বর্তমান তত্বাবধায়ক সরকার দেশকে নিয়ে কী করতে চাচ্ছেন বুঝতে পারি নি এতোদিন।তারা নাকি দেশকে একেবারে উন্নত করার পর হাল ছাড়বেন।কিন্তু কেমনে কী,ধরতে পারি নাই।
গতরাত থেকে বুঝতে পারছি।
তারা দেশকে উন্নত করে একেবারে ইউনিকোড করে ফেলবেন।
ইউনিকোড ব্লগ ছেড়ে দিতে পারবো,কিন্তু ইউনিকোড দেশ ছাড়বে কেমনে বুঝতে পারছি না।
মন্তব্য
নতুন মন্তব্য করুন