শাহবাগ আন্দোলনের স্ফূলিঙ্গের জন্ম ৫ ফেব্রুয়ারি, ২০১৩ থেকে। তারপর তা দাবানল হয়ে ছড়িয়ে পড়েছে সমস্ত বিশ্বের বাংলাদেশীদের মাঝে।
শাহবাগ একটি বিপুল গুরুত্ববহ ঘটনা। আমাদের দুর্ভাগ্য, সব সময়ই এমন গুরুত্ববহ ঘটনার সঠিক ইতিহাস লিপিবদ্ধ করার ব্যাপারে আমরা অবহেলার পরিচয় দিয়েছি। আর সে সুযোগ নিয়েছে প্রতিক্রিয়াশীল শক্তি। মুক্তিযুদ্ধের মতো ঘটনার ইতিহাসও শিকার হয়েছে বিকৃতির, অনেক কুতর্ক গড়ে উঠেছে একে কেন্দ্র করে।
শাহবাগের মতো বিশাল ঘটনাটির সঠিক ইতিহাস লিপিবদ্ধ করাও তাই আমাদের দায়িত্বের মাঝে পড়ে।
এখন আমাদের হাতে রয়েছে তথ্য প্রযুক্তির সুযোগ, তাই আমরা নিজেরাই যোগ দিতে পারি নিজেদের ইতিহাস রেকর্ডের কাজে।
নিচের ফর্মে আপনার অভিজ্ঞতার আওতায় থাকা ঘটনাগুলো যোগ করে দিন। আরো বিলম্ব হওয়ার আগেই।
আমরাই আমাদের ইতিহাসের প্রহরী।
মন্তব্য
আপনার বুদ্ধিটা ভাল লাগল । ইতিহাসের বিকৃতি একটি জাতিকে বিভ্রান্ত করার জন্য যথেষ্ট। বাংলাদেশ এক্ষেত্রে পিছিয়ে নেই। আমার ভাবতে লজ্জা হয় এ দেশে এমনও মানুষও আছে যারা জাতীয় পতাকা পুড়িয়ে ফেলতে পারে ! আমার মনে হয় এরা কেউ কোন দিন লাইব্রেরীতে যায় নি ।
এই আয়োজনটা চমৎকার। এটার আউটপুটটা সরলরৈখিক এবং একদম সিম্পল হলে ভালো হবে মনে হয়।
যারা এখানে তথ্য যোগ করবেন, আমার মনে হয় তাদের এটা জেনে রাখা ভালো যে, এখানে যে কোন ঘটনা যোগ করা যাবে, শুধুমাত্র বিশাল বা বড় বড় ঘটনা বা ঘোষনাগুলি নয়। উদাহরন হিসেবে, অমুক পাতিনেতাকে মঞ্চে উঠতে দেয়া হলো না, তমুক আন্দোলনকারীকে একজন রাজনৈতিক কর্মী হুমকি দিলেন - মানে ছোটখাটো পারিপার্শ্বিক ঘটনা গুলো যেন বাদ না যায়। এগুলো আপাত দৃষ্টিতে এখন জরুরী মনে না হলেও দীর্ঘ মেয়াদে গুরুত্বপূর্ণ
! একদম ঠিক, এগুলোও ইতিহাসের জন্যে খুব জরুরি উপাত্ত।
মনের কথা
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
খুবই চমৎকার উদ্যোগ এবং ভীষণ জরুরী।
৭১ এ সম্ভব হয়নি কিন্তু ২০১৩ তে ইতিহাসের প্রতিটা অংশ সঠিক ভাবে লিপিবদ্ধ করা উচিত।
ইতিহাস বিকৃতি বন্ধ রোধে সচলের এই প্রয়াসের জন্য সচলকে ধন্যবাদ।
সচলের একজন সদস্য হিসেবে গর্বিত। জয়তু সচলায়তন।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়োপযোগী উদ্যোগ। যোগ দিলাম।
এটা যে কি জরুরী, বলে বুঝানো যাবে না। ৩০ লাখ মানুষ যে মারা গিয়েছিল, এদের নাম ধাম কি আমাদের লিপিবদ্ধ করা উচিত ছিল না। সময়ে কেউ করেনি। এখন কাজটা অনেক বেশি কঠিন।
