স্যরি মেজবাহ য়াজাদ,আপনি ঈশ্বরের সাইটে এসেছেন...

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: রবি, ২২/০৪/২০০৭ - ১১:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

মেসবাহ আমাকে ফোন করে বললেন,ব্যাপার কী জেবতিক?আমার সমস্যাটার সমাধানটা তো আপনারা করলেন না?আজ প্রায় একমাস হয়ে গেল...আমি শুধু লেখা পড়েই যাচ্ছি..পড়েই যাচ্ছি....কিন্তু নিজের ব্লগ খুলতে পারছি না।
------------------

স্যরি মেসবাহ য়াজাদ।
এই ব্লগে আমরা শুধু কথা শুনি।সবার কথাই শুনি।
কারো কথার উত্তর দেই না।

ব্যাপারটা ঈশ্বরকে ফলো করে তৈরী করা।ঈশ্বর সবার প্রার্থনা শুনেন,ইচ্ছে হলে কবুল করেন ,বেশির ভাগই কবুল করেন না...
আপনি বার বার ঈশ্বরকে ডাকবেন,এটই তার আনন্দ।

ব্যাপারটা ভুলে যান।এই ব্লগে সবার জায়গা হয় না।
(বেশি বাড়াবাড়ি করলে আপনাকে সান সার্টিফায়েড দেখাইয়া দেব।)


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।