: কাল রাতে ভালো ঘুম হয়েছিলো?
: হ্যা....!
:নাইটগার্ডের হুইসেল,রাস্তার নেড়ি কুকুরটার অশুভ কান্না,খুব দূরে কোথাও ওয়াজ মাহফিলের অস্পষ্ট আওয়াজ...মাঝরাতে কারা যেন খুব হেসে হেসে যাচ্ছিলো পথ ধরে....অসুবিধা হয়নি ?
:আরে নাহ!আমার ঘুম খুব গভীর।এক ঘুমে রাত কাবার..।
:পরশু রাতে ভালো ঘুম হয়েছিলো?
: হ্যা....!
:তরশু রাতে ?অথবা তার আগের দিন....?
: হ্যা বাবা হ্যা !
--------আহারে আরিফ জেবতিক! আজকাল তুমি নি:সাড় ঘুমাতেও শিখেছো!!
শুধু ঘুমের ঘোরে স্বপ্ন দেখাই ভুলে বসে আছো বহুদিন........
মন্তব্য
নতুন মন্তব্য করুন