• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

ছোটদের সামহোয়্যারইন শর্তাবলী শিক্ষা।(জেবতিকের একটি ফালতু পোস্ট)

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: সোম, ০৪/০৬/২০০৭ - ৩:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(আজকাল "ব্লগের রেজিষ্ট্রেশনের নীতিমালা" শব্দটি খুব চালু আইটেম।আপনি ব্লগের কোন বিষয়ে একটু দ্বিমত করে আপনার আপত্তি জানান,সাথে সাথে একদল ব্লগার এসে বলবেন,"কেন হে বালক,নীতিমালা দেখে শেখো।রেজিষ্ট্রেশনের শর্তাবলী পাঠ করে আসো নাই?এখন কেন এতো বড়ো বড়ো কথা বলো?

আমি নিজে নীতিবান মানুষ না,তাই নীতিমালা পড়ি টড়িনা। আজ একটু চোখ বুলিয়ে দেখলাম। সহজ ভাষায় লেখা। সহজ কথা সহজে বলা যায় না,আবার সহজ লেখা অনেক সময় বুঝা যায় না।
আমি নিজে "সামহোয়্যার ইন ব্লগ ব্যবহারের শর্তাবলী" পড়ে কিছু জিনিষ বুঝতে পারি নি,তাই এই পোস্টের অবতারনা।

শর্তবালীগুলি কাটপেস্ট করে আমার প্রশ্ন আর কমেন্ট প্রত্যেকটির নিচে দিলাম।নোটিশবোর্ড যদি জবাব দেন,তাহলে কৃতার্থ হয়ে শর্তাবলী শিখি!
--------------------------------
সামহোয়্যার ইন ব্লগ ব্যবহারের শর্তাবলী:

উদারতা: ব্লগ ব্যবহারের নিয়মকানুন এবং শর্তগুলো মনে রাখুন।

(আরিফ জেবতিকের প্রশ্ন: সেই নিয়মকানুন গুলো কী কী রে ভাই?কোথায় জানবো আর না জানলে মনে রাখবোই বা কেমনে?)

অন্যদের সেভাবে দেখুন, নিজেকে এখানে যেভাবে দেখতে চান।

(আরিফ জেবতিকের প্রশ্ন: নিজেকে মুক্তমনের উদার হিসেবে দেখতে চাই।কিন্তু যুঞ্চির পোস্ট মুছার পর নোটিশবোর্ডকে সেভাবে কী দেখা যাবে,দয়া করে বলে দিন)

সহনশীলতা: বিভিন্ন জনের বিভিন্ন মতামত প্রকাশের এটি একটি খোলা জায়গা। ধর্ম, রাজনীতি বা সাংস্কৃতিক দিক থেকে চিন্তাধারা এবং মতামতের ভিন্নতা থাকবেই।

(আরিফ জেবতিকের প্রশ্ন: যুঞ্চির পোস্টটি কি "মতামতের ভিন্নতা"কে সাপোর্ট করে না?তাহলে "এটি একটি খোলাযায়গা "কথাটি কি কিছুটা ভন্ডামি মনে হয় না?)

তবে অবশ্যই তা আক্রমনাত্বক বা উষ্কানীমূলক নয়।

(আরিফ জেবতিকের প্রশ্ন: যুঞ্চির পোস্টটি দ্বারা কে বা কারা আক্রান্ত হয়েছেন বলে আপনাদের ধারনা?কাউকে তো বলতে শুনলাম না।)

এক্ষেত্রে সকলের সহনশীলতা একান্ত প্রয়োজন।
(আরিফ জেবতিকের প্রশ্ন: আস্তে বলা যায় না?,নইলে তো পাবলিকে হাসবো )

প্রাসঙ্গিকতা: আলোচনা, সমালোচনা বা যে কোন ধরনের পোষ্টিংয়ের ক্ষেত্রে সবসময় প্রাসঙ্গিক থাকুন। আপনার সুস্পষ্ট, গঠনমূলক ও প্রগতিশীল লেখা- লেখক, পাঠক, সমাজ তথা গোটা সুস্খ পরিবেশের মঙ্গলের জন্যই।

(আরিফ জেবতিকের প্রশ্ন: যুঞ্চিকি প্রাসঙ্গিক ছিলেন না ?কেমনে কী? "গঠনমূলক ও প্রগতিশীল লেখা "বলতে কি বুঝেন?দয়াকরে কয়েকটা পোস্টের উদারহন সহ বুঝিয়ে দিন। )

উৎস উল্লেখ করা: আপনার লেখায় প্রসঙ্গত অন্য কারো লেখা বা বই (তা সে বিখ্যাত বা অখ্যাত যাই হোক) থেকে উদ্ধৃতি আসতেই পারে। এক্ষেত্রে পরিস্কারভাবে তা উল্লেখ করুন। কপিরাইটের ব্যাপারে সতর্ক থাকুন।

(আরিফ জেবতিকের প্রশ্ন: গোলাম আযমের পুরা বই কাটপেস্ট করলে সেটিকে কপিরাইটের মধ্যে ফেলেন না কেন?নাকি আপনারা নিশ্চিত যে পোস্টদাতার সেই রাইট আছে।যদি নিশ্চিত হোন,তাহলে কিভাবে হলেন?পার্সোনাল যোগাযোগ? )

আপনার স্বত্তাধিকার থাকলে তা উল্লেখ করুন (যদি প্রয়োজন হয়)।
মনে রাখুন, আপনি যে সমস্ত লেখা এখানে পোষ্ট করছেন, তা 'সামহোয়্যার ইন নেট লিমিটেড' কোম্পানীর অন্যান্য মিডিয়া চ্যানেল গুলোতেও ব্যবহারের অধিকার রাখে।

(আরিফ জেবতিকের কমেন্ট: আমার স্বত্তাধিকার উল্লেখ করবো,কিন্তু আপনারা অন্যান্য মিডিয়াতেও আমার লেখা ব্যবহারের অধিকার রাখেন!!!
...এই লাইনটি আসলেই আকন্দ চাচুর উকালতি জ্ঞান ছাড়া বুঝতে পারলাম না।দেখি উনাকেই জিগাবো নে। )


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।