!!!!!!!!!!!!!ভেলরি সংক্রান্ত ব্রেকিং নিউজ!!!!!!!!

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: শনি, ০২/০৬/২০০৭ - ১০:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সি.আর.পির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ভেলরিকে সি.আর.পি'র সমন্বয়কের পদে পুনর্বহাল করা হয়েছে এবং তার যাবতীয় ক্ষমতা ফেরত দেয়া হয়েছে।

এ সংক্রান্ত একটি খবর এন.টি.ভি এবং এ.টি.এন বাংলায় প্রচার করা হয়েছে।

(এ সংক্রান্ত আন্দোলনের প্রধানদের কাছে এখনও কোন কনক্রিট খবর নেই,এটা মুল ষড়যন্ত্রের একটা অংশ হতেও পারে।তবে এটা একটা প্রাথমিক বিজয় নি:সন্দেহে।আমরা অবশ্যই সেলিব্রেট করতে পারি।)

জয় হোক অগনিত সাধারন মানুষের।
জয় হোক অগনন দুই পয়সার মানুষের যুথবদ্ধ প্রচেষ্ঠার।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।