একটি তথ্য চাচ্ছি। একটু সহযোগিতা।

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: বুধ, ১৪/০৩/২০০৭ - ৬:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি এই ব্লগের সবার কাছে বিশেষ করে সাংবাদিক বন্ধুদের কাছে একটি সাহায্য চাচ্ছি।

গত বছর (সম্ভবত: ডিসেম্বরের দিকে) একজন বাংলাদেশি ,গুয়েন্তানামা বে কারাগার থেকে মুক্তি পেয়ে বাংলাদেশে আসেন।

তার সাথে যোগাযোগের কোন ঠিকানা/ফোন নাম্বার কি কেউ দিতে পারবেন ?
এটলিস্ট তার নাম,কবে এসেছেন বা এসংক্রান্ত কোন খবরের তারিখ ইত্যাদি....।

কৃতঞ্জ থাকব।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।