সে বড় মায়াবতী ছিল।
সে ছিল ছায়াময় বৃক্ষের মত।
আমার যত অপরাধ কতদিন
আগলে রেখেছে বন্ধু আমার।
আমার কত নাঁকি কান্না মুছে
দিয়েছে মমতায়।
আমি আর কত কাঁদতাম
যতটা কাঁদিয়েছি তারে!
আমাদের শৈশবে কত বেলীফুল আর গোলাপের পাপড়ি ছড়ানো ছিল উঠোনে উঠোনে। আমরা হেটেছি ছায়ায় ঢাকা কত কত পথ। আমরা মায়ায় বেধেছি আমাদের কত কত শৈশব।
এখনও আমাদের পথগুলো আগেরই মত আছে, আমরা তবু হাটি অন্য পথে অন্য আগুনে পুড়ি আর দুর থেকে বলি ভাল থাকিস।
মন্তব্য
নতুন মন্তব্য করুন