শেষ...

-----------
চর্যাপদ

মাহবুব ময়ূখ রিশাদ এর ছবি

এটা বেস্ট হইসে এখন পর্যন্ত গুরু গুরু

------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !

ফারাবী এর ছবি

ফেসবুক পেজে 'লাইক' মারলাম, সেখানে যে প্রশ্ন করেছি তার পুনরাবৃত্তি করছি এখানেও- এই মাস্টারপিসগুলোর সংকলন বের করবেন কবে মুখফোড়দা? আর তো তর সয় না! মনে হচ্ছে কপি করে পিডিএফ বানায়ে প্রিন্ট করে নিজের ঘরে রেখে দেই (এই কথা কইয়া পাইরেসির ফান্দে পড়তে যাচ্ছি কিনা কে জানে!)। বাইরের দুনিয়া সমস্ত বিষ নিয়ে ভিতরে ছড়ালে বের করে করে পড়ব আর মু-হা-হা হাসব। মানুষের গরলকেও অমৃত বানাবার অসীম ক্ষমতা রয়েছে তা এই সিরিজে আরেকবার নিঃশেষে প্রমাণিত হল। এবং অবশ্যই লেখায় উত্তম জাঝা! গুল্লি

frdayeen (দায়ীন) এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি =))

সাইকো সুমন এর ছবি

ভাল লাগ লো। আরো চাই। আরো ধারালো।

অর্ক রায় চৌধুরী এর ছবি

চোখ টিপি

অভিন্ন পরম সত্তা এর ছবি

কি আর বলিব! যতই হেরি ততই দন্তসেট তাহার উপস্থিতি জানাইতে লিভারপুল হইয়া উঠে! অস্থির!!

সুহান রিজওয়ান এর ছবি

শিটিং অসাম ম্যান !!

গুরু গুরু

ত্রিনিত্রি এর ছবি

গুরু গুরু

পার্থ এর ছবি

গুরু গুরু (বাংলায়) গুল্লি ভাই pls আমারে অল্প বয়সে মাইরেন না......হাস্তে হাস্তে মইরা যামু তো...

দুষ্ট বালিকা এর ছবি

মাগো মা! মুখা সবডিরে এরম ভুরুঙ্গামারি দিবে এইয়া মনু আশা করিনাই!

গড়াগড়ি দিয়া হাসি দিলখুশ হইয়া গেসে একেবারে! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ধৈবত(অতিথি) এর ছবি

চলুক ভৌগলিক নামের প্রয়োগগুলা ভালো হইছে। আদমের আয়রন ফেটিশ থাক্তেই পারে, এটা কুনো ব্যাফার না।

ফাজিল এর ছবি

অসাম সালা গড়াগড়ি দিয়া হাসি

আলভী মাহমুদ এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

গুরু,আপনি মহান!হাসি থামাইয়া আর কিছু কমু নে পরে।

তবে হস্ত বা পদ দিয়া নহে

মইরা গেলে আপনি দায়ি থাকবেন,কইয়া গেলাম!

biobot এর ছবি

রাত প্রায় একটা বাজে।
পড়া শুরু করেছি সোয়া বারোটায়, শেষ করলাম বারোটা পঁচিশে।
কিন্তু হাসি থামাতেই আধা ঘন্টা পার !
হাসির চোটে বাড়ির সক্কলের ঘুম ভেঙ্গে গেছে। উফফ আপনি পারেন ও.........

হিমু এর ছবি

ইসলামি প্রেমের গান:

রুকুতে দাঁড়াও by royesoye

সুবোধ অবোধ এর ছবি

ওররররে আবেগ!!!!
হো হো হো

একাকী মানুষ এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

ভাই দিলখুশ হইয়া গেল ... ধন্যবাদ আপনাক

নতমুখে এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
হাসতে হাসতে আমি পুরা সুরুজ আলি।

মেঘা এর ছবি

অনেকদিন পর খুঁজে পেলাম লেখাটা!! আহা!! মধু মধু!

গুরু অসাধারণ!

অতিথি লেখক এর ছবি

আহা!! মধু মধু!

গুরু অসাধারণ!
বুড়া মোকবুল

বিশ্বামিত্র এর ছবি

অসাধারণ ! অসাধারণ !! অসাধারণ !!!

চারু হক এর ছবি

আদমের আদিম চরিত্র উন্মোচনে অদ্ভুত আদিরসাত্মক মজা পাইলাম। হাওয়া/ইভ এর টাতেও মজা পাওয়ার প্রত্যাশা থাকলো। লেখক সাহেবকে নিরন্তর অভিনন্দন

শামীম আহমেদ লস্কর এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
হাসতে হাসতে পুরাই আউলা-ঝাউলা অবস্থা।
আদম-চরিত পুস্তক আকারে দেখতে চাই।
জিও বস !
ইটস ডিফ্রেন্ট গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

আমার আমি এর ছবি

হাসতে হাসতে পুরাই আউলা-ঝাউলা অবস্থা। গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
গুরু গুরু

সাফিনাজ আরজু এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
গুরু গুরু গুরু গুরু গুরু গুরু
আপ্নে আসলেই একটা অমানুষ। দেঁতো হাসি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

শুভায়ন এর ছবি

হো হো হো গড়াগড়ি দিয়া হাসি দেঁতো হাসি গুরু গুরু আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সুবোধ অবোধ এর ছবি
সাক্ষী সত্যানন্দ এর ছবি

অ্যাঁ এদ্দিন পর আপনার হনলুলু জাগিয়া উঠিল, সুবোধ ভাই? খাইছে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মরুদ্যান এর ছবি

আহা! কতদিন পর আবার পড়লাম! আবার হাসলাম! গড়াগড়ি দিয়া হাসি

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

অতিথি লেখক এর ছবি

ফেসবুক পৃষ্ঠাটি এখন আর নেই?

রিপন

সাঈদ আহমেদ এর ছবি

আবার পড়তে আসলাম।

-----------
চর্যাপদ

তাশরীফ এর ছবি

এইটার একটা ইংরেজি অনুবাদ করব ভাবছি। এই জিনিস খালি আমরাই পড়তে পারছি, কিন্ত অন্য ভাষার কেউ না, ব্যাপারটা মর্মান্তিক

তারেক অণু এর ছবি

আবারও পড়লাম, এখনের জন্যও মোক্ষম

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।