ড.ইউনূস সাহেব একটি রাজনৈতিক দল করার সিদ্ধান্ত নেয়ার জন্য দেশবাসীর কাছে খোলা চিঠি দিয়েছেন। যারা তার রাজনীতিতে আসাকে সমর্থন করবেন কিংবা করবেন না তারা তাকে নিজস্ব মতামত জানাবেন।
একটি ইন্টারেস্টিং বিষয় খেয়াল করলাম।যারা তার রাজনীতিতে আসাকে সমর্থন করছেন না,তারা কেউই কিন্তু বর্তমান সংকট থেকে মুক্তির উপায় নিয়ে আলাদা কোন দিকনির্দেশনা দিচ্ছেন না। ড.ইউনুস রাজনীতিতে এলে আমাদের লাভ আর তি কী ?
ধরে নিলাম তিনি রাজনীতিতে এসে কোন উল্লেখযোগ্য ভুমিকা রাখতে পারবেন না,বিতর্কিত হবেন..ইত্যাদি..ইত্যাদি..। কিন্তু তিনি তো বর্তমান দলগুলোর চেয়ে বেশি তি করতে পারবেন না,তাই না ?
আমার পরিচিত যারা ড.ইউনূসের বিরোধিতা করছেন,তাদের কিছু চিঠিপত্রের কপি আমি পেয়েছি। এখানে তাদের ধারনা আর আমার বক্তব্যটুকু তুলে ধরছি।
বক্তব্য ঃরাজনীতিতে নামলে ড.ইউনূসের ইমেজের তি হবে ।
প্রতি বক্তব্য ঃরোম যখন পুড়বে,তখন নিরো আর তার মতো দায়িত্বজ্ঞানহীনরাই শুধু দূরে বসে বাশি বাজাতে পারে। একজন মানুষ যদি দেশের কাজে না লেগে দূরে তার ইমেজ নিয়ে বসে থাকেন,তাহলে ঐ ইমেজ দিয়ে আমরা কি ধুঁয়ে খাবো ?
বক্তব্য ঃসিভিল সমাজ রাজনীতি থেকে দূরে থাকলেই মঙ্গল। কারন তারা তখন ক্রাইসিসের সময় উপদেশ দিতে পারেন।
প্রতি বক্তব্য ঃহ,কইছে আপনেরে! সারা দেশের সিভিল সমাজ মিল্যা গিয়া তারেক রহমানকে বলেন যে ,খাম্বা দিয়া চুরি করবেন না। তারেক তখন সিভিল সমাজরে চুম্মা দিব। গত ক্রাইসিসের সময় খালেদা জিয়ার গোয়াতর্ুমিকে এক ইঞ্চিও কি হেলাতে পারছে কোন সিভিল সোসাইটি ?
বক্তব্য ঃনোবেল পুরষ্কার পাওয়ার আগে তিনি কখনোই তো রাজনীতিতে নামার কথা বলেন নি ?
প্রতি বক্তব্য ঃতো কী হইছে।নোবেল পাইলে কি রাজনীতি করা যাবে না নাকি ? আর তিনি রাজনীতিতে আসার কথা বলেন নি,এ কথা ঠিক না। খেয়াল করুন তার লেখা 'পথের বাধা সরিয়ে দিন,মানুষকে এগুতে দিন।' এবং এ ধরনের বিভিন্ন লেখা।
গনফোরামের উদ্বোধনী অনুষ্টানে আজ থেকে প্রায় 15 বছর আগেই তিনি তার স্বপ্নের রাজনৈতিক দলের একটা রুপরেখা টেনে বলছেন,'যদি কখনো আমাকে রাজনীতিতে নামতে হয়..'।তাছাড়া কেউ রাজনীতিতে নামার আগ্রহ না দেখালেই যে কখনো আর রাজনীতিতে আসতে পারবেন না,এটা তো অদ্ভুত যুক্তি।
বক্তব্য ঃখোলা চিঠির মাধ্যমে কতোজনের মতামত পাওয়া যাবে ?এরা সারা দেশের কতো ভাগ মানুষের প্রতিনিধি ?
প্রতি বক্তব্য ঃঠিক কথা। হয়তো খুব বেশি হলে এককোটি মানুষ এই মতামত জানাতে পারবে। (যতি তাদের প্রত্যেকেই জানাতে চান।)কিন্তু অন্তত এই মানুষগুলোর মতামত তো আগে কেউ জানতে চায় নি। আগে তো দল নিজেরাই ঘোষনা করেছে ,কারো তোয়াক্কা করে নি।
বক্তব্য ঃড.ইউনূস মতায় গেলে বন্দর বিদেশিদের হাতে তুলে দিবেন,তাই আমেরিকা তাকে দিয়ে এসব করাচ্ছে।
প্রতি বক্তব্য ঃতার মানে কি,অন্যদল মতায় যাওয়ার জন্য এই চুক্তি করতে পিছপা হবে বলে আপনি মনে করেন ?হা:হা:হা:।
মন্তব্য
নতুন মন্তব্য করুন