ঘঠনাসমূহ
এক
চট্টগ্রামের ফরমান রেজা লিটন আমার বয়েসী এক যুবকের নাম।
সংবাদপত্র পাঠকরা সবাই তাকে একনামে চিনে ।
লিটন এর পরিচিতি এসেছে বড়ো করুণ ভাবে।তার বাবা জামালউদ্দিনকে খুন করেছে বি.এন.পির এম পি সারওয়ার জামাল।তারপর লাশ গেড়ে রেখেছে এক দুর্গম পাহাড়ে।
আজীবন বি.এন.পি করেও মরহুম জামালউদ্দিনের কোন লাভ হয়নি। তার পেয়ারের ম্যাডাম, আচলতলে আশ্রয় দিয়েছিলেন খুনিকে।
এবার এসেছে নতুন সরকার। সেই নতুন সরকারের সময় এধরনের কেস নিয়ে একটু বিচার পাওয়ার আশা থাকে।
কেসের আপডেট জানতে গিয়ে দেখা গেল,হাইকোর্ট এই মামলা স্থগিত করে রেখেছে....
আমি মানসপটে দেখি এক অসহায় যুবকের করুণ মুখ.....রাস্ট্র যার পিতৃহত্যার বিচার করছে না....
দুই
গুলশানের এবাদ ভাই। আমার চোখের সামনে দেখতে দেখতে যে মানুষগুলো আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে তাদের একজন।
রাস্তা দখল করে বানিয়ে ফেলেছেন একাধিক দোকানের এক সারি। বড়ো বড়ো লোহার পিলার গেড়ে নয়লক্ষ টাকায় বিলবোর্ড ভাড়া দিয়েছেন। সিটি কর্পোরেশন তার কিছুই করতে পারছে না।কারন কালো সাইনবোর্ডে সাদা অক্ষরে লেখা আছে ' মহামান্য হাইকোর্টের স্থিতাবস্থা জারির নির্দেশ। নথি নং....স্মারক নং.....
তিন
একজন খুব প্রভাবশালী মানুষকে কৌশলে কাবু করে দূর্নীতি দমন কমিশন। চর্াজশিটও দেয়া হয় ঠিকমতো।
কিন্তু তারপর ...?
মামলা ঝুলে আছে আজীবনের জন্য।
স্থিতাবস্থা চলছে।
চার
ভোটারদের কাছে 8টি তথ্য জানাতে হবে প্রত্যেক প্রার্থীকে। এরকম একটা রায় দেয় হাইকোর্ট। কিন্তু আদতেই প্রার্থীদের বলতে হচ্ছে না তাদের শিক্ষাগত যোগ্যতা,আয়ের উৎস,সম্পত্তির হিসাব..
কারন ?
কোথাকার এক গ্রাম্য টাউটকে দিয়ে রিট করিয়েছে পলিটিশিয়ান টাউটরা।
ফলাফল সেই আগের মতোই ।'স্থগিত'।
নিদানকালের ভাবনা
এদেশে চোর বাটপারদের প্রটেক্ট করে হাইকোর্ট।
এদেশে পিতৃহত্যার বিচার বন্ধ করে দেয় হাইকোর্ট।
ইউরোপের বহুদেশে নাকি ব্লাসফেমি আইন আছে।তুমি চাইলেই ঈশ্বরে সমালোচনা করতে পারবে না।
আমাদের দেশে ব্লাসফেমি আইন নেই।আমাদের আছে 'আদালত অবমাননা আইন'। তোমার দেশে তোমার টাকায় পালিত বিচারালয়ের সমালোচনা করা যাবে না।
তবে কি হাইকোর্টই আমাদের ঈশ্বর ?
হে পাঠক ,আমাকে বলে দাও দয়াকরে।
আমি তবে হাইকোর্ট ভবন তাওয়াফ করে আসি।
বাঙালের ঈশ্বর দর্শন হোক।
মন্তব্য
নতুন মন্তব্য করুন