শাহবাগ আন্দোলনের ১৭তম দিনে পুরো ২৪ ঘণ্টা প্রতি ৩০ সেকেন্ড পরপর ছবি তুলে বানানো হয়েছে প্রায় দুই মিনিটের এই টাইম-ল্যাপস ভিডিওটা। শাহবাগ আন্দোলনের বিশালত্বকে ধরে রাখার আরেকটা প্রচেষ্টা বলতে পারেন।
কাজটা ধার করে আনা একটা ডিএসএলআর আর ভাড়া করা লেন্স নিয়ে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির ছাদের উপর বসে বসে ধৈর্য পরীক্ষা দেয়া থেকেও ছিল বেশি কিছু। মহাসমাবেশের সময় ইয়া বড় বড় টিভি ক্যামেরা, সাংবাদিক, র্যাব, ডিবি পুলিশের সাথে ক্রমাগত ঝগড়া করে ছাদের উপর ফ্রেমের পাঁচটি হাত অমূল্য জায়গা হাতে হাত ধরে আগলে রেখেছে যত বন্ধুবান্ধব, তাদের নাম নিতে পারিনি এই স্বল্প দৈর্ঘের ভিডিও ক্লিপে। ক্ষমাপ্রার্থী সেজন্য। আমার ময়মনসিংহ মেডিকেল কলেজের বড় ভাই তার বন্ধুবান্ধবসহ হোস্টেলের পুরো রুমটাই ছেড়ে দিয়েছিলেন আমরা যেন প্রয়োজনে বিশ্রাম নিতে পারি, সেকথাও মনে থাকবে। কাজটা দলগত, সরাসরি যারা সাথে ছিলেন, তাদের নাম ভিডিওতে কৃতজ্ঞতার সাথে উল্লেখ করা আছে।
টাইম-ল্যাপস ভিডিওর সমস্ত কারিগরি দিক চিন্তা করলে এটা একেবারে নিখুঁত কাজ হয়েছে এমন দাবী করা যাবে না। রাতের কয়েকটা ফ্রেম ওভার এক্সপোজড হয়ে গেছে, সকালে আকাশে ওড়া কিছু কাক হঠাৎ চলে এসেছে ফ্রেমে, এক নাছোড়বান্দা ডিবি পুলিশ ফ্রেমের একেবারে কোনায় জোর করে এসেছেন মুহুর্তের জন্য। এসব ফ্রেম বাদ দেয়া যেত, ইচ্ছা করেই দিলাম না। শাহবাগ যা ছিল না, সেটা প্রমাণ করার ইচ্ছা নেই। সমস্ত ছোটখাট ভুলত্রুটি নিয়েও এখন যেমন জেগে আছে শাহবাগ, সেভাবেই জেগে থাক এ প্রজন্মের চেতনায়।
ভালো কোয়ালিটির জন্য HD ভার্শনটা দেখতে ভিমিওতে যেতে হবে, ফ্রি অ্যাকাউন্টের হ্যাপা। দেশেবিদেশে প্রচারের কথা মাথায় রেখে লেখাগুলো ইংরেজিতে দেয়া হয়েছে। সরাসরি ভিডিওর লিংক টুইট করতে চাইলে এই লিংকটা ব্যবহার করুন: http://vimeo.com/60279807
----------
ভিডিওটা ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে: http://www.mediafire.com/?x3jhhccux956ubu
মন্তব্য
(গুরু)
সবাই রিটুইট দ্যান প্লিজ https://twitter.com/royesoye/status/305096861373587456
এত ভাল হয়েছে যে প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি!
--------------------------------
বানান ভুল থাকলে ধরিয়ে দিন!
জ্ঞানী মানুষ
চমৎকার আইডিয়া।
ট্রাইপড এক/দুইবার এদিক সেদিক একটু সরেছে মনে হয়।
...........................
Every Picture Tells a Story
ব্যাটারি বদলানোর সময় একটু নড়ে গেছে মুস্তাফিজ ভাই। একটা ব্যাটারি গ্রিপও পাই নাই কারো কাছে খুঁজে
ছবি তোলার ব্যবস্থাটা দেখেন: http://d.pr/i/x92s
অসাধারণ, দুর্দান্ত !
