গাদাগাদি ভিড়ে আমি দাঁড়িয়ে থাকি। আমার ঠিক পাশেই দাঁড়ান জননী
এক। পিঞ্জরায় বন্দি পাখি তার চোখ ভরা জলে তাকায় শীর্ন জননীর মুখে।
বড়ই আকুলি তার যদি ছুঁয়া যেত জননীর হাত, যদি সেই হাত একবার
আদরে আদরে তারে মায়ায় ভরিয়ে দিত...
মানুষের মুখ গুলো বড় অসহায় আর আমিও যেহেতু মানুষ তাই শুনি
তেলের লিটার আশি টাকা... চাল কেনাও বড় কষ্ট... তুই কেমন আছিস
বাপ... আব্বা রোজ রাতে কারা যেন ঘরের চালে ঢিল ছুঁড়ে...
এক দাগী আসামীর সাথে দুর্বল শরিরে ধাক্কাধাক্কি করে আমার
সামনে এসে দাড়ান আরেক ভয়ঙ্কর চাঁদাবাজ! মৌলী
ফোনে বাবাকে খোজ করে কীনা জানতে চান...
মন্তব্য
নতুন মন্তব্য করুন