আইলো কলিকাল/ছাগল চাটে বাঘের গাল.......

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: বুধ, ১৮/০৪/২০০৭ - ২:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

আসলেই মেজাজ মুজাজ খারাপ।
শালার কিছু বল্লেই সব শালা বুঝাইতে আসে `প্রোগ্রামিং কেমন জিনিষ আপনি বুঝবেন না,আপনি তও বাটন টিপেই খালাস।'

রসিকতা যা করি,আশাকরি হাসিন বুঝতে পারেন।
আর বাকি তালেবররা দয়াকরে আমার ব্লগ থেকে দূরে থাকুন।

নয়তো খেপে গিয়ে কবে হাবিব মহাজনের মতো আমাকেও বলতে হবে,` আমি যখন ডস মুডে কম্পিউটার টিপি বাসায় তখন তোমাদের বহুত বেটাই স্লেট পেন্সিলে আকঁ কষতে পাঠশালায় যাও।'


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।