আজ আমাদের গার্মেন্টসের কর্মীদের বেতন বাড়ানো হলো।এবার এক নতুন কমর্ীর বেতন 1650 টাকা।
1.আগে তারা 300 টাকা ডিপিএস করতো মাসে। এবার করবে 500 টাকা।অর্থাৎ বছরে 5000 টাকার বেশি।
2.তারা পাকা লেট্টিন ব্যবহার করে।
3.তাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে। যদিও চাকরি যাওয়ার ভয়ে তারা প্রেগনেন্ট হতে চায় না।
4.তারা বাগিতে একটা জুৎসই ঘর বানাতে পারবে..
তো,
আমি যতোই গাড়ির মডেল বদলাই,গুলশানে ফ্ল্যাট কিনি,এক লক্ষটাকা মাসিক বেতনে বাচ্চা পড়াই,আপানাদের কী?
আমি তো অনেকগুলো দরিদ্রকে উপরে তুলে আনলাম। এবার আমারে একটা নোবেল দেন।
মন্তব্য
নতুন মন্তব্য করুন