শেখ হাসিনা সমীপে :একই ঘাটে সিংহের পানি খাওয়ার আবেদন

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: মঙ্গল, ২৬/১২/২০০৬ - ৩:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:


নেত্রী আপনাকে শ্রদ্ধা। আগের আমলে পরম প্রতাপশালীদের প্রতাপে বাঘে মহিষে একঘাটে পানি খেত,আর আজকাল আপনার বুদ্ধিতে বাঘে-মহিষে তো বটেই,মায় গাধা গরু শুকরের দল এক ঘাটে পানি খাচ্ছে,গোসল করছে,জলকেলিও করছে। আলহামদুলিল্লাহ!! আপনার তরক্কি আরো বাড়ুক, এই দোয়া করি।

আপনি ঠিক করেছেন যেকোন মূল্যে ক্ষমতায় যাবেন। বিষয় পরিষ্কার, রাজনীতি করতে হলে রাজা হতে হবে। রাজাই যদি না হলেন ,তো রাজনীতি করে আর কী ঘোড়ার আন্ডাটা পাবেন? আর রাজা হতে হলে কতো দিকে খেয়াল রাখতে হয়ে,তা কি আর আমরা আম পাবলিক জানি!!

এই যে, মোহাম্মদ (সা:) আল্লাহর শেষ রাসুল,এটা তো কোন আইনে লিখা নাই,তবু আমরা ছাগলের দল এতো দিন মেনে চলেছি। আপনিই প্রথম খেয়াল করলেন যে এই বিষয়ে আইন করার দরকার,সে মতে চুক্তিও করেছেন। শেষ রাসুল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকায় মোহাম্মদ ( সা:) এর যে গত চৌদ্দশ বছর ধরে বিরাট কোন অসুবিধা হচ্ছিলো তা আর আমরা বেকুবে কি জানতাম!অথচ আপনার খেয়াল কতো দিকে!

তাছাড়া এবার যদি ক্ষমতায় এসে ঠেলায় পড়ে বিচার বিভাগ আলাদা করতেই হয়, তাহলেও আপনার চিন্তা কী,এবার ম্যাজিষ্ট্রেট দের কন্ট্রোল না করে আপনি কন্ট্রোল করবেন মুফতিদের। একেকটা ফতোয়া দিয়ে আমরা ইনশাআল্লাহ হাজারি,শামীম ওসমান,তাহের মাহের যা আছে সবগুলোরে জায়েজ করে ফেলব।যে শালা উল্টাপাল্টা কথা বলবে,সে শালাই মুরতাদ। দোররা মেরে এদের ঠান্ডা করে ফেলব। আফসোস, শামসুর রাহমানটা মরে বেচে গেল। এই ব্যাটাকে তো আগেই মুরতাদ ঘোষনা করে রেখেছে আপনার শরিক দল,এবার ক্ষমতায় আসলে কয়েকটা দোররা পিটিয়ে ব্যাটাকে মেরে ফেলতে পারতাম।(হয়েইতো মরল,দোররা খেয়ে মরলে তবু ইসলামটা জিন্দা থাকতো।)

নেত্রী,বেআদবী নেবেন না, এতো দিকে খেয়াল রাখতে গিয়ে আপনার নিশ্চয়ই খুব ঝামেলা যাচ্ছে। আর তাই একটা জরুরী বিষয় আপনার দৃষ্টি এড়িয়ে গেছে। আপনার সার্কাসে গাধা আছে ,গরু,শেয়াল,শুকর এমনকি হায়েনার দলও এসে যোগ দিয়েছে। কিন্তু মহাপরাক্রমশালী সিংহ এখনও বাদ পড়ে আছে,এটা কি ঠিক হচ্ছে ???সিংহ ছাড়া কি সার্কাস জমবে?

জি্ব,আমি সেই মহাপরাক্রমশালী সিংহদের কথা বলছি। এদের শক্তিতে ভয় পেয়ে এদেরকে বেধে রাখা হয়েছে গত অনেকগুলো বছর। কিন্তু এতে কি আর সিংহ ,বেড়াল হয়ে যাবে ? জেলে বন্দী এই সিংহের ভয়ে হাইকোর্টের জজরা বারবার বিব্রত হয়েছেন। হবেন নাইবা কেন,একটা জাতির জনককে গুষ্টি শুদ্ধা একরাতে গাপ করেদিয়েছিল এই সিংহের দল। তারপরও বীরদর্পে দেশে বিদেশে স্বরাজ করে গেছে তারা। এই সিংহরা যদি না থাকতো,তবে কি আর বি.এন.পি র জন্ম হয়ে আপনার জন্য এখন গোদ আর বিষফোড়া হতে পারতো?

তাই হে মহামহিম নেত্রী,আপনি এই সমস্যার মূলে আঘাত করুন। এই সিংহদেরকে আপনার মহাজোটের নৌকায় তুলে নিয়ে নূহের প্লাবন উদ্ধার করে দিন। যে সিংহ দ্বারা বি.এন.পি জন্মজাত,সেই জনক যদি আপনার সাথে থাকেন,তবে বি.এন.পির মুখে চুনকালি পড়বে,সেটা আপনার কতো বড়ো বিজয় একবার ভেবে দেখুন। তাছাড়া ,এই সিংহদের মার্কাটা হচ্ছে কুড়াল,একটা নির্বাচনী মিছিলে যদি দুইশ কুড়াল নিয়ে এরা বের হয়,তাহলে লাঠি বৈঠার তুলনায় কতো যে ভালো হবে ,সেটা আপনার মতো মহা নেত্রীকে আমার মতো নাদান আর কী বুঝাবে?

অতএব হে নেত্রী আমার,আপনি অবিলম্বে ফ্রিডম পার্টিকে আপনার মহাজোটে জায়গা দিন।এরা নিশ্চয়ই আপনার প্রত্যাশা মেটাতে খেলাফত মজলিশের চেয়ে বেশী পারঙ্গম হবে।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।