কিছু কিছু মানুষ ভয়ানক রকম মেধা নিয়ে পৃথিবীতে আসে Mehdi Hasan Khan তাদের একজন। এই লোকটা যাই করে সব ‘অসাধারণ’
এটা অতিশয়োক্তি ভাই। পোস্টেই বলেছি, কাজটা কয়েকজন মিলে করা। ক্রেডিটটা সবাই পাবে
অতিশয়োক্তি নামে এই কঠিন শব্দটার মানে কি? ঠিক আছে তাইলে সবাইকে সমান ভাবে দূর দেশ থেকে শুভেচ্ছা রইল
দারুণ!!!
..................................................................
#Banshibir.
বস খোমাখাতায় শেয়ার করা যাবে ?
অবশ্যই! ইচ্ছামত শেয়ার করেন :D
বস , আবারও
জেন্ডার বদল করবি? তাইলে তোরে বিয়া করুম।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
দূরে থাক ব্যাটা!
আপনার যা কণ্ঠ হইসে, আপনিই বদলায় নেন।
--- ঠুটা বাইগা
অসাধারণ।
এক কথাই চমৎকার ।।।
বুঝাই যাচ্ছে বিশাল শ্রম ব্যায়ের চমৎকার ফসল-
_____________________________
আন্ধার মনের মানুষ
অসাধারণ!!!!!!!!!!
একেবারে রূদ্ধ-বাক হয়ে গেলাম!!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
আমার দেখা শ্রেষ্ঠ চিত্র হয়ে রইলো। সকালের পরে ধীরে ধীরে যখন মানুষ এসে যোগ দিচ্ছে, মনে হলো যেন একটি একটি কোষ মিলে তৈরী হচ্ছে একটা সম্পূর্ণ মানুষ, সম্পূর্ণ বাংলাদেশ।
অনেক ধন্যবাদ মেহদী এবং পুরো দলকে। সব জায়গায় ছড়িয়ে দিতে চেষ্টা করবো।
ভালো থাকুন, শাহবাগে থাকুন।
অসাধারন কাজ মেহেদী, অসাধারন । ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পার্ফেক্ট !
শুধু একটাই কষ্ট মনে । এই সময়ে শাহবাগ থেকে হাজার হাজার মাইল দূরে আছি । জননীর ছবিটা অদ্ভুতভাবে ঠিক জায়গায় আছে...মানুষের চোখে এত সহজে কেন এত জল আসে ? কোন মানে নেই, কোন মানে নেই...
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
অসাধারণ!!!!!
ইতিহাসের এই মাইলস্টোনকে ধরে রাখার জন্য এর চেয়ে চমৎকার ভিজ্যুয়াল হতেই পারে না। এটা ডাউনলোড করার কোন উপায় আছে?
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
ডাউনলোড লিংক: https://www.dropbox.com/s/oqmgkm5d2udwebc/Shahbag-An%20Ocean%20in%20the%20Making.mp4
অথবা: http://www.mediafire.com/?x3jhhccux956ubu
অসাধারণ। একেবারে প্রথম দিন থেকেই অসাধারণ সব ছবি পাচ্ছি আমরা মেহদীর কাছ থেকে। স্যালুট, স্যালুট।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
অসাধারণ
এতও ভাল লাগলো, তুলোনা হয়না ! অনেক ভালবাসা আপনাদের সবাইকে
অসাধারণ।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
অসাধারণ মেহদী।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
কিছু মানুষ আছে তারা সবসময় এমন কিছু কাজ করে যা অন্যদেরকে পথের আলো দেখায়। আপনি আর আপনার সহকর্মীরা সেই দলের লোক।
অন্যরকম একটা ভিডিও, অসাধারণ আইডিয়া, আর দারুণ দক্ষতা নিয়ে ধারণ করা। আপনাকে স্যালুট না করে পারছিনা।
শেয়ার দিলাম বস।
এই পোস্টে কমেন্ট করার ভাষা আমার নেই।
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
ভাষা হারিয়ে ফেলেছি।
দুর্দান্ত। গর্ব হচ্ছে এ জন্য যে ঐ জনস্রোতে আমিও মিশে ছিলাম। মেহেদী, আপনাকে মনে রাখবে শাহবাগ।
অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
WOW!
