নিজের খাইয়া বিজ্ঞাপন দিলাম।

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: শুক্র, ০৪/০৫/২০০৭ - ৪:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ব্লগে ইদানিং হুড়োহুড়ি,লড়ালড়ি,খোচাখুচি বেড়ে গেছে মনে হচ্ছে।
খুনসুটি মজাই লাগেযতোক্ষন হজম করতে পারি।
তবে সেই ফাকে কিছু ভালো লেখা মিসও হয়ে যায় মাঝে মাঝে।

তেমন কিছু কি মিস করে যাচ্ছেন কেউ? ''ব্লগ নিয়ে লেখা নয়,ব্লগে লেখা'' এই থিওরি মেনে চলে কিন্তু কিছু ব্লগার বেশ সুন্দর কিছু সিরিজ চালিয়ে যাচ্ছেন।

পড়ছি মুহম্মদ জুবায়েরের ধারাবাহিক উপন্যাস 'পৌরুষ'।প্রতিদিন নিয়মিত কিস্তি আসছে বলেই ধারাবাহিকতা রক্ষা করা যাচ্ছে।খুব হালকা চালে লেখা ঝরঝরে গদ্য।কাহিনী এখনও দানা বাধে নি,তবে টের পাচ্ছি লেখক গুছিয়ে আনছেন তার মূল গল্পের দিকে পাঠকের মনোযোগ।

অমিত আহমেদ এর ধারাবাহিক গল্প 'গন্দম' কিন্তু প্রতিদিনই উত্তেজনা ছড়িয়ে রাখছে।খুব দ্রুত গল্প বদলে যাচ্ছে এক থেকে অন্য পর্বে।এটাও হালকা চালে লেখা,তবে লেখার মুন্সিয়ানা স্বীকার করতে হচ্ছে।কাহিনীর গতি দেখে মনে হচ্ছে উপন্যাসে গিয়ে ঠেকবে।

কৌশিক এর ধারাবাহিক লেখা 'বনবাতাসী' খুব নীরবে কিন্তু বিছিয়ে যাচ্ছে তার মায়াজাল। ব্লগলড়িয়ে কৌশিকের ভেতর থেকে জন্ম নিচ্ছে সাহিত্যিক কৌশিক,আমাদের চোখের সামনেই।সেই সঙ্গে মিস করছি তার আরেক ধারাবাহিক 'পেটানো ভার্সেস বেঢপ'। সম্ভাবনা জাগিয়ে দিয়েও অকালপ্রয়ান ঘটলো গল্পটার,কোন পরিসমাপ্তি না টেনেই।অপেক্ষায় আছি বাকি টার..

-----------------------------
আমার কেন যেন মনে হচ্ছে এই সিরিজগুলি পর্যাপ্ত মনযোগ পাচ্ছে না পাঠকের।তাই একবার বলে দেয়া।

পড়ে দেখুন ,মিস করছেন না তো কিছু?


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।