ভেলরি টেইলর ইস্যু নিয়ে এখনও চূড়ান্ত আনন্দের সময় আসে নি (দ্বিতীয় আপডেট)

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: শনি, ০২/০৬/২০০৭ - ১০:৫৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই মাত্র কথা হলো ভেলরির ঘনিষ্ঠ সি.আর.পির একজন সিনিয়ার অফিশিয়ালের সাথে।
ভেলরিকে সমন্বয়কের পদে পুনর্বহাল করার ঘোষনা এক ধরনের চোখে ধুলো দেয়ার ব্যাপার বলেই সন্দেহ হচ্ছে আমাদের সবার।

সেই একই লোকগুলো যদি ট্রাস্টি বোর্ডে রয়ে যায়,একই ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হতে থাকে,আর আন্দোলনকারী আমাদেরকে বুঝানো হয় যে ভেলরিকে তো সম্মান জানানো হয়েছে,তাহলে চূড়ান্ত লক্ষ্য তো অর্জন হলো না।

আমরা শুধু ভেলরির সম্মান উদ্ধার চাই না,আমরা চাই সি.আর.পি কে পূর্ণাঙ্গ ভাবে গরীব মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হোক।

আমরা চাই হাজার হাজার টাকা বেতন নিতে যে মৌলোভীরা সি.আর.পিতে ভিড় করেছেন তাদের নি:শর্ত বিদায়।
তোমাদের যদি এতো শখ থাকে তো নিজের টাকায় গিয়ে ক্লিনিক করো,এ্যাপোলোর মতো হাসপাতাল করো।কিন্তু ভেলরির ভিক্ষার টাকায় গড়া প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাও।
----------------
প্রিয় ব্লগাররা যারা এই আন্দোলনে পরিশ্রম করছেন,মেইল আর ফোনে সাহস যোগাচ্ছেন,লন্ডন আর জার্মানিতে জনমত গঠন করছেন,বিভিন্ন তথ্য আর কন্টাক্ট দিয়ে সাহায্য করছেন (যাদের অনেকেরই নাম বলতে মানা )তাদের প্রতি কৃতজ্ঞতা সহ বিনীত অনুরোধ,দাবী থেকে সরে আসবেন না।

প্রাথমিক ধাক্কায় আমরা বিজয়ী হয়েছি,এটা সুখময় সত্য।
তবে যাত্রা এখনও বহুদূর।

ঐ দেখা যায় এভারেস্ট চূড়া।
প্রথম বেস ক্যাম্পে যখন পৌছেছি,ইনশাআল্লাহ এভারেস্ট জয় করবই এই সব দুই পয়সার মানুষেরা।

সবাই মিলে আরেকটু এফর্ট।আরেকটু জোরে ধাক্কা।
সবাই মিলে আরেকবার জোরে উচ্চারন:

কুইট শফি সামী।
কুইট।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।