তোমাদের কারো শিরোনাম
আমার এখন আর মনেই পড়ে না।
বড়োজোর পিছু ফিরে তাকানোর অভ্যাসে,
হঠাৎ কোথাও অনুতপ্ত হাসি বিনিময়।
অবলুপ্ত স্মৃতি যেন সিড়ি
নেমে যায়,
যাচ্ছে।
বুকের বা দিকে কারা খুব ঝুকে পড়েছিলো,
এসেছিলো উজ্জ্বলে,প্রাঙ্গণে,হাওয়ায় হাওয়ায়?
মঙ্গলের মাটির মতোন তারা আজ ভীষন অচেনা।
রক্তের ভেতরে সকাল বিকাল খুব হুড়োহুড়ি,
বেড়ে যাচ্ছে ঘুমের ওষুধ
জ্বরতপ্ত ঠোটের দুকুলে
পাল তুলে দিচ্ছে কষ্টের জাহাজ।
কারা কাছে এসেছিলো?
কারা মিশেছে সুদূরে?
মনেই পড়ে না।
তবু কেন পাখিদের কাছে
ধার করা একটা জীবন
এলোমেলো করে দেয় হারানো পৃথিবী।
তোমরা জানো না
ডানা ভেঙে,আকাশ হারিয়ে
কবেই আমি পাতালে দিয়েছি ঝাপ....
(ইরাজ আহমেদ এর কবিতা থেকে।)
মন্তব্য
নতুন মন্তব্য করুন