এটা একটা দলিল। হ্যাঁ, ঐতিহাসিক দলিল। এটাকে ছড়িয়ে দিতে হবে সারা বিশ্বে। সবাইকে দেখিয়ে দিতে হবে আমরা জেগে আছি, এবং জানিয়ে দিতে হবে কেন জেগে আছি।
কিছু তথাকথিত নিরপেক্ষ সংবাদমাধ্যম আর কিছু শুয়োরের বাচ্চা তারপরও বলবে শাহ্বাগ ফটোশপের কারসাজি। সেটা তারা বলবেই। শুয়োরের বাচ্চা কি আর মানুষ হয়!
অটঃ মেহ্দীকে নিয়ে অবাক হওয়া আমি ছেড়ে দিয়েছি। মিছিলে হাত-পা-কণ্ঠ অনেকেই মেলায়, তবে মশাল নিয়ে সামনে পথ দেখায় একজনই।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
অনেক ধন্যবাদ পাণ্ডবদা। আপনার মন্তব্যগুলো সবসময় প্রেরণা যোগায়
বুকটা ভরে দেখলাম, মেহদি ভাই!!
_____________________
Give Her Freedom!
আমি ভিডিওটা দেইখা পুরা মাননীয় স্পিকার হয়া গেলাম !!!
এইটা করছো কী ম্যান! তুমি, রিফাত, দুশ্চরিত্র বন্ধু আশরাফুল, সাকিব সহ যারাই এইটা পিছে ছিলা, সবাইরে হ্যাশ, অ্যাস্টেরিক, ডলার, পাউন্ড, পার্সেন্ট সব সাইন সহ রেস্পেক্ট !
অমানুষিক !
অলমিতি বিস্তারেণ
ইতিহাসের অমূল্য দলিল হয়ে থাকবে এই ভিজ্যুয়াল আর এর ধারক হিসাবে তোমরা!
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
ভাইয়া এতো ভাল লাগলো যে বলার ভাষা পাচ্ছি না। অসাধারন আপনাদের দক্ষতা। বাংলাদেশি রা কি পারে না।
পোস্টে ভিডিও দেখি না (এই সমস্যা আর কারো আছে নাকি? কিউবি'র লাইন ব্যবহার করি)। তাই ভিমিও থেকে ডাউনলোড দিলাম।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
আমারো হয়েছে কয়েকবার। নিশ্চিত না, মনে হয় গুগল ব্লকের সাথে জড়িত। গুগল অ্যানালাইটিক্স স্ক্রিপ্ট লোড করার সময় আটকে থাকে।
কোনওভাবেই সাধারন নয়, অসাধারন!! অসাধারন!! [#হ্যাঁশ রেসপেক্ট]
- প্রকৌশলী আবু জান্নাত
অন্যরকম একটা ভিডিও, অসাধারণ!
শাহবাগ জেগে আছে!
কোন কোন ছবি ইতিহাসের অংশ হয়ে ওঠে।
এই ভিডিওতে সেই উপাদান আছে।
ফেসবুকে শেয়ার দিলাম।
অসাধারণ, অসাধারণ, অসাধারণ...
দুর্দান্তিস। আপনাকে সব ফটোগ্রাফারকে শ্রদ্ধা
---------------------
আমার ফ্লিকার
অসাধরণ।
বলার মত কোন ভাষা নেই। জাস্ট স্পিচলেস...
অসাধারণ একটা কাজ হয়েছে। সমস্ত ফটোগ্রাফারদের অনেক শ্রদ্ধা জানিয়ে গেলাম
ডাকঘর | ছবিঘর
অসাধারণ!
ম্যান, অসাধারণ, অসাধারণ একটা কাজ করেছ।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
অসাধারণ
চমৎকার একটি কাজ। মেহদি হাসান খান, অনেক ধন্যবাদ আপনি ও আপনার সহযোগীদের।
অনেক ধন্যবাদ
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
অসাধারণ...
অনেক ধন্যবাদ লিখা এবং ছবির জন্য।
দারুণ! দারুণ!!
ইউটিউবেও আপলোড করার অনুরোধ রইলো।
পুরা গ্রুপটারে একটা আভূমি প্রণাম.... দুর্ধর্ষ একটা কাজ...
