যারা কালকে 'অপরবাস্তব' বইটির মোড়ক উম্মোচনে আসবেন,তাদের অবগতির জন্য :
1.চেষ্টা করুন বেলা 3টার মধ্যে মেলায় প্রবেশ করতে।এতে করে দীর্ঘ লাইন এড়াতে পারবেন।ভালো হয় 2.30 মিনিটের মধ্যে পৌছাতে পারলে।
2. বাংলা একাডেমির নতুন ভাষ্কর্য 'মোদের গরব'-এর সামনে সবার অবস্থান াকবে।তবে প্রচন্ড ভিড়ের কারনে সেখানে াকতে না পারলে,মসজিদের সামনের বাধাই চত্বরেও ব্লগাররা অবস্থান নিতে পারেন। সুতরাং ওখানে খুঁেজ আসতে ভুলবেন না।মসজিদের সামনের ঐ বড়ো স্থাপনাটিকে শহীদ মিনার ভেবে ভুল করবেন না। ওটা খালেদা জিয়ার একটি ভিত্তি প্রস্তর। {এটি এতো বড় কেন,বা এটি দেখতে শহীদ মিনারের মতো কেন,তা অবশ্য আমি জানি না।তবে ওখানে বসে আড্ডা মারা জায়েজ আছে। }(বাথরুম আর সিগারেট খাওয়ার জায়গাটা পাশেই আছে।)
2.বইটির মূল্য সম্ভবত 100 টাকা। সংগ্রহে আগ্রহীরা এই পরিমান টাকা সঙ্গে নিতে ভুলবেন না।
3.'হিজ হিজ,হুজ হুজ' পদ্ধতিতে খাওয়া দাওয়া হবে। আবার সুবিধা হলে কাউকে ছিলও দেয়া যেতে পারে। যাদের ছিল খাওয়ার শক্তি আছে তারা এই কথাটি খেয়ালে রেখে টাকা পয়সা নিয়ে আসবেন।
4.ছবি তোলা হবে। সুতরাং ভালো মাঞ্জা মেরে আসতে পারেন।
5.মেলায় অবস্থানরত র্যাব ভাইদের সাথে মধুর ব্যবহার করবেন।আপনি ওহী মানুন আর না মানুন,র্যাব ভাইদের কথা অবশ্যই মেনে চলুন।
ফুটনোটঃ (জনস্বার্থের পোস্ট। কালকে মুছে ফেলা হবে।।)
মন্তব্য
নতুন মন্তব্য করুন