কমেন্ট ব্লক করার অপশনটা ঘোষনা দিয়ে বলেছিলেন যে,প্রথম পাতা কাস্টমাইজ করার অপশনটা দিবেন শিগগীরই। সেই থেকে তীর্থের কাকের মতো অপেক্ষা করছি।
ইদানিং কিছু কিছু পোস্ট দেখে এমন বিরক্ত লাগে যে প্রথম পাতার দিকে তাকাতে রুচি হয় না ।এরই ফাকে হয়তো মিস করে যাই কিছু ভালো পোস্ট। তাই ইচ্ছে আছে নিজের পছন্দ মতো পাতাটাকে সাজিয়ে নেব।
প্রিয় হাসিন,আর কারো কথা জানা নেই, কিন্তু আমি সে সুদিনের জন্য অপেক্ষা করছি....
মন্তব্য
নতুন মন্তব্য করুন