পিচঢালা রাজপথ নিশিডাক দেয়,যুদ্ধে যাবার তবে শ্রেষ্ঠ সময় আরেকবার?(তাসনিম খলিলের জন্য।)

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: শনি, ১২/০৫/২০০৭ - ৪:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমার মনটা পুনরায় বিষন্ন হয়ে উঠে।রক্তের ভেতরে খেলা করে ক্রোধ,হতাশার কুয়াশা ছিড়ে আবার আমার নিওরোনের অলিতে গলিতে আসে সেই প্লাবন,আর সেই প্লাবনের জোয়ারে আমি আবার অসহায় হয়ে পড়ি ।হে প্রভু,আমাদের কি মুক্তি নেই?আমাদের কি শান্তি নেই?

আবার রাজপথ আমাকে ডাক দিয়ে যায়,আমার কোন গত্যন্তর নেই।

আমাদের নামতে হবে রাজপথে,খালেদা বা হাসিনার জন্য নয়;নামতে হবে একজন আহমেদ নূর আর একজন তাসনিম খলিলের জন্য।কাফকার সেই বিষন্ন শহর এখন আমাদের জনপদ।

মাঝরাতে তুলে নিয়ে যাচ্ছে সন্তানের কোল ঘেষে শুয়ে থাকা পিতা,পড়ায় মগ্ন অবোধ তরুন ভাই,দরজায় সেই একই বুটের লাথি ;৭১ থেকে ৮২,৮২ থেকে ৯০,আর এখন এই দুইহাজার সাতে।আমাকে ঘর ছেড়ে বের হতে হবে কারন ঘর আর আমার জন্য নিরাপদ নয়,আমার জন্য নিরাপদ নয় প্রেমিকার হাত,কপাট বদ্ধ শান্তি,ঘরের নিরাপত্তা অর্জন করতে আমাকে আবার রাজপথেই তবে ফিরে যেতে হয়।

আবার সেই প্রখর রোদের রাজপথ,ঘামে ভেজা শরীর,পায়ে সেই জীর্ণ ক্যাডস,দুম করে ফুটে যাওয়া ককটেলের বারুদ গন্ধ,ঝাঝালো টিয়ার গ্যাসে দম আটকে আসা,আবার সহযোদ্ধার শিওরে বসে কাটিয়ে দেয়া একেকটা হাসপাতাল রজনি,আবার সেই গুনতি-চালান-আমদানির লালদালান,আবার বিকেল ৪টার সেল বন্ধ নি:সঙ্গতা,আবার টিফিন ক্যারিয়ার ভরা আলুভাজি-পটলভাজি ,অথবা সন্ধ্যারাতে মাফলারে মুখ ঢেকে চকিত পথচলা।

আমাদের পুনরায় লড়তে হবে ,একজন আহমেদ নূর,একজন তাসনিম খলিল একজন আরিফ জেবতিক এবং এরকম শতো শতো মানুষের জন্য।

আমি জানি আবার আমরা বিজয়ী হবো কোন এক ফাল্গুন বিকেলে,আবার জনতার হাতে আসবে বিজয়ের নিশান,আবার সেই নিশান লুট করে নিয়ে যাবে মুজিব আর জিয়ার পরিবার,আবার নিজামীর গাড়িতে পতাকা,ফালুর দাত বের করা হাসি...

তবু,আমার গত্যন্তর নেই।নিজের জন্য লড়াই আমাকে করে যেতেই হবে।
খুব শিগগীর আবার ডাক উঠবে।আর সেই ডাক শুনে আমি আবার রাজপথে ফিরে যাবো।আমার প্রস্তুতি নেয়া শেষ।

ভবিতব্য যদি তাই হয়,হোক।
পূর্বপুরুষের রক্ত যদি বয়ে যায় হৃদপিন্ড জুড়ে,কসম দিয়ে বলে যাচ্ছি,আমরা তবে লড়িয়ে জাতি।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।