ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ক্যাফেটারিয়ায় তখন DUCA (Dhaka University Computer Association)-র জয়জয়কার। কলাভবনের সুন্দরীগুলো প্রতিদিন ভীড় জমায়। খবর পাই- বন্ধুমহলে কে যেন কম্পিউটার শিখতে গিয়ে বন্ধুত্ব পাতিয়ে ফেলেছে! শুনে ঈর্ষায় পাছার ফুটো ছোট হয়ে আসে!
দিন যায়- ক্লাসে উপস্থিতির হার বিরানব্বই থেকে সাতষট্টিতে নেমে আসে। আমাদের গুটিকয়েকজনের আস্তানা হয় ক্যাফেটারিয়া সংলগ্ন ডুকা'তে ঢোকার গেইটে! আমরা বিড়ি ফুঁকি - সুন্দরীরা স্যান্ডেল ঠুঁকে। দিন যায়!!
হঠাৎ একদিন- রিক্সা থেকে নেমে আসে হুরপরী এক!! আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চায়- হৃদস্পন্দন থেমে যেতে চায়। আমি আর মামুন ডুকার সিঁড়িতে নায়কোচিত ভঙ্গীমায় বসি। সুন্দরী স্যান্ডেল ঠুঁকে এগিয়ে আসে। আমরা দুজন না পাওয়ার বেদনা মিশ্রিত দীর্ঘশ্বাসে ভরা চাহনিতে বিদ্ধ করি সুন্দরীর মুখ।
হঠাৎ এক ভীষন বায়বীয় শব্দে(!!!) চতুর্দিক প্রকম্পিত হয়, সুন্দরী লাফিয়ে উঠে ছিটকে পড়ে ডুকার দরজায়। আমি অবাক হয়ে তাকাই মামুনের দিকে- শুধাই, "একি কান্ড!!"
মামুন বলে, "দোস্ত কি করবো বল? দীর্ঘশ্বাসটা ভুল জায়গা দিয়ে বেরিয়ে গেছে!"
মন্তব্য
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এইটা কৌতুকের বইটাতে দিতেন!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
জটিলস্য .. ..
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
মা.মু- আসল ঘটনা হচ্ছে মুত্রাগার থেকে নিজের লেখাগুলোকে এখানে সরিয়ে এনে রাখছি।
নতুন লেখালেখি করার মতো সময় ও সুযোগ হয়ে উঠছে না। আশা করছি কিছুদিনের মধ্যেই নতুন লেখা নিয়ে হাজির হতে পারবো। এইটা কৌতুক হিসাবে দিলে গল্পের নায়ক মামুন জানতে পারলে আমারে পিটাবে।
কি মাঝি? ডরাইলা?
দ্রোহী ভাইয়ের আসল নাম মামুন না তো? আপনারে আমার সবসময় এরকম গল্পের নায়ক ভাবতেই ভাল্লাগে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
এভাবে হাসানোর কোন মানে হয়?
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
গড়ি দালানকোঠা ফেলে দিয়ে শ্মশাণে বৈঠকখানা
দীর্ঘশ্বাস....
নতুন মন্তব্য করুন