চট্টগ্রাম ইস্যুর আপডেট চাই

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: বিষ্যুদ, ২৮/০৬/২০০৭ - ১:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

চট্টগ্রাম ইস্যুতে বেশ তোড়জোড় শুরু হয়েছিল ব্লগে।কিন্তু ঠিক পর্যাপ্ত তথ্য সবাই জেনেছেন বলে মনে হয় না।একটা আপডেট কি সংশ্লষ্ঠরা দেবেন?
যেমন:
১.বিদেশে কালেক্ট করা ফান্ডের পরিমান কতো?সেগুলো কি দেশে এসেছে?এগুলো খরচ করার প্ল্যান কী?

২.স্থানীয় ভাবে কতোটুকু আগানো গেল?ত্রিভুজ এবং অন্য যারা ছিলেন তারা কী করছেন এখন?

৩.আসল পরিকল্পনাটা কি?যতোদূর বুঝেছি যে কয়েকজনকে ৩ মাস আর্থিক সুবিধা দেয়া হবে।কতো জনকে আসলে দেয়া হবে,৩ জন না তার চেয়ে বেশি?কতোটাকা দেয়া হচ্ছে?


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।