হাসান মোরশেদ,এ চিঠি পাবি কি না জানি না.....<img src='http://www.somewhereinblog.net/images/dhora-khaises.gif' class='emo' />

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: রবি, ১৫/০৪/২০০৭ - ৩:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রিয় হাসান মোরশেদ,
কালকে রাতে তোকে খুব মিস করেছি। নাহ্,রাতভর ১লা বৈশাখের স্টেজ পাহারা দেয়ার জন্য নয়। মিস করেছি সার্কাস দেখার জন্য।সারাজীবন কতো লোককে আমরাই সার্কাস দেখিয়ে বেড়ালাম,এবার একটা সুযোগ ছিল দর্শকের সারিতে বসে সার্কাস দেখার।

রাত ১টায় ব্লগ খুলে হতভম্ব হয়ে বসেছিলাম।কেন হতভম্ব হয়েছিলাম তার কারন বলতে গেলে মহাকাব্য হবে। কী এক চমৎকার তামশা। সর্বোচ্চ ব্লগার লিস্টটা তখনও ছিল,কিন্তু সেখানে তোর নাম ছিল না,ছিল না তোকে অনিনন্দন জানিয়ে করা আমার পোস্টটি।

আজব এক ব্যাপার ছিল,টপ রেটেড পোস্ট। সেই টপরেটেড পোস্টে শুধুই ওয়ালি ভাইয়ের পোস্ট। আমি এতোদিন জানতাম,৫ এর উপরে রেটিং দেয়া যায় না। আর সেরকম রেটিং অনেকেই রোজ পেয়ে থাকে।তো,এখন জানলাম,নাহ,সেই টপরেটিংটা করা হয় অন্য কোন পদ্ধতিতে। সেখানে শুধুই ওয়ালি ভাইয়ের রাজত্ব।মারহাবা।

মিস করলি আমার অদ্ভুত ভাষায় লেখা তাৎক্ষনিক পোস্টগু লো। (লিখেছি বাংলায়,হয়ে গেল হাসজারু,স্যরি হিব্্রু)মিস করলি অপুর কলমে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গালাগালিগুলি!!!

সে যাক,মিস তো কতো কিছুই করা হয় জীবনে।আফসোস করার দরকার কী।
কিন্তু মজা পেয়েছি তোর সর্বোচ্চ ব্লগার লিস্ট থেকে উৎখাতের ঘটনায়। মাত্র ১ দিন ছিলি সেই লিস্টে!!!

ভালো জিনিষ তোর আমার কপালে সইলো না। একদিনের বাদশা,পরের দিনই আমার সাথে ভিখারি!!!

জানি আফসোস করবি না,তবু বলি খুব মজা পেয়েছি।
যাক,কী আর করা,ভালো জিনিষ কবেই বা আমাদের কপালে জুটলো বল্....? (ক্লোজআপহাসি)

( পোস্ট কনভার্টেড বাই এস.এম মাহবুব মুর্শেদ এন্ড অরুপ কামাল)


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।