হাতের তালুতে হাত ঘষে যাচ্ছে কেউ
বাসের লাইনে মেঘেদের মুখ
বুকের পুকুরে
জ্বলে নিভে যাচ্ছে বিদু্যৎ জোনাকি
এসব উচ্ছন্নে যাবার ছবি
থাকুক তোমার কাছে।
তুমি থাকো,
রুদ্ধশ্বাস সংসার সাজাও মায়ায়,
আমি চলে যাচ্ছি,গুডবাই।
--------------------------
(কে লিখছে জানি না। পুরা লেখা হইলে (কিংবা আমি খুজে পাইলে) শিরোনাম সহ পরে পোস্ট কইরা দিমু নে।)
মন্তব্য
নতুন মন্তব্য করুন