ভোরের কাগজ পাঠক ফোরাম কিংবা প্রথম আলো বন্ধুসভা যারা পড়তেন, মেসবাহ য়াজাদ নামটির সাথে তারা খুবই পরিচিত।
মেসবাহ শুধু একজন ভালো লেখকই না, দক্ষ সংগঠক ,ভালো আড্ডাবাজ এবং সর্বোপরি একজন নির্ভরযোগ্য বন্ধু।
নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর পাশাপাশি তিনি বনের অন্যান্য পশুপাখিও খুশি মনে তাড়িয়ে দিয়ে বনকে প্রায় ধ্বংশ করে দেয়ার মতো উদ্যম রাখেন।
সেই মেসবাহ য়াজাদ আমার আমন্ত্রনে ব্লগের খবর পেয়ে চলে এসেছেন। আশা করছি তার আগমনে আমাদের ব্লগটি আরো সমৃদ্ধ হবে।
কিন্তু মুশকিল হচ্ছে,মেসবাহ'র ব্লগটি ওপেন হচ্ছে না।( খুব সম্ভবত: তিনি নামের মাঝখানে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলেছেন।)
নতুনদের জন্য এই সমস্যা নতুন নয়।আর তাদের জন্য সাহায্য কামনা করে পোস্ট দেয়াটাও নতুন নয়।
আমি শুধু এর পুনরাবৃত্তি করছি।
আশাকরি হাসিন ভাই ,মেসবাহ য়াজাদ এর সমস্যাটি দেখবেন।
মন্তব্য
নতুন মন্তব্য করুন