মানুষ লম্বা স্ট্যাটাস দিচ্ছে, এগুলা কপি করে এখানে পেস্ট করলেও তো পারে। ফেসবুকে লিঙ্ক শেয়ার করে সবাইকে তাই উপদেশ দিচ্ছি।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
মুক্তিযুদ্ধের চরমপত্রের আদলে শাহবাগ আন্দোলন নিয়ে চরমপত্র তৈরী করা হয়েছে। এখন পর্যন্ত ৫টি পর্ব তৈরী করা হয়েছে।
এখানে।
এ পোষ্টে আন্দোলনের ইতিহাস সমন্বয়ের যে ফরম্যাট দেয়া হয়েছে, সেখানে তো অডিও আপলোড করার ব্যবস্থা নেই।
একটু কষ্ট করে ফর্মে যোগ করে দিন। যেখানে বিস্তারিত লিঙ্কের অপশন আছে ওখানে অডিও লিঙ্ক দিয়ে দিলেই হবে। একটু বর্ণনা যোগ করে দিলে ভালো হয়। সবকিছু ঐ ডেটাবেজে যোগ হতে হবে।
ফর্ম অ্যাক্সেস করতে পারছি না। নানা ভাবে চেষ্টা করেছি। কিছুতেই কিছু হচ্ছে না।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
শাহবাগ আন্দোলন জেগে থাকুক, আমরা অতন্ত্র প্রহরী হয়ে থাকবো। আমরা কখনো মাথা নড়াবার নই।
অসম্ভব ভালো একটি কাজ হাতে নিয়েছেন, শুভকামনা, সাথে থাকব।
ফাহাদ রহমান খান কবির
খুবই কাজের একটা পদক্ষেপ, শুভকামনা থাকল।
প্রশ্ন ছিল কিছু।
১) আমরা কি পুরো কাজ শেষ হলে ইতিহাসের টাইমলাইনটা দেখতে পাব নাকি আগেই?
২) এমন হওয়া খুবই সম্ভব যে একই ঘটনা দুই বা ততোধিকবার এন্ট্রি হচ্ছে। এক্ষেত্রে কি ফিল্টারিং-এর ব্যাবস্থা করা হচ্ছে নাকি যতোবার এন্ট্রি হচ্ছে ততোবারই টাইমলাইন এ দেখাবে এক ঘটনা। এমন হলে কমপ্লেক্সিটি বাড়তে পারে কিন্তু।
৩) শেষটা ঠিক প্রশ্ন না। চিন্তা। ইতিহাস বিকৃতি সবখানেই হওয়া সম্ভব। যেহেতু এটা একটা গুগল ফর্ম যে কেউ পারবে নিজেদের এন্ট্রি দিতে, ছাগুরা দলে দলে উলটাপালটা তথ্য দিয়ে ভরে না ফেলে। যদিও আমার ধারনা ফাইনাল টাইমলাইনে যাবার আগে সব পোস্টই ভেরিফাই করা হচ্ছে, তাও মডুরা একটু খেয়াল রাইখেন।
ডেটাবেজটা গড়ে ওঠার পর ডেটা ভিজুয়ালাইজেশনে বিশেষজ্ঞ যাঁরা আছেন, তাঁদের সঙ্গে নিয়ে সর্বোত্তম একটি উপস্থাপনা প্রস্তুত করার চেষ্টা করা হবে।
একাধিক ভুক্তি সর্ট করার সময় ধরা যাবে।
ছাগুদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হবে।
উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী । সাধুবাদ জানায়।
ভবিষ্যতে ইতিহাস বিকৃত করা বন্ধ করে দিতে এই প্রয়াসের জন্য
সচলায়তনের একজন সদস্য হিসেবে গর্ব বহুদূর!
এটা কি শুধু শাহবাগে ঘটে যাওয়া ঘটনা, নাকি প্রবাসে আমাদের কার্যক্রম স্থান পাবে?
