এ সাহস, স্পর্ধা ছাগুগুলা পায় কৈ?
এই দেশে আজও তারা করে এত হৈ চৈ!
আমরা কি বলহারা না কি কারো শির নাই
না কি ছাগু বধিবার হাতে কোন তীর নাই!
টিকে আছে আদর্শ পায়ে দলে দেশটির
নাগাল না পাও তবু চর্ম বা কেশটির!
এইবার করো দয়া হর তার দর্প
না পারলে জনতার হাতে ভার অর্প।
মানুষের চেয়ে দেশে ছাগুরা কি কম নয়?
তবে কেন ভয় এত? ওরা ছাগু, যম নয়।
সকলেই মার খায়, রাজা তুমি চেয়ে রও!
কী দেখছি এই দেশে! হে ধরণী দ্বিধা হও!
ছাগুদের বিতাড়ন চায় আজ সকলে
সে দাবীতে রাজপথ জনতার দখলে।
তাদের এই রোষানল না কাউকে ছাড়ে না
জেগে ওঠা মানুষেরা হেরে যেতে পারে না।
মন্তব্য
পাঠের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
-acharjee
নতুন মন্তব্য করুন