আমরা এখন খাচ্ছি দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি টাইপের পোস্ট দিব[/গাঢ়]

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: শুক্র, ১২/০১/২০০৭ - ৫:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজ দুপুরে ভাত খেয়েছি।তরকারিতে লবন কম ছিল ,কিন্তু ভয়ে বউকে বলতে পারি নি। কারন দেশে এখন জরুরি অবস্থা চলছে,আমার বাক স্বাধীনতা বন্ধ!!!

(এটি একটি নির্জিব পোস্টের উদাহরন,আমরা এখন খাচ্ছি,দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি টাইপের পোস্ট দিব। কারন দেশে এখন জরুরি অবস্থা চলছে।)


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।