বাবুরাম সাপুড়ে,
কোথা যাস বাপুরে ?
আয় বাবা দেখে যা,
দুটি ব্লগার রেখে যা,
যে ব্লগির চোখ নাই,মুখ নাই
দেখে না সে লেখে না,
কাউকে সে বকে না।
লেখে শুধু প্রেম প্রীতি,
সেক্স-এর রীতি নীতি
ক্যাটওয়াক হাটে সে,
সব কিছু চাটে সে;
করে নাকো গালাগালি
শুধু আছে গলাগলি
নেই কোন উৎপাত,
লেখে শুধু দুধভাত
সে ব্লগি জান্ত
সাইটে তারে আনতো
ভালোবেসে হোস্টিং
করি তার পোস্টিং !
(ফুটনোট :ওস্তাদ; হাত বাধুন,তবে পিছমোড়া করে বাধবেন না। অবিবাহিতদের হস্ত না না কাজে ব্যবহৃত হয়। সামনের দিকে হাত বাধলে তারা অন্তত কিছু জরুরি কাজ সেরে নিতে পারবে।)
মন্তব্য
নতুন মন্তব্য করুন