সমাজতন্ত্র কি আসলেই ব্যর্থ :আপনি কী বলেন ?

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: রবি, ২১/০১/২০০৭ - ৫:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

ধর্মনিরপেক্ষতা নিয়ে আমার ধারাবাহিক পোস্টের তৃতীয় পর্বে আমি সমাজতন্ত্র ব্যর্থ হয়েছে বলে একটি কথা লিখেছিলাম। আমার বন্ধু বাকী বিল্লাহ তার চমৎকার লেখনিতে এই কথাটির প্রতিবাদ করেছেন।

বাকী বিল্লাহর মন্তব্যটি পড়ার পর আমার মনে হয়েছে যে, সমাজতন্ত্র নিয়ে একটি বিষদ মূল্যায়নের প্রয়োজন আছে। রাষ্ট্রব্যবস্থা আর অর্থনীতি বিশ্লেষনে সমাজতন্ত্রের মতো এমন ঝড় তোলা মতবাদ মানব ইতিহাসে দ্বিতীয়টি খুজে পাওয়া যাবে না। বিশ্বের দেশে দেশে হাজার হাজার মানুষ সমাজতন্ত্র প্রতিষ্ঠায় অকাতরে প্রান দিয়েছে,অসংখ্য মানুষ তাদের সারাটা জীবনকে উৎসর্গ করে দিয়েছেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে।
সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্র ধ্বসে পড়েছে কিন্তু এখনও চীনে টিকে আছে মাথা উচু করে।

আসলেই কী এর সবকিছুই ফানুস ছিলো ?না কি সমাজতন্ত্র এখনও সবচেয়ে গ্রহনযোগ্য পন্থা ?

তথ্য ও তত্বের সংমিশ্রনে আপনাদের মন্তব্য জানতে আগ্রহী। জোর দিচ্ছি প্রয়োগ প্রক্রিয়ার ওপর। হতে পারে একটি একাডেমিক ডিসকাসন। শিখতে চাই মুক্তমনে.....

বাকি বিল্লাহর মন্তব্যটি নিচে তুলে দিচ্ছি :
''
বাকী বিল্লাহ বলেছেন:
2007-01-21 07:14:53

সমাজতন্ত্র গত শতাব্দীতে ব্যর্থ হয়েছে? আসলেই গত শতাব্দীর ইতিহাস তাই বলে? আমি স্বীকার করছিনা।
গত শতাব্দীতে সমাজতান্ত্রিক সোভিয়েতের পতন ঘটেছে। এটাই একমাত্র মাপকাঠি যে সমাজতন্ত্র গত শতাব্দীতে ব্যর্থ হয়েছে। এখনো মাথা উঁচু করে সামনে এগোচ্ছে সমাজতান্ত্রিক কিউবা, চীন, ভিয়েতনাম , উত্তর কোরিয়া। গত শতাব্দীর শেষ সময়েই প্রবল জোয়ার উঠেছে ল্যাটিন আমেরিকায়। সাম্রাজ্যবাদ বিরোধী সেই জোয়ার সমাজতন্ত্রেই কেন্দ্রীভূত হয়েছে। গত শতকের সেই জোয়ারেই আজ ল্যাটিন আমেরিকায় গড়ে উঠতে যাচ্ছে বৈষম্যহীন মুক্ত সমাজ। ভেনেজুয়েলা থেকে চিলি, বলিভিয়া সবখানেই যেন মুক্ত বাতাসের স্পষ্ট আওয়াজ পাওয়া যাচ্ছে। সমাজতান্ত্রিক চীন একটু সংস্কারবাদী ধারায় মার্কিনিদের একচেটিয়া আধ্যিপত্যের ঘাড়ের কাছে গরম নি:শ্বাস ছাড়ছে। ভারতের রাজনীতিতে সমাজতান্ত্রিক শক্তি সর্বভারতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে কখন? নেপালের বামপন্থীরা( মূলধারা ও মাওবাদী সহ) এখন সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। অথচ জেবতিক আরিফ, আপনি বলে দিলেন, গত শতাব্দীতে সমাজতন্ত্র ব্যর্থ বলে প্রমানিত হয়েছে। কি আশ্চর্য! কি যুক্তি? শুধুমাত্র মার্কিনিরাই এভাবে বলে শুনেছি।

সমাজতন্ত্র মতবাদটাই এমন যে একে সবসময় এরকম উথথান-পতনের মধ্যে দিয়েই যেতে হয়। এ মতবাদ নিজেই নিজেকে একটি অন্তর্বতীকালনি মতবাদ হিসেবে ঘোষনা করেছে।''


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।