"এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালী নয়কো, রক্তে রঙিন দান, দেখবে সকলে সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ"

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: শুক্র, ২৭/০২/২০১৫ - ১২:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ব্লগ লিখুন পাতাটা খুলে চুপচাপ বসে আছি। সকাল বেলা ঘুম থেকে উঠেই ফেইসবুকের এক গ্রুপে মেসেজ পেলাম অভিজিৎদার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। অভিজৎদাকে ফেইসবুকে মেসেজ করে কনটাক্ট চাইলাম। তখনও জানিনা কি ঘটেছে...

সারাদিন বাকিটা সময় থম মেরে বসে ছিলাম। কিছু করতে ইচ্ছা করছিলো না। বিকালে বসে বসে একটা গান লিখলাম অভিজৎদাকে নিয়ে। ভুল ত্রুটি সহ রেকর্ডও করলাম। খুব খারাপ লাগছে। দুঃখের চর্তুথ ধাপ থেকে বেরোতে ইচ্ছে করছে না।

মুক্তমনা

একটি অভিজিৎ ঘুমিয়ে গেলে হাজার অভিজিৎ জেগে উঠে
একটি মুক্তমনা বন্ধ হলে মুক্ত জনতা গর্জে উঠে॥ (২)

অভিজিৎ তুমি ঘুমাও শান্তিতে আজকে
জেগে আছি আমরা তোমার আলোক শিখা হাতে।
মুক্তমনা তুমি ঘুমাও শান্তিতে আজকে
জেগে আছি মুক্ত জনতা তোমার মুক্ত মঞ্চে।

ঘাতকের কলেমা তার হাতেই রক্তে ভিজে ধুলোয় মিশে
একটি কলম থামাবে বলে কুরানের শিক্ষাই গেলে ভুলে॥ (২)

অভিজিৎ তুমি ঘুমাও শান্তিতে আজকে
জেগে আছি আমরা তোমার আলোক শিখা হাতে।
মুক্তমনা তুমি ঘুমাও শান্তিতে আজকে
জেগে আছি মুক্ত জনতা তোমার মুক্ত মঞ্চে।

একটি পেন্সিল ভাঙ্গলে ঘাতক দুটো পেন্সিল উঠবে গড়ে
একটি বই পোড়ালে তুমি বইয়ের সাগরেই যাবে ভেসে॥ (২)

অভিজিৎ তুমি ঘুমাও শান্তিতে আজকে
জেগে আছি আমরা তোমার আলোক শিখা হাতে।
মুক্তমনা তুমি ঘুমাও শান্তিতে আজকে
জেগে আছি মুক্ত জনতা তোমার মুক্ত মঞ্চে।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

একটি পেন্সিল ভাঙ্গলে ঘাতক দুটো পেন্সিল উঠবে গড়ে
একটি বই পোড়ালে তুমি বইয়ের সাগরেই যাবে ভেসে॥

ওরা এই বিষয়টিই বুঝে না, দুনিয়াটা টিকে থাকতে হলে প্রগতিশীলতা দিয়েই টিকবে, তাই যা কিছু প্রাচীন, তার মৃত্যু ঘটিয়ে প্রগতিশীলতা বেঁচে থাকবে, একদিন এই বাংলাদেশেও সবাই মুক্তমনা হয়ে উঠবে, যদি সেই দিনটি পর্যন্ত বাংলাদেশকে বেঁচে থাকতে হয়!

অভিজিৎ-দার চশমা, মাথার খুলি বা আঙ্গুলের টুকরো রক্তে ভাসতে দেখে ওরা নিশ্চয়ই নিজেদের সফল ভাবছে, কিন্তু ওদের বদ্ধ মাথায় কখনই ঢুকবে না, অভিজিৎ-দার চিন্তা, যা তার বইয়ে আছে বা যা তিনি রোপণ করেছেন অসংখ্য মুক্তমনার মাঝে, তাকে রক্তাক্ত করা কিছুতেই সম্ভব নয়! সেগুলি আলোক জ্বালিয়ে যাবেই ঘুটঘুটে আর নিঃসীম আঁধারের যাত্রীদের পথ দেখাতে!

অন্ধকূপ

অতিথি লেখক এর ছবি

চলুক

দেবদ্যুতি

চরম উদাস এর ছবি

......

গগন শিরীষ  এর ছবি

মনটা ভারী হয়ে আছে।কিছু লিখতেও ইচ্ছে করছেনা।

আয়নামতি এর ছবি

মন খারাপ

অতিথি লেখক এর ছবি

"একটি পেন্সিল ভাঙ্গলে ঘাতক দুটো পেন্সিল উঠবে গড়ে
একটি বই পোড়ালে তুমি বইয়ের সাগরেই যাবে ভেসে॥"

সবার সাথে খুব বেশি পরিমানে ঝগড়া হচ্ছে এই ব্যপারটাকে নিয়ে। তার মধ্যে বিশুদ্ধ আওয়ামীলীগার!বিশু্দ্ধ ছাগু ও আছে। কিন্তু অনেক বিশুদ্ধ মুসলমানকে! বলতে শুনছি"শালা মালাউনের বাচ্চা কত্ত বড় সাহস ইসলাম নিয়া সমালোচনা করে"

হায় মালাউন!হায় ধর্ম!হায় অভিজিত দা!

------------
রাধাকান্ত

তানিম এহসান এর ছবি

মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।