এক.বেশ কামাচ্ছি বটে আজকাল!এক সময় অর্ধেক মাস গড়িয়ে গেলে আগের মাসের যা পেতুম ,মানসাংক না করেই বুঝি আজকাল দিন গড়ালেই একাউন্টে জমা হয় তার থেকে বেশি! গাড়িটা হয়েই গেল,বাড়িটাও হবো হবো করছে..বাবা বেচে থাকলে যতোটা না খুশি হতেন,তার থেকে বেশি হতেন অবাক!কেউ বলে ,'শালা দেখালো বটে',কারো আবার সরল মূল্যায়ন-'বৌ ভাগ্য একেই বলে!'দুই.ঘুম ভাঙলেই হলুদ সকাল।চার্জার থেকে মোবাইলটা খুলতেই ক্রিং ক্রিং..'হ্যালো' বললেই কানভরে যাবে সমস্যা বিবরণীতে।দুই কানে দুইটা রিসিভার ঝুলিয়ে রাখো,তার ফাকে আউটলুকে বিয়ালি্লশটা ই-চিঠি!চায়নায় নববর্ষের ছুটি পনের দিন-ফেব্রিক আসবে না সময়মতো..নিউইয়র্কে পুলটেস্ট ফেল করেছে বাচ্চাদের বোতাম,সিংগাপুরের জিপারগুলোর কোডনেমে ভুল দেখাচ্ছে..আর হংকঙয়ের প্রাইসট্যাগগুলো ডিএইচএল এর ফ্লাইটটা মিস করেছে গতকাল।একটা জাহাজ যদিও বা ঠেলেঠুলে বন্দরে ঢুকেছিল,ধর্মঘট ডেকে বসে আছে 19 নম্বর শ্রমিক ইউনিয়ন! কীবোর্ডে খট..খট..হ্যালো হ্যালো ..গাজীপুরে থাকলে চলবে না আধঘন্টার মধ্যে সুত্রাপুর পৌছানো চাই।উড়াল দিয়ে যাও না পাতাল দিয়ে, সেটা তোমার সমস্যা!দুপুরে ভাত খাস নাই...সে লাস্ট কবেই বা খাওয়ার সময় পেয়েছিলি বল্..?(প্রথমেই তো লিখলি শালা "বেশ কামাচ্ছি বটে আজকাল!"সেটা কি মাগনা আসে ??)তিন.রাত 9টায় ঘরে ফেরা।বেচারি বৌ এগিয়ে আসে ভালোবেসে..অর্ধযুগের অধিককাল প্রেম শেষে দুই বছরের সংসার। কত্তোদিন হয়ে গেল বেড়াতে যাওয়া হয়না,দিনে দেখা হয় এই প্রথম।বেচারিও খাটছে চরম..মাস কাবারি পুরো রোজগারটাই জুড়ে দিচ্ছে সংসার জোয়ালে।(বললি না.. গাড়িটা হয়েই গেল,বাড়িটাও হবো হবো করছে... সেটা তোর একার মুরোদে নাকি!)একটু সময় তো আশা করিস দুজনেই..কতোটুকুই বা সারাদিনে...।ব্যস ওদিকে বিধবা মা,ত্রি সদস্যের সংসারে বাকি দুইজন তো ঘরে নাই সারাদিন-তার কাছেও তো বসা চাই দ্ু দন্ড।এরই নাম সংসার...অতএব সবপর্ব শেষে রাত বারোটায় খাওয়ার টেবিল।আহা ,আজকাল আর মজা করে ঝাল মাংস খাই না।ভুড়িটা গজাচ্ছে যে,বয়েস হচ্ছে -কোলেস্টরেল আর বহুমূত্র দরজায় কড়া নাড়বে যে কোনদিন।বেছে বেছে খাও..শাকসবজি জাবর কাটো। তারপর ঘুমাতে যাও তাড়াতাড়ি,কাল ভোরে এয়ারপোর্টে হাজিরা-ডেলিগেট আসছে...।(রাত জেগে বই পড়ার কাল শেষ হয়েছে সে কবে...চার.আহা, কতোদিন টি.এস.সি-র দেয়ালে হেলান দেই না। বইয়ের আলমারিটা বানিয়েছি সেগুন কাঠের..কিন্তু অমিয় চক্রবতর্ীর পাতাগুলো পোকায় কেটেছে তারই ফাকে।কবিতা পড়ি না চারবছর কিন্তু বইগুলো যদি ছুয়েও দেখতে পারতাম!(নিজের ঘরেই তো থাকে,তবু যেন আজ অচেনা আগন্তুক,গায়ে হাত দিলেই ঘেন্নায় দুরে সরে যাবে..)পি.জি-র গেটে এখনও কি 'ডিম-পারাটা' বিক্রি হয় ?বিশ্ব সাহিত্য কেন্দ্রের ছাদে মামু কি এখনও সেই আখাস্তা আলুর চপ বিক্রি করেই যাচ্ছে?ভোরের কাগজের চারতলায় রাতচুক্তি আড্ডা শেষে খবরের কাগজের গাদায় কি গুটিশুটি মেরে ঘুমিয়ে থাকে কোন তরুন?এ বছর লালন মেলাটা যেন কবে...কুমিল্ল্ায় ঐ যে এক গ্রামে সারা বছর যাত্রাপালা হয়,দেখতে গিয়েছিলাম আমি আর মাসুদ ভাই-যাশ্শালা গ্রামের নামটাও দেখছি ভুলে বসে আছি-ওটা কি বোমটোম হজম করে বসে আছে নাকি আজও নিরাপদ!বিউটি বোর্ডিং-য়ে কাসার থালে ভাত খেয়ে নিজেকে সামসুর রাহমান ভাবার গরিমাটা কি আর কোনদিন পাবো?পাচ.'আমাকে নয় আমার আপোষ কিনছ তুমি'--সুমন চাটুয্যের ফাজিল সান্তনা!শরীরের চেকনাইটা তো দৃশ্যমান,নড়েচড়ে বেড়াচ্ছে যখন,লাশ ভেবে ভ্রম হওয়ার কারন নেই।ভেতরের আত্মাটা বায়বীয়,সেটা কে দেখতে যায় এই মঙ্গার বাজারে?জুডাসের কাছে আত্মা বিক্রী না করে কি আর সফল হওয়া যায়...(ঐ যে শুরুতেই বললাম... বেশ কামাচ্ছি বটে আজকাল!... গাড়িটা হয়েই গেল,বাড়িটাও হবো হবো করছে..)[ছবি:নেট]
মন্তব্য
নতুন মন্তব্য করুন