কাঙাল হইলে ভবে..কাঙাল আরিফ জেবতিকের শুভেচ্ছা...

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: বুধ, ১৮/০৪/২০০৭ - ১০:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঘন্টা খানেক আগেো ব্লগিং করেছি।
এখন আবার নেটে এসে দেখি আমার প্রোফাইলে ছবির পাশে `কাঙাল'শব্দটি লেখা!! খেয়াল করে দেখলাম,সবার প্রোফাইলেরই একই অবস্থা।

ভাইরে আমার কর্তৃপক্ষ,ব্লগিং করতে গিয়ে কাঙাল উপাধি পাইলাম।
`লুচ্চা' বলেন নাই, এ জন্য আপনাদের লালসালাম রে ভাই।
নয়তো বড়ো বিপদে পড়তাম ইজ্জত নিয়ে...


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।