[is=edr]Dcjw

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: মঙ্গল, ০৯/০১/২০০৭ - ৮:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

বুকেরও ভিতরে পাখি ঝিম মাইরা থাকে
গভীরও আন্ধারে পাখির আপনা মনে ডাকে।।

কতো হাস্য,কতো ভাষ্য,কতো লীলা খেলা,
সকলই ফুরাইছে, পাখি রইয়াছে একেলা।

ডানা ঝাপটাইযা যুদি আসমান যাইতো ধরা,
পক্ষির তবে কী হইতো, সংসার শিকল পরা !

শিকল পরিয়ারে পাখি বাচো চিরন্তন,
পুরান কালের দুষ্ক তোমার,তবু কেন্ আপন?


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।