সারা পৃথিবীতে।
থুক্কু, ফর্মটা ঠিক মতো না পড়েই আগের প্রশ্নটা করেছি।
জমা দিলাম। কবে নাগাদ পাবো ?
আপনাকে এখানে দেখে ভাল লাগলো। জমা দেয়ার মতো আপনার হাতে তো অনেক কিছু ছিল/ আছে/ থাকবে। জমা দিতে থাকেন...
সারারাত শাহাবাগ থাকব। fasir rai nie utsab korbo, kinto ghore firbona. shahbage bose thakte hobe. ghore firle goto friday er moto ora abar baitul mukarram e gie bobabaji korar sujog pe e jabe............sobai sahbage thakun...................even if few, we have to be there. THE MOMENT WE PLAN TO LEAVE SHAHBAG, WE PUT THE BALL IN JAMATI COURT.....................DONT EVER LEAVE SHAHBAG EVEN FOR A SECOND
শাহবাগ একটি ঘটনা নয়, বরং সমন্বিত ঘটনার প্রেক্ষিতে আগতপ্রায় আলোকিত বাংলাদেশ গঠনের প্রয়াসে নেওয়া উদ্যোগের প্রারম্ভ, ভবিষ্যতে যা লিখিত হবে নব ইতিহাসের সূত্ররূপে ।
KAKA
@সন্দেশ,
গুগল ডক্স এর ফর্ম টি লোড হচ্ছে না, ব্ল্যাংক দেখাচ্ছে। হতে পারে কোন অনাকাঙ্খিত বাগ বা ক্যাশজনিত সমস্যা। আবার আশংকা হচ্ছে ছাগুরা হয়ত ডক্স ফর্মটি রিপোর্ট করে থাকতে পারে। এ ব্যাপারে সচল টেকনিক্যাল টিমের এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি।
উদ্দোগের জন্য সাধুবাদ রইল।
আশঙ্কার কিছু নেই। অন্য কোনো সমস্যা হচ্ছে হয়তো।
উপরের বক্তব্যর জন্যই জানতে চাচ্ছি, বিদেশের সহিংসতা প্রকাশের সাথে একাত্মতা প্রকাশের ঘটনাগুলো কি এখানে জমা দেওয়া যাবে।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
বিদেশের ঘটনাগুলোও গুরুত্বপূর্ণ। অবশ্যই থাকা উচিত।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
এই পোস্টটা স্টিকি থাকা দরকার। বারবার খুঁজে বের করার ঝামেলায় বাঙালি যাবে না। উপরে থাকলে নিয়মিত ঘটনা পোস্ট দিয়ে দেয়া যাবে।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
আমার বিবেচনায় সিরাজগঞ্জ থেকে গণজাগরণ কর্মীদের জন্য পাঠানো ৪০০০ দুধের পিঠার ঘটনাটা মনে রাখারমত।
কারন এই ঘটনাটা শুধু একটি মাত্র চেতনার সাথেই মেলে সেটি হলো আমাদের স্বাধীনতার যুদ্ধ।
কারন স্বাধীনতা যুদ্ধের সময় যেমন লোকজন কাউকে চিনতে চাইতো না মুক্তিযোদ্ধা শুনলেই তার জন্য কিছু করতে চাইত।
তেমনি ২০১৩ সালেও সেই সিরাজগঞ্জের চর থেকে শাহবাগের প্রজন্ম চত্তরের জন্য পিঠা তৈরি করে পাঠিয়েছে ।
কি অসাধারন অনুভূতি - এর এটাকে অনেকে বলার চেষ্টা করে টাকা দিয়ে শাহবাগ আন্দোলন করানো হয়েছে।
আমার সরল প্রশ্ন:
সেই সিরাজগঞ্জের চরের মহিলারা কি কারনে তাদের পিঠা পাঠালো । আন্দোলন সফল হলে ঐ মহিলারা এমপি নাকি মন্ত্রী হবেন?
রশিক রশীদ
অনেকদিন তো হয়ে গেল, এ কাজের আপডেট কি?
নতুন মন্তব্য করুন