কতোটুকু বেহায়া হলে বুদ্ধিজীবি হওয়া যায়?

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: বুধ, ১৪/০২/২০০৭ - ৪:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ড.কামাল হোসেন আমাদের বিরাট গর্ব। তিনি দেশের মানুষের জন্য কবে কোন উল্লেখযোগ্য কাজ করেছেন তা অবশ্য আমার জানা নেই।

কিন্তু তাকে নিয়ে যে ভাবে মাতামাতি হয় তাতে করে বুঝতে পারি, তিনি অত্যন্ত সজ্জন একজন ভদ্রলোক।

রাজনীতির দুবৃত্তায়ন নিয়ে তিনি এবং তার মতো আরো অনেকেই বড়ো চিন্তিত।'কালোটাকার প্রভাবমুক্ত নির্বাচন চাই ' বলে তার সযত্নে লালিত গলার রগ প্রায় ছিড়ে ফেলছেন।

ইন্টরেস্টিং বিষয় হলো সেই ড.কামাল হোসেন গত বছর এন.বি.আর-এর চাপে পড়ে 40 ল কালো টাকাকে সাদা করেছেন। এতে করে দেশের কতো টাকা ট্যাক্স এরা প্রতিবছর মেরে দিচ্ছেন তার একটা ুদ্র ধারনা পাওয়া যায়।

মানবাধিকার কর্মী ব্যারিস্টার তানিয়া আমীর এক কোটী কালো টাকা সাদা করেছেন। তালিকায় আছেন ড.এম জহির,খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ,ব্যারিস্টার আমীরুল ইসলামের মতো সুমীল সমাজের ধজ্বাধারী নেতৃবৃন্দ।

আমার একটা ছোট প্রশ্ন।

কতোটুকু বেহায়া হলে বুদ্ধিজীবি হওয়া যায়?
আমার একটু বুদ্ধিজীবি হওয়ার সখ কি না!

তথ্যসূত্র :[লিংক= যঃঃঢ়://িি.িধসধফবৎংযড়সড়ু.পড়স/হবংি.ঢ়যঢ়?রফ=135643্ংুং=3] দৈনিক আমাদের সময়'র একটা ছোট্ট খবর[/লিংক]


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।