প্রশংসা শব্দটা আপনার জন্য কম হয়ে যায় আসলে।
পুরো টিমকে
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
--- ঠুটা বাইগা
অসাধারণ
ভাষা হারিয়ে ফেলেছি
সত্যিই দারুণ হয়েছে। মিউজিকটা কোত্থেকে নেয়া জানার ইচ্ছে করছে খুব।
দুর্দান্ত, অসাধারণ।
যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ...
কনসেপ্টটা দারূণ হয়েছে
অপেক্ষায় আছিলাম এইটা দেখার। সেদিন রাতে তারেকের সাথে দেখা হইছিলো, কইলো তুমি আর আশরাফ ছাদে আছো
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
আপনাদের কষ্ট আজ সত্যিই সার্থক হয়েছে। এক কথায় অসাধারণ।
পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ।
অসাধারন মেহদী, অসাধারন।
______________________________________
পথই আমার পথের আড়াল
এত চমৎকার সব মন্তব্য! আলাদা করে যে সবাইকে ধন্যবাদ দিব সে ভাষাই তো জানি না। এখানেই তাই কৃতজ্ঞতা জানালাম; দেখার জন্য, দেখানোর জন্য, ছড়িয়ে দেয়ার জন্য, উৎসাহ দেয়ার জন্য।
ভালো থাকুন সবাই
আমি দেখি আর টোন টা ফুল ভলিউমে শুনি, গায়ের রক্ত গরম হয়ে যায় ।
হ্যাটস অফ বস ।আপনে আসলেই বসদের বস।
-মনি শামিম
অসাধারন। অনেক ভালবাসা রইল।।।।।।
কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। পুরা দলের জন্য শ্রদ্ধা রইল।
এই কাজটি ইতিহাসের অংশ হয়ে রইল।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
অপূর্ব, অনন্য কাজ।
প্রশংসা করে কিছুই বোঝানো যাবে না, তবু হাজার বার অনেক অনেক প্রশংসা করতে ইচ্ছা করে।
এ তো ইতিহাসের দলিলই শুধু না, এক নতুন শক্তির সূচনা। জয়ী হোন।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
বারবার দেখছি। সবাইকে ডেকে নিয়ে দেখাচ্ছি।
কোনদিন আপনার সাথে দেখা হলে আপনার যেইটা ইচ্ছা হয় সেইটা খাওয়াব।
ইয়েস দ্য ডার্ক নাইট রাইজেস ইন দ্য ইস্ট
সেদিন সারা রাত শাহবাগে ছিলাম, শুনলাম আপনি কাজে ব্যস্ত তাই আর বিরক্ত করি নাই। সামনে সপ্তাহে দেখা হবে আশা রাখি-
facebook
ভাবতেই গর্ব হচ্ছে, এই বিন্দুগুলোর মধ্যে কোনো একটা আমি।
এই অসাধারণ কাজটায় জড়িত সবার জন্য শ্রদ্ধা।
ইচ্ছার আগুনে জ্বলছি...
টাইম ল্যাপস্ বানানো কম ঝামেলার না! দারুন কাজ করেছেন... ভিডিওটি ফেসবুকে দেখেছি, নামানোও আছে। তবে হাই ডেফিনিশন দেখার মজাই আলাদা! ধন্যবাদ মিডিয়াফায়ার লিঙ্কটির জন্যে।
অসাধারন কনসেপ্ট
সেদিন রাতে ছাদে যাওয়ার কথা বলছিল মনিকা দি, গেলে ভালো হতো মনে হচ্ছে। আপনার সাথে দেখা হতো।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
অসাধারণ!
অসাধারন কাজ মেহেদী, অসাধারন । ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পার্ফেক্ট !
এম,এম,আর,জালাল
অসাধারণ!
অসাধারণ কাজ। স্যালুট।
হিমাগ্নি
অসাধারণ একটা কাজ, ফিরে ফিরে দেখার আর দেখানোর মত।
এবং এ লেখাটার অনুবাদিত রূপ থাকাটা জরুরী।
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
Osadharan Vaiya... Ek kothay osadharn.... Salute Vaiya....
নতুন মন্তব